![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নবোনা আতুঁর কবির দিন-রাত কলমে আবদ্ধ।
রেল লাইনের সরল গতিতে কলম চলে অবিরত।
ঝিনুকের বিদ্যা থেকে শুরু করে মহাকাশ বিদ্যা
কলমের বিদ্যায় প্রকাশিত সবই,
কবির অঙ্গুলিত্রয় বিশ্রাম পায় না কোন কালে।
দিন-রাত লিখে যায় কবিদের দল,
শশ্মান চিনে না, শাষন বুঝে না,
আপন উদ্যোগে লিখে নিজের ব্যাক্তিজীবন।
ভালোর ধার ধারেনা ছাইপাশ কবি,
মন্দও উপেক্ষিত স্বপ্নের কলেবরে,
স্বপ্নবোনা ছাইপাশ কবি তবু স্বপ্ন দেখায় সুন্দর আগামী দিনে।
০১/০১/২০১৫
০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৯
ইয়াকুবএ বলেছেন: ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১|
০২ রা জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৯
অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর।
হ্যাপ্পি নিউ ইয়ার