![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক বিরুদ্ধ বাতাস তোমার আঁচল উড়িয়ে দেই
তুমি ডান হাতে টেনে ধরো বারবার, কত আদর!
আমি গতি বাড়িয়ে উড়িয়ে দিতে চাই সুদূর আকাশে,
তুমি ইতস্তত নমোনীয়তায় টেনে ধরো তোমার আঁচল,
হয়তো মনে মনে গালি দেও, জানোয়ার বলে,
কি করবো বলো,
বাতাস হয়েছি বলে বসন্তে আমিই তোমার প্রেমের বন্ধু,
বাতাস হয়েছি বলে চৈত্রের খরা রোদে আমিই তোমার ছায়া,
বৈশাখে আমিই উড়িয়ে নিই তোমার টিনের চাল।
তুমি আসবে বলে আমি মৃদু তালে বই,
তোমার উড়ন্ত চুলে আমি মিশে যেতে চাই এক নিমিশে।
তুমি কি আমায় চিনতে পারো না?
এইতো আমি, পিছনে ডানে তাকাও,
তোমার চুল ধরে উড়ছি ঢেউয়ের তালে।
এত সুন্দর, এত ঝলমলে!
অথচ তুমি ঢেকে রাখো সব আঁচলের তলে।
আমি ভালবাসি চুল,
তাই বাতাস হয়েছি উড়াবো বলে,
তুমি ঢেকে দিতে চাও?
আমি উন্মাদ হয়ে উড়িয়ে দেব তোমার আঁচল।
০৬.০৩.২০১৫
০৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৫৬
ইয়াকুবএ বলেছেন: ধন্যবাদ আহসানুল ভাই
২| ০৭ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৪৯
কলমের কালি শেষ বলেছেন:
কবিতা এতো মিষ্টি হইলে চলে !
০৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৫৭
ইয়াকুবএ বলেছেন: সবই আপনাদের জন্য, অনেক অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৭ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৪৪
মোঃ আহসানুল হক বিশ্বাস বলেছেন: অনেক ভাল লাগল ভাই।