![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Remember: Their success does not mean you are a failure. Their beauty does not mean you are ugly.
মুক্তিযুদ্ধ, কথাটি শুনলেই শিহরন জেগে উঠে মনে প্রানে।যদিও দেখা হয়নি এই বিশাল বাঙালি জাতির পাওয়া। যদি সেদিন আমি থাকতাম তাহলে দেশের জন্য কিছু করতে পারতাম,বেচে থাকাটা আমার সার্থক হত।
মুক্তিযুদ্ধাদের বিরত্তের উপর প্রদান করা হয় সন্মাননা, বীরপ্রতিক, বীরুত্তম, বীরশ্রেষ্ট আর বীরবীক্রম। আবেগে আপ্লুত হই যখন চক্ষু বুজে অনুধাবন করি। কতযে বিলিন হয়েছে দেহ,প্রান আর সম্ভ্রম।
কিন্তু এ কোন উন্মাদনায় মেতেছে আজ বাঙালি জাতি,আজ সাধারন মানুষ মুক্তিযোদ্ধা হতে পারে। মুক্তিযোদ্ধাও মুক্তিযোদ্ধা না হতে পারে। তাহলে কি এমন দিনেরও অপেক্ষা আমরা করতে পারিনা ? যেদিন আমাদের শুনতে হবে যে মুক্তিযুদ্ধই হয়নি।
আর এমন হলেওকি অবাক হওয়ার কিছু থাকবে ? যেখানে আমাদের এই সব সম্ভবের দেশ রয়েছে। যেই দেশে ভুয়া PHD ধারী বিশ্ববিদ্যালয়ের প্রধান রয়েছে যেইদেশে MBBS ধারী ভুয়া ডাক্তার রয়েছে সেখানে যদি আমরা কখনও শুনি ভাষার জন্য যুদ্ধ হয়নি , ভাষা সৈনিক বলে কেও নেই সেকথাটা কি বেশী বেমানান হবে ?
©somewhere in net ltd.