নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার জন্য একমাত্র আল্লাহ পাকই যথেষ্ঠ........
দুটি ছবিই অনলাইন থেকে পেয়েছি কিন্তু কনফিউসড্ কোনটি আসল ছবি....
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১২
মিত্রাক্ষর বলেছেন: আসল নকল তো জানিনা, কিন্তু জানি দুটোই আমাদের দেশের শত্রু!
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১২
দূরবী৩২১ বলেছেন: ১টা অডিট করা
৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২০
মিজান আফতাব বলেছেন: ৭১এ হাসিনার বিয়াই এর দু একটা হত্যা নির্যাতন ধর্ষনের প্রমান দেন দেখি !!!
এনি ওয়ে, উপরের ছবিতে আপনি কোন কুকুরটা? সেটা লিখে দিলে উত্তর দিতে সুবিধা হত ...
৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৫
এম আর ইকবাল বলেছেন: নিচেরটা আসল , উপরের টা এডিট করা । হাতের লেখা দেখুন । আপনি কোনটা গুরুত্ব দিচ্ছেন তা বোঝা যাচ্ছে । যার যেমন চিন্তা ।
৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৮
গোধূলির রঙ বলেছেন: এই পোলাপান গুলারে কে বুঝাবে যে, ১৯৭১ সালে পাক বাহিনী আমাদের বুকে গুলি করেছে, জনতা বুকে নিয়েছে বুলেট দেশকে স্বাধীন করার জন্য। শাহবাগের মত নাচ, গান, আনন্দ , ফূর্তি করার টাইম তাদের ছিলোনা। খিচুড়ি আর সরকারী পানি খাওয়ারও টাইম তাদের ছিলনা বা তাদের দেয়নি তখনকার সরকার। বুলেট এসেছিলো চার দিক থেকে। শাহবাগকে ৭১ এর মত করে দেখাতে গিয়ে আমাদের স্বাধীনতাকে খাটো করবেননা।
জাস্ট, আরো একটু ভাবুন। শাহবাগে আন্দোলনের নামে বামরা কি চায়। এদের আসল দাবি ফাঁসি না। এদের টার্গেট ইসলাম। মুসলমানের ছেলে হলে ভাবুন। আর পরিমলের দলের লোক হলে ভাবার দরকার নাই। ওখানে গিয়া উলালে নাচুন।
শাহবাগে যে সব পোলা চিল্লাইতাছে এগুলার আতলামি দেখে আমি একেবারে মার্মাহত। আরে বোকাচোদা আবালের দল। ওখানে গিয়ে এদের ভাব এমন যে এরা মুক্তিযুদ্ধ কইরালাইতাছে। এতো রাষ্ট্র ও পুলিশি প্রোটেকশন, খিচুড়ী, পুলিশ কর্তৃক চার দিকের রাস্ত বন্ধ কইরা সারা শহর থেকে লোক আইনা কি জনতার বিপ্লব হয়? এরা কি বিপ্লবের মানে বুঝে? আরে, বিপ্লব হয় বন্ধুকের মুখে। পুলিশ গেরাও করে নিরাপত্তা দিয়ে নয়।
মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছে বন্ধুকের মুখে, ভাষা শহীদরাও এমনকি ৯০ এর গণঅভ্যূথানের সময়ও। রাষ্ট্রের পাহারায় বইসা বইসা খিচুড়ী আর ওয়াসার পানি খাইয়া বিপ্লব হয়না। বিপ্লবের মানে বুইঝা শাহবাগ যা, নইলে ঘরে বইসা শাহবাগের চিত্র দেখ আর প্রাণ খুলে হাস। কামে লাগবো। এতো প্রটেকশনে নাটক দেইখা লজ্জায় মরতাছি। ভাবতেছি, এই সব শাহবাগের খিচুড়ি বাহিনী যদি ৭১ এ থাকতো তবে আমাদের জন্য ক্ষতিই হতো। আমার বাপজান আমারে এখনো কয় মৃত্যুর মুখে যদ্ধ করেছে, শাহবাগের মত সরকারের পুলিশি নিরাপত্তায় খিচুড়ি খেয়ে নয়।
কথাগুলা বুঝলে বুঝ, না বুঝলে শাহবাগের রাস্তা মাফ।
শাহবাগে যারা গেছে বা যারা অন্যমতকে যুক্তিদিয়ে না রিফিউট করে গালি দিয়ে করে এদের সবার মাঝে আমি পাক হানাদার বাহিনীর মেজাজ দেখি। পাক বাহিনী আর এইসব বাম আর ধর্মনিরপেক্ষদের মেজাজ একই রকম। আমার তাই সন্দেহ হয়, এরা কার ঔরশজাত।
©somewhere in net ltd.
১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১০
smoki_ice বলেছেন: কোন ছবিটি সত্য এর থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কোন কথাটি সত্য , জামাত-শিবির সম্পর্কে জানলেও হাসিনার বিয়াই সম্পর্কে কোন ধারণা নাই