নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার জন্যএকমাত্র মহান আল্লাহ পাকই যথেষ্ঠ.....

জহির উদদীন

আমার জন্য একমাত্র আল্লাহ পাকই যথেষ্ঠ........

জহির উদদীন › বিস্তারিত পোস্টঃ

কোন সরকার দেশ চালাচ্ছে ....?

০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:০৪

বাংলাদেশে এখন দুই সরকার

১. আওয়ামীলীগ সরকার....

২. ইমারান এইচ সরকার...

তবে আওয়ামীলীগ সরকার একটি সাংবিধানিক সরকার হিসেবে রাষ্ট্র পরিচালনা করছে.....কিন্তু ইমারান এইচ সরকার একটি অসাংবিধানিক ব্যক্তি...তার কোন রাষ্ট্রীয় বা রাজনৈতিক পদ নেই কিন্তু আমার কথা হচ্ছে এই ইমারান এইচ সরকার দিন দিন রীতিমত যেভাবে আওয়ামীলীগ সরকারকে ডিক্টেট করে যাচ্ছে ও সরকারকে আল্টিমেটাম দিচ্ছে যা অসাংবিধানিক এবং শুধু তাই নয় যেভাবে সে সাড়া বাংলাদেশে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ দিচ্ছে সেটাও কিন্তু ঠিক নয় কেননা সরকারী,বেসরকারী বিভিন্ন প্রতিস্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ একমাত্র সাংবিধানিক ভাবে স্বরাষ্ট্র মন্ত্রনালয় দিতে পারে কোন অসাংবিধানিক ব্যক্তি দিতে পারে না। বাংলাদেশে জাতীয় পতাকা সাধারন বিষয় নয় এটা ভেবে দেখার বিষয়।



দেখে মনে হচ্ছে আওয়ামীলীগ সরকারের কোমড় ভেংগে গেছে আর ইমারান এইচ সরকার তাদের কান্ডারী।

তবে আমার যেটা মনে হয় আওয়ামীলীগ সরকারের যদি এই শাহবাগের আন্দোলন নিয়ে আবার ক্ষমতায় যাওয়ার হীন কোন চেস্টা না চিন্তা থাকে তাহলে এই শাহবাগই একদিন আওয়ামীলীগ সরকারের জন্য বিষফোঁড়া হয়ে দেখা দিবে।

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:১১

এ্যানড্রোমিডা বলেছেন: সরকারের যায়গায় সরকার আছ। লেটস কনসেট্রেট সাঈদি রাজাকার সহ ওন্যান্য রাজাকারদেরও ফাসি হচ্ছে।

০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:২০

জহির উদদীন বলেছেন: আপনিতো দেখি ভাই জেগে ঘুমিয়ে আছেন.....এবং শাহবাগের নেশায় বুদ.....

২| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:৪৪

মো কবির বলেছেন:

ঘুমন্ত মানুষের ঘুম ভাঙ্গানো যায়, কিন্তু জেগে থাকা মানুষ যদি ঘুমের ভান করে,তবে তার ঘুম কখনই ভাঙ্গানো যায় না।

তাই আসুন, সবাই মিলে মিশে এই দেশকে গড়ি সবুজে শ্যামলে
যোগ দিতে পারেন আমাদের এই গ্রুপে




৩| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:২৬

সম্রাট আকবর বলেছেন: আচ্ছা ইম্রান এইচ সরকার নাকি আওয়ামীলীগের নেক্সট সভা নেত্রী (সরি, সভা নেতা - অনেক দিন পর শুনতে অদ্ভুত লাগছে!!) আগাম নির্বাচিত হয়েছেন। কারন হিচেবে নাকি উল্লেখ করা হয়েছে উনি নাকি হাসিনার চেয়ে অনেক বেশি জনপ্রিয়। কেউ কিছু জানেন নাকি। খবর ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

০২ রা মার্চ, ২০১৩ সকাল ১০:০৮

জহির উদদীন বলেছেন: একটু অপেক্ষা করেন উনার উস্ঠা খাওয়ার সময় চলে আসলো বলে....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.