নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার জন্যএকমাত্র মহান আল্লাহ পাকই যথেষ্ঠ.....

জহির উদদীন

আমার জন্য একমাত্র আল্লাহ পাকই যথেষ্ঠ........

জহির উদদীন › বিস্তারিত পোস্টঃ

এইবার ঠেলা সামলাও.....

০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২০

গণজাগরণ মঞ্চের সমন্বয়ক ইমরানের বিরুদ্ধে মামলা....

রাজধানীর শাহবাগের প্রজন্ম চত্বরের গণজাগরণ মঞ্চের সমন্বয়ক ইমরান এইচ সরকারের বিরুদ্ধে আজ বুধবার পঞ্চগড়ের মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলা হয়েছে। ইউনুস সেখ নামের একজন বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় চিকিত্সক ইমরানের বিরুদ্ধে বেআইনিভাবে জাতীয় পতাকা বিধিমালা ১৯৭২ সালের ৪ এর (ঘ) এবং ৭ এর (২) ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়।

আজ দুপুরে পঞ্চগড়ের ভারপ্রাপ্ত মুখ্য বিচারিক হাকিম কৃষ্ণকান্ত রায় শুনানি শেষে মৌখিক আদেশে বাদীর আইনজীবীদের মামলাটি নিয়মিত আদালতে দায়েরের পরামর্শ দেন।

মামলার আরজিতে বলা হয়েছে, জাতীয় পত্রিকার মাধ্যমে বাদী জানতে পারেন, ইমরান জাতীয় পতাকা বিধিমালা-১৯৭২ লঙ্ঘন করে সরকারের কোনো প্রজ্ঞাপন ছাড়াই ২ মার্চ থেকে দেশের সব সরকারি ও বেসরকারি অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান, বাড়িঘর, সব ধরনের যানবাহন, রিকশা, অটোরিকশা ও মোটরসাইকেলে জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচি ঘোষণা করেন। তাঁর ঘোষণা অনুযায়ী অনেক জায়গায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ইমরান নিজেও আইন অমান্য করে জাতীয় পতাকা উত্তোলন করেন। জাতীয় পতাকা নিয়ে তাঁর এমন কর্মকাণ্ড একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে বাদীকে ক্ষুব্ধ করেছে।

বাদীপক্ষে মামলা পরিচালনা করেন গোলাম হাফিজ, রীনা পারভীন ও মির্জা নাজমুল ইসলাম কাজল।



তথ্য সূত্রঃ

Click This Link



জাতীয় পার্টির এরশাদ বলেন, ‘দুঃখ হয় শাহবাগ চত্বরের কথা চিন্তা করে। আমি তরুণ প্রজন্মের প্রশংসা করি। কিন্তু তাঁরা যা করছে, তা কিছুতেই গ্রহণযোগ্য নয়। মুক্তিযুদ্ধের প্রাক্কালে তদানীন্তন পূর্ব পাকিস্তানে বঙ্গবন্ধু ছিলেন নির্বাচিত ও অবিসংবাদিত নেতা। তিনি যেটা নির্দেশ দিয়েছিলেন, বাংলার মানুষ রক্ত দিয়ে তা গ্রহণ করেছিলেন। তোমরা কি বঙ্গবন্ধু হয়ে গেছ? তোমরা কি নির্বাচিত নেতা? তোমরা নির্দেশ দাও কীভাবে? এত ধৃষ্টতা ঠিক না।’





আমার পূর্বের একটি পোষ্ট:

কোন সরকার দেশ চালাচ্ছে ....?

Click This Link

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২১

আলমপুরের জুয়েল বলেছেন: কি করা যায় বলুন তো??

০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৩

জহির উদদীন বলেছেন: আইডিয়া ভাল কিন্তু দুই মহিলা তখন এক হয়ে যাবে.....তখন আরো বিপদ....

২| ০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২২

۞ বলেছেন: এখন কিছু হইবে না .. তবে সরকার পরিবর্তন হইলে এই এই মামলার মাজেজা টের পাওয়া যাইবে .... ;) ;)

০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩০

জহির উদদীন বলেছেন: হতে পারে...সংবিধান লংঘন করে দেশ প্রেমিক হওয়াটা কি খুব জরুরী......

৩| ০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৮

সুন্দর সমর বলেছেন: হবে কি হবে না
মাথা জুড়ে ভাবনা!

০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩০

জহির উদদীন বলেছেন: মনের কথা খুলে বলুন, যা বলতে চান.....

৪| ০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৩

স্পাইসিস্পাই001 বলেছেন: আজব, যারা পতাকা ছিড়লো,শহীদ মিনার ভাংলো .... তাদের নিয়ে মামলা না করে ...করছে ডা. ইমরানের নামে ......

০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৮

জহির উদদীন বলেছেন: যারা পতাকা ছিড়লো,শহীদ মিনার ভাংলো এবং ইমরান নিজেও আইন অমান্য করে জাতীয় পতাকা উত্তোলন করেছে সবাই সমান অপরাধী......

৫| ০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪১

স্পাইসিস্পাই001 বলেছেন: যারা পতাকা ছিড়লো,শহীদ মিনার ভাংলো এবং ইমরান নিজেও আইন অমান্য করে জাতীয় পতাকা উত্তোলন করেছে সবাই সমান অপরাধী...... কোন যুক্তিতে .....

পতাকা ছিড়া আর পতাকা উড়ানো সমান অপরাধ নাকি ... তাইলে মুসা যে এভারেস্টে পতাকা উড়াইছে সেও কি অপরাধী....।

০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৫

জহির উদদীন বলেছেন: জাতীয় পতাকা উঠানো,নামানোর জন্য দেশের সংবিধানে বিদ্যমান আইন আছে যে কেউ ইচ্ছা করলেই উঠানো,নামানোর নির্দেশ দিতে পারে না আর যদি পারতো তাহলে আইন বা সরকারের দরকার ছিল না এ নিয়ে....
ভাই আবেগে নয় বিবেক দিয়ে চিন্তা করুন.....একটু ভাল ভাবে চিন্তা করুন....দেশ প্রমিক হওয়ার একটি পথ আছে কিন্তু এভাবে নয়.....

৬| ০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫২

স্পাইসিস্পাই001 বলেছেন: ভাই আবেগ দিয়া চিন্তা করেই বলছি ... আমাদের দেশের যে কি হবে... পতাকা যে ছিড়ে তার বিচার হওয়াটা আগে দরকার ...
পতাকা উড়ালে মামলা ..... হাউ সিলি .... তাই নয় কি???
কত জানমালের ক্ষতি হল তার ইয়াত্তা নেই ... কত প্রান গেল তার খবর নেই .. ধরছে ইমরান রে .... ও কি কোন ক্ষতি করেছে জনগনের...দু্ঃখ এখানেই

০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৭

জহির উদদীন বলেছেন: সহমত......ধন্যবাদ

৭| ০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪০

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: লেখক বলেছেন: যারা পতাকা ছিড়লো,শহীদ মিনার ভাংলো এবং ইমরান নিজেও আইন অমান্য করে জাতীয় পতাকা উত্তোলন করেছে সবাই সমান অপরাধী......


!

আমার আগামী সাতদিন আর খাওয়াদাওয়া করলেও চলবে। ধন্যবাদ। কোন্ লেভেলের মানুষ নিয়ে আমরা ব্লগিং করি সে সম্পর্কে জ্ঞান কম ছিল, পূর্ণ হল। আন্তরিক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.