নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার জন্য একমাত্র আল্লাহ পাকই যথেষ্ঠ........
আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা আপনাকে বলছি.....হয়তো আপনি আমার কথাটা শুনবেন না তারপরও লিখছি কারণ আপনার কোন অন্ধ ভক্ত বা আওয়ামী দালাল হয়তো আমার লেখাটা পড়বে......
আপনি কি আপনার নিম্ন রুচির মুখটা একটু লাগাম দিতে পারেন না....?
আপনি বিরোধী মতকে এক্কবারে সহ্য করতে পারেন না, কেন....?
আপনি নিজেকে এত আদর্শবাদী মনে করেন কিভাবে....?
কেন এতো বিষোদগার করেন বিরোধী মতকে.....?
গতকাল আওয়ামীলীগের একটি সভায় আপনি বললেন 'বিএনপি' মানে "বাংলাদেশের নয়া পাকিস্তানের দালাল"
হায়! দুর্ভাগ্য আপনি বাংলাদেশের একজন সর্বচ্চো সন্মানিত ব্যক্তি প্রধানমন্ত্রী হয়েও বিরোধী মত বা আপনার সরকার বিরোধী মত কে আপনি একদম সহ্য করতে পারেন না মুখহে যা আসে বলে দেন অথচ এই আপনিই সংবিধানের আইনে রেখেছেন আপনাকে কেউ কুটক্তি করলে তার ৬মাসের জেল হবে....আর আপনার অতি উৎসাহি সমর্থকরা কুটক্তিকারীর বিরুদ্ধে জেলায় জেলায় মামলা করবে।
এর আগেও দেখছি আপনি বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে রূঢ় ভাবে সমালোচনা করেছেন...কেন ?
আপনার ক্ষমতা আছে বলেই কি.....আপনাকে কেউ কিছু বলতে বা করতে পারবেনা এই গর্বে....সত্যি আপনার নিম্ন রুচির কথা গুলি শুনলে মনে হয় আপনাকে আমার কাছ থেকে কিছু ভদ্রতার শিক্ষা ধার দেই.....
এর আগেও আপনি নোয়াখালীর মাইজদী হাউজিং এস্টেট মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বলেছেন.....
....আগের মেয়াদে দেশে শিক্ষার হার বাড়ানোর কথা উল্লেখ করে বলেন, ‘আমরা এবার ক্ষমতায় এসে দেখলাম, সাক্ষরতার হার ৫০ ভাগে নেমে এসেছে। আসলে বিএনপির নেত্রী খালেদা জিয়া চান না, আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করুক। "বিএনপির নেত্রী দুই ছেলেকে পড়ালেখা শেখানোর জন্য সরকারের কাছ থেকে টাকা নিয়েছিলেন। কী ডিগ্রি এনেছেন, আপনারা জিজ্ঞেস করেন—মানি লন্ডারিংয়ের ডিগ্রি? দুর্নীতির ডিগ্রি? উনি এই ডিগ্রি এনে দিয়েছেন ছেলেদের।’
শেখ হাসিনা বিরোধীদলীয় নেতার দিকে ইঙ্গিত করে বলেন, ‘উনার কষ্টটা আমরা বুঝি। উনি ম্যাট্রিক পরীক্ষায় উর্দু, অঙ্ক আর বাংলা—কেবল এই তিন বিষয়ে পাস করেছেন। ম্যাট্রিকে নিজে ফেল করে উনি বোধ হয় চিন্তা করেন, আমি যেহেতু পাস করিনি, বাংলার ছেলেমেয়েরা কীভাবে পাস করবে? সে জন্যই ছেলেমেয়েরা পাস করুক, উনি চান না।’
প্রধানমন্ত্রী আপনি হয়তো এই শিক্ষাটা পাননি যে "অন্যকে অসন্মান করে নিজের সন্মান পাওয়া যায় না....
আপনি আপনার বাবা'র আদর্শের এক কণাও পাননি শুধু মুখে বলেন বাবা'র আদর্শের কথা.....
নিজেকে কি ভাবেন আল্লাহপাকই ভাল জানেন.....
আমার কাছে আপনার দুই পয়সারও দাম নাই.....
আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তাই আমার লজ্জা হয় আমি এই দেশের নাগরিক যাই হোক ভবিষৎতে আপনার কাছ থেকে আমি ও এই অভাগা জাতি রুচিসম্মত কথা শুনবে.......সেই আশায় থাকলাম....
০৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০১
জহির উদদীন বলেছেন: ধন্যবাদ.....
২| ০৮ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৫৫
বাংলাদেশি বাংগালী। বলেছেন: আপনি মিয়া এতো বেশি দোষ দেখেন কেন?
আসেন সবাই মিলমিশে হাম্বা লীক করি। তখন আপনার চোখে আর কোন দোষ দেখা যাবে না।
৩| ০৮ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৪৪
আলুমিয়া বলেছেন: লেখক:আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তাই আমার লজ্জা হয় আমি এই দেশের নাগরিক
মনে করেন আপনার বাসার কাজের লোক খুবই খারাপ ভাষায় গালাগালি করেছে। এখন আপনি বলছেন - আপনার মা এই কাজের লোক রেখেছে তাই আপনার লজ্জা হয় আপনি আপনার মায়ের ছেলে।
এখন ``কাজের লোকের`` জায়গায় হাসিনাকে বসান আর মায়ের জায়গায় দেশকে বসান। এখন বলেন আপনি কতটুকু দেশ প্রেমিক? কথায় কথায় এত দেশকে ছোট করার মানে হয় না। এই দেশই আপনাকে আলো বাতাস দিয়ে বাচিয়ে রেখেছে।
৪| ০৮ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫০
উঠতি বুদ্ধিজীবী বলেছেন: চরম লাগিল
৫| ০৮ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫৩
দূর আকাশের নীল তারা বলেছেন: আপনি কি খালেদাকে ভাল বললেন? আমার তো খালেদা-হাসিনা দু'জনকেই একই মনে হয়। কোন পার্থক্য দেখি না।
০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৯
জহির উদদীন বলেছেন: আমি খালেদাকে ভাল বলিনি, আমার কাছেও খালেদা-হাসিনাকে একই মনে হয়। কিন্তু পার্থক্য হলো খালেদা হাসিনার চেয়ে কথা বেফাঁস কথা কম বলে,বিষোদগার কম করে,তাচ্ছিল্য কম করে,পাতলামি কম করে....মোট কথা প্রধানমন্ত্রী লেভেলের মতো ব্যক্তিত্ব নিয়ে চলেন....যেটা হাসিনার মধ্যে দেখা যায় না....
৬| ০৮ ই মার্চ, ২০১৩ সকাল ১১:০৬
জোছনা কন্যা বলেছেন: Click This Link
৭| ০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১৮
আইআইচকিবরিয়া বলেছেন: আমার কাছে আপনার দুই পয়সারও দাম নাই.
©somewhere in net ltd.
১| ০৮ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৪৬
রোদেলা দুপুর বলেছেন: ভালো লাগলো।