নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার জন্যএকমাত্র মহান আল্লাহ পাকই যথেষ্ঠ.....

জহির উদদীন

আমার জন্য একমাত্র আল্লাহ পাকই যথেষ্ঠ........

জহির উদদীন › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনার তুলনায় খালেদা জিয়া অনেক পরিচ্ছন্ন কথা বলেন....

২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০৭



আমি ভাই আওয়মীলীগও করি না আবার বিএনপিও করি না। একজন সাধরণ নাগরিক হিসাবে নিয়মিত সংবাদপত্র পড়ি এবং দেশকে ও দেশে কি হচ্ছে তা জানার চেষ্টা করি। সাম্প্রতিক সময়ে কিংবা তার আগে থেকেও একটা বিষয় আমি লক্ষ্য করেছি আওয়ামীলীগ ও বিএনপি রাজনীতিতে একই সূত্র গাঁথা। এক কথায় মূদ্রার এপিঠ আর ওপিঠ।

দেশ পরিচালনায় সফলতা ও ব্যর্থতা উভয় দলেরই আছে কম আর বেশী।

এক দল আরেক দলের ব্যর্থতা বলে তাদের সফলতার মানদন্ড নির্ণয় করে থাকে। তাতে জনগণ কি বলল বা কি অবস্থায় আছে তাতে কিছু উভয় দলের কিছু যায় আসে না।

তবে উভয় দলের প্রধানদের মধ্যে আমি একটা বিষয় লক্ষ্য করছি,

শেখ হাসিনার তুলনায় খালেদা জিয়া অনেক পরিচ্ছন্ন ও মার্জিত কথা বলেন।

যা একজন দলীয় প্রধান ও রাস্ট্রপ্রধান হিসেবে সেটা ক্ষমতায় থাকার সময় ও ক্ষমতায় না থাকার সময়ও।

(দয়া করে কেউ এটা দলীয় পোষ্ট বা মতামত ভাববেন না)



ধন্যবাদ

মন্তব্য ৩৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১৬

বাঙ্গাল৭১ বলেছেন: খা্লেদা জিয়ার কিছু মার্জিত কথার নমূনা :

জাতীয় সংসদে - চুপ বেয়াদপ

মানিকগঞ্জে- হয়ত কিছু প্রান হানী হবে কিছু সম্পদ ধ্বংস হবে।

বগুড়াতে- সেনা বাহিনী হাতগুটিয়ে বসে থাকবে না ।

২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫১

জহির উদদীন বলেছেন: খালেদা জিয়া যা বলেছেন তা সম্পূর্ন একটি রাজনৈতিক বক্তব্য তবে আমি সমর্থন করি না.....আমি যা বুঝাতে চেয়েছি তা হলো দুজনের ব্যক্তিত্ত্ব....

২| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১৭

কাউসার রানা বলেছেন: আমার মনে হয় খালেদা লিখিত বক্তব্য পড়েন, হাসিনা নয়। আর লিখিত বক্তব্য মার্জিত হওয়াটাই স্বাভাবিক।
বরং আমি বলবো খালেদার চাই অনেক বেশি প্রাঞ্জল ভাষায় কথা বলে হাসিনা। যে খালেদার পক্ষে সম্ভব নয় কখনও।

২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৭

জহির উদদীন বলেছেন: শেখ হাসিনা প্রাঞ্জল ভাষা ব্যবহার করে মার্জিত ভাষায় কি কথা বলা খুব কষ্ট....?

৩| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৩২

বিডি আমিনুর বলেছেন: আমি কিন্তু হাসু আপার কথা শুনে বিনুদিত হই B-) B-)

১/সরকারের পক্ষে বেডরুম পাহারা দেয়া সম্ভব নয়।’ - সাগর-রুনি হত্যা সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

২/আমার বেয়াই রাজাকার হলেও যুদ্ধাপরাধী নয় - শেখ হাসিনা
=p~ =p~ =p~ =p~

৪| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৩৪

কালবৈশাখীর ঝড় বলেছেন:
খালেদার বক্তব্য লিখে দেয় ৬-৭ জনের একটি প্যানেল।
তার নিজস্য কোন কথা তেমন থাকেনা

৫| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৩৮

অবুঝ পাঠক বলেছেন: ভাইজানেরা আমার ; এরা দুই জন ই দেশের সবচেয়ে জনপ্রিয় আর গণ্যমান্য ব্যক্তিবর্গ ; এরা সবসময়য়ই মার্জিত ভাষায় কথা বলেন ; কিন্তু সাংবাদিক বেয়াদপ গুলা জিনিষটাকে ভুল ভাবে উপস্থাপন করে ;

"আমি একটা চরম মিথ্যেবাদী"

৬| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমার মতে দুইজনেই ভয়াবহ অমার্জিত এবং বেফাঁস কথা বলে। অন্য যে কোন দেশ হইলে জনগন তক্তা বানায় দিতো।

আর আমার মতে, রাজনৈতিক জ্ঞান বুদ্ধির দিক দিয়া খালেদাজিয়া ০ এট্টু বেশী হইলেও হইতারে।

৭| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪৪

ম্যানিলা নিশি বলেছেন:

কালবৈশাখীর ঝড় বলেছেন: @
খালেদার বক্তব্য লিখে দেয় ৬-৭ জনের একটি প্যানেল।
তার নিজস্য কোন কথা তেমন থাকেনা

ঝড় সাহেব,
ওবামার বক্তব্য দেয়ার আগেও সেটি একাধিক এজেন্সির ক্লিয়ারেন্স পার হয়ে আসে তাতে সমস্যা কি?

৮| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪৬

নাসীম আহমেদ খান বলেছেন: ‘আমাদের আর জ্বালায়েন না, পাকিস্তানে যান। দিল মে যো পেয়ার হ্যায় তা নিয়ে পাকিস্তান যান।’ বুধবার বিকেলে স্বাধীনতা দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী ;) ;) ;) ;) ;) ;)

কথা লিখে দিক আর নিজে থেকে বলুক , কিভাবে জনতার সামনে আসতেছে সেইটা মুখ্য ব্যাপার । নিজে বললে যদি কথার ছিরি হয় এমন তাহলে লিখে আনাই ভালো মনে হয় । (কেউ মাইন্ড খাইয়েন না আবার)

৯| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪৯

একাকী বাংলাদেশি বলেছেন: আপনি নিরপেক্ষ হন আর যাই হোন। আপনি হাসিনারে কেন খালেদার চেয়ে ভালো কইলেননা? আপনিাএকটা ছাগু।

২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১১

জহির উদদীন বলেছেন: হইলাম ছাগু......তারপরও বলব

১০| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৬

মাসরুর প্রধান বলেছেন: নাই মামার চেয়ে কানা মামা ভাল তাই না ???????????

আমরা তা মনে করিনা। দুইটার একটারও প্যাচালও শুনিনা।

১১| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০৭

rafiq buet বলেছেন: বাঙ্গাল৭১ বলেছেন: খা্লেদা জিয়ার কিছু মার্জিত কথার নমূনা :

জাতীয় সংসদে - চুপ বেয়াদপ

মানিকগঞ্জে- হয়ত কিছু প্রান হানী হবে কিছু সম্পদ ধ্বংস হবে।

বগুড়াতে- সেনা বাহিনী হাতগুটিয়ে বসে থাকবে না ।

২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১১

জহির উদদীন বলেছেন: খালেদা জিয়া যা বলেছেন তা সম্পূর্ন একটি রাজনৈতিক বক্তব্য তবে আমি সমর্থন করি না.....আমি যা বুঝাতে চেয়েছি তা হলো দুজনের ব্যক্তিত্ত্ব....

১২| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১৯

যোগী বলেছেন:

আসেন আমরা আওয়াজ তুলি, দুনিয়ার রাজাকার এক হও পরিচ্ছন্ন আঁচল তলে আশ্রয় নাও।

(ছবি দেইখা কইলাম)

২৮ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

জহির উদদীন বলেছেন: জটিল বলেছেন.....ধন্যবাদ

১৩| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২৭

মেটাল বলেছেন: লেখক বলেছেন: খালেদা জিয়া যা বলেছেন তা সম্পূর্ন একটি রাজনৈতিক বক্তব্য তবে আমি সমর্থন করি না.....আমি যা বুঝাতে চেয়েছি তা হলো দুজনের ব্যক্তিত্ত্ব....

খারাপ রে খারাপই বলতে হবে । আপনি কোন ভাবেই হাসিনা - খালেদাকে আলাদা করতে পারবেন না । এখন আমি যদি কাউরে খারাপ ভাষায় '' কুত্তার বাচ্চা '' না বলে , মার্জিত ভাষায় '' কুকুরের বাচ্চা '' বলি , সে কি মাইন্ড করবে না????

২৮ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

জহির উদদীন বলেছেন: আপনার কথায় যুক্তি আছে........শেখ হাসিনার বাচন ভংগি, বিষোদগার একটু বেশী করে ও তীব্র ভাবে সমালোচনা করে শুধূ খালেদাকেই নয় দেশর বিশিষ্ট ব্যক্তিদেরও শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদমর্যাদার ব্যক্তি হয়েও তীব্র বিষোদগার করেন যা তাকে মানায় না এবং যেটা খালেদা জিয়ার মধ্যে সাধারনত দেখা যায় না.....

১৪| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৪

একাকী বাংলাদেশি বলেছেন: আপনি ছাগু, ছাগু এবং ছাগু কোন সন্দেহই নাই।

২৮ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

জহির উদদীন বলেছেন: যেমন গুরু তেমন তার শিষ্য.....

১৫| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫২

রাহী আবদুল্লাহ বলেছেন: সৌজন্য, ভদ্রতায় হাসিনা থেকে খালেদা জিয়া জোযন জোযন এগিয়ে। সত্য কথায় যত দোষ!

২৮ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

জহির উদদীন বলেছেন: আমি সেটাও বুঝাতে চাইছি.....ধন্যবাদ।

১৬| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০৬

ম.র.নি বলেছেন: ভাই আপনি হয়ত জানেন না হাসিনা উচ্চ আদালত কর্তৃক 'রং হেডেড পারসন' হিসেবে সার্টিফাইড।উনি মুখ খুললেই লীগের ভোট কমে।

২৮ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

জহির উদদীন বলেছেন: জেনে নিলাম.....আমি যদি ভুল না করি ১টা লাশের বদলে ১০টা লাশতো উনিই প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বলেছিলেন.....

১৭| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২১

সাহসী আমি বলেছেন: হাসিনা না খালেদা কে জানি মেট্রিক পাশ করতে পারে নাই ?

২৮ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

জহির উদদীন বলেছেন: সৌজন্য, ভদ্রতা, মার্জিত দেখাতে মেট্রিক পাশ করতে হয় না.....নিজের ভাবনাটা পরিবর্তন করুন.....

১৮| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২০

২০১৩ বলেছেন: এক কুত্তা কইছে আপনি ছাগু।

২৮ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২০

জহির উদদীন বলেছেন: কথায় আছে না "পাছে লোকে কিছু বলে" তবে আপনি কি বলেন......?

১৯| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২২

মোঃ ইয়াহিয়া বারী বলেছেন: মিয়া ভাই আপনি আইতা কি বললেন।কিসের মধ্যে কি ! পান্তা ভাত এ ঘি। কই মিয়া মেট্রিক ফেইল র কই ডিগ্রীর গোডাউন। মেট্রিক ফেইলযে পরতে পারে এইটাইতো বেশি।

২০| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫০

পরিযায়ী বলেছেন: বালপোস্ট। ২ মাগির জ্বালায় অস্থির।

২৮ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

জহির উদদীন বলেছেন: তারপরও পড়ার জন্য ধন্যবাদ.....

২১| ২৮ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

নষ্ট শয়তান বলেছেন: কি কইতে কি কইলেন এর মধ্যে ছাগু ট্যাগ খাইলেন! বুজছেন তো যেমন নেত্রী তেমন চামচা।

২৮ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

জহির উদদীন বলেছেন: জ্বী বুঝে নিলাম......তবে এই হচ্ছে আমাদের দেশের অবস্থা আপনি কোন ভাবে নিরপেক্ষ হয়েও থাকতে পারবেন না....কেউ না কেই আপনার ছিদ্র খুজবেই.....সত্যি বিচিত্র....

২২| ২৮ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

সকাল-সারিকা বলেছেন: নাসীম আহমেদ খান বলেছেন: ‘আমাদের আর জ্বালায়েন না, পাকিস্তানে যান। দিল মে যো পেয়ার হ্যায় তা নিয়ে পাকিস্তান যান।’ বুধবার বিকেলে স্বাধীনতা দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী ;) ;) ;) ;) ;) ;)

কথা লিখে দিক আর নিজে থেকে বলুক , কিভাবে জনতার সামনে আসতেছে সেইটা মুখ্য ব্যাপার । নিজে বললে যদি কথার ছিরি হয় এমন তাহলে লিখে আনাই ভালো মনে হয় । (কেউ মাইন্ড খাইয়েন না আবার)

রাহী আবদুল্লাহ বলেছেন: সৌজন্য, ভদ্রতায় হাসিনা থেকে খালেদা জিয়া জোযন জোযন এগিয়ে। সত্য কথায় যত দোষ!

এই দুই মন্তব্যকারী এবং লেখকের সাথে একমত।

২৮ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

জহির উদদীন বলেছেন: আপানকেও ধন্যবাদ......

২৩| ২৮ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

সকাল-সারিকা বলেছেন: নষ্ট শয়তান বলেছেন: কি কইতে কি কইলেন এর মধ্যে ছাগু ট্যাগ খাইলেন! বুজছেন তো যেমন নেত্রী তেমন চামচা।

ভালো বলেছেন।

২৮ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

জহির উদদীন বলেছেন: কথায় আছে না "পাছে লোকে কিছু বলে.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.