নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার জন্য একমাত্র আল্লাহ পাকই যথেষ্ঠ........
আসসালামুআলাইকুম....
হ্যা, শিরোনাম অনু্যায়ী আমি একজন মুসলিম মৌলাবাদী হতে চাই এবং তা আমি আমার মৃত্যূ পর্যন্ত থাকতে চাই।
আসলে মৌলবাদ অর্থ কি.....?
সাধারণত মৌলবাদ অর্থ হচ্ছে কোনো বিষয় বা বস্তু সম্পর্কিত যে মৌলিক দিক বা মুল বিষয় গুলি আছে তাকে অনুসরণ বা অনুকরণ করা।
আর মৌলবাদী হচ্ছে সে, যে ব্যক্তি সেটাকে ফলো বা অনুসরণ করে বা বুকে ধারণ করে।
(এ বিষয়ে আপনাদের কাছে ভিন্নমত থাকতে পারে।)
যেমন ধরুন মতবাদ,মতবিরোধ,মতনৈক্য এর মানে কি....?
কোনো মতামতকে অনুসরণ, কোনো মতামতের বিরোধীতা বা কোনো মতামতে ঐক্য প্রতিষ্ঠা করা।
বিষয়টি সহজ করার জন্য একটি উদাহরন দেয়া যাক....
ধরুন কেউ একজন জীবনে ভাল ডাক্তার হতে চায়, তাহলে তাকে কি করতে হবে.....?
নিশ্চয় তাকে ডাক্তার হওয়ার জন্য ডাক্তারী পড়ার বিষয় বা তার মৌলিক দিক বা বিষয় বস্তু গুলিকে জানতে হবে,পড়তে হবে এমনকি সেগুলি নিয়মিত চর্চাও করতে হবে।
আর সময়ে সে জীবনে একজন পূর্নাংগ ডাক্তার হতে পারবে।
তাহলে এখানে একটি বিষয় সহজেই বুঝা যায় ডাক্তার হওয়ার জন্য ডাক্তারী বিষয়েই পড়াশুনা করতে হবে তাকে ইন্জিনিয়ারের পড়া পড়লে হবে না বা মতবাদের অনুসরণ করলে চলবে না।
তেমনি কেউ একজন বিজ্ঞানী হতে চাইলে তাকে বিজ্ঞানের মূল বা মৌলিক বিষয়গুলি বা মৌলিক মতবাদ গুলিকে ভাল ভাবে অনুসরণ বা রপ্ত করতে হবে।
যেমন বর্তমান বিজ্ঞানীরা যাই আবিস্কার করুক না কেন বিজ্ঞানী আইনেষ্টাইন ও নিউটন সূত্র বা মতবাদ গুলিকে যে কোন ভাবে অনুসরণ করে থাকেন। তবে আরো অনেক বিজ্ঞানী আছেন যাদের মতবাদকেও বিজ্ঞানীরা অনুসরণ করে থাকেন।
সেই দিকে বিবেচনায় আমি বা আমরা মুসলমানরা যদি একজন ভালো মুসলিম হতে আল্লাহ ও রাসুলের তথা ইসলামের শরিয়তের মূল বিষয় বা মতবাদ গুলিকে জীবনে অনুসরণ করি বা অনুসরণ করার চেস্টা করি তাহলে তো মৌলবাদী হবই এবং সেই যুক্তিতে আমি একজন মৌলবাদী হতে চাই...
আমাদের অনেক মুলামানের পক্ষে ইসলামের সকল মতবাদকে মেনে নেওয়া সম্ভব মনে করি না বা বিভিন্ন অজুহাতে মানতেও নারাজ, তাই আমি বলব একজন ইসলামের মৌলবাদী হওয়া সৌভাগ্যের বিষয়।
তবে একটি কথা বলা প্রয়োজনবোধ করছি.....
আমি ঐ ব্যক্তিকে ঘৃণা করি যে ইসলামের মূল মতবাদ থেকে সরে এসে নিজের অন্যায়কে ইসলামে জায়েয আছে বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে এবং সমাজ বা রাস্ট্রের কাছে ইসলামকে খাটো করে। আর যার কারণে সাধারন ভাবে আমরা খারাপ অর্থেই বলে থাকি বা ভেবে নেয়ই তিনি একজন মৌলবাদী।
এ সমস্ত ব্যক্তির জন্য সু্যোগটা নেয় পশ্চিমা মিডিয়া তথা ইহুদী, খৃষ্টানরা। তারা সু্যোগে ইসলামের মূল মতবাদকে পাস কাটিয়ে বা সরে এসে প্রতিনিয়ত ইসলামকে খাটো করছে। ইসলাম পন্থীদেরকে ভিন্নভাবে উপস্থাপন করে উগ্র মৌলবাদী বলে গালি দিচ্ছে। আর আমরাও খারাপ অর্থে ধরে নিচ্ছি শুধু ইসলাম পন্থীরাই মৌলবাদী হয়ে থাকে। আসলে তা নয়।
তাই আসুন ইসলামকে তথা শরিয়তের মতবাদকে সঠিক ভাবে জানি ও সে অনু্যায়ী নিজের জীবনকে গঠন করি।
(পূনশ্চঃ আমি কোন লেখক নই, যতটুকু যুক্তিতে মনে এসেছে লিখেছি, হয়তো গুছিয়ে লিখতে পারিনি। এ বিষয়ে আপনাদের জ্ঞানগর্ভের যৌক্তিক মন্তব্য আশা করছি।)
ধন্যবাদ
০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫১
জহির উদদীন বলেছেন: কোনটা মন গড়া অপব্যাখ্যা একটু যদি বলতেন.....
২| ০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৯
পরিবেশ বন্ধু বলেছেন: ইসলাম খুজে পাওয়া
**********************
আল্লামা , মাওলানা মোহাম্মদ মাসউদ মিয়া শাহি
কবি ও ইসলামি দার্শনিক ।
হে মুসলিম জাতী চিত্তে ভয় জাগে আজি কার
প্রান সঞ্চারে দেখায় যিনি পথ শেখায় চলিবার
সংকটে বেভুলে যিনি জ্বালে জ্ঞানের আলো
মুক্তির বারতায় , অন্ধ পদধলে দেখ সব ভালো ।
জগতের মাঝে কত কারুকাজে যত সৃষ্টি সম্ভার
সকল নিপুনে সুক্ষ অভিযানে চেনায় বান্ধাকে আগুসার ।
তথ্য ও ভাবে পরিবেশ স্বভাবে সাজায়ে এক বাধন
হে বিধাতা কত না ক্ষুত্রতে বান্ধায় হও আপন ।
যুগে যুগে চিনতে তোমায় দিয়েছ বানী কিতাবে
কত নবী রাছুল ভেঙ্গে দিয়ে ভুল দিক দেখায়ে গেল মানবে ।
যারা সত্য বানী আঁকড়ে ধরে নিকটতম পাইল তোমায়
সাধু সজ্জন অলি আউলিয়া তারাই মুমিন সততায় ।
আর নাফরমান শয়তান ভ্রান্তিতে গড়া যার সব কাজ
হৃদয়ে কুহক জাগার অন্ধ অহমিকায় ভাঙ্গে সত্য সমাজ
ইবলিশ থেকে পানাহ চাই ভয়ে খোদার দরবারে লুটাই
দয়াল নবীজীর আদর্শ গড়ি ইসলাম সেথা খুজে পাই ।
৩| ০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১০
0গাংচিল বলেছেন: ++++++++++++++++++++
৪| ০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৪
নায়করাজ বলেছেন: মৌলবাদী অর্থে উগ্রপন্থীদের বোঝায়। সেটা যে কোন ধর্মের লোক হতে পারে। হতে পারে খ্রিষ্টান, হিন্দু কিংবা বৌদ্ধ। কেবল মুসলমান মৌলবাদী নয়।
এমনকি কোন রাজনৈতিক দলের সদস্যও মৌলবাদী হতে পারেন।
কেবল আক্ষরিক অর্থে ধরলে তো কোন শব্দের পূর্ণাঙ্গ অর্থ হয় না। ধরতে হবে ব্যবহারিক অর্থ।
০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৫
জহির উদদীন বলেছেন: মৌলবাদী অর্থে উগ্রপন্থীদের বোঝায়।
মন্তব্যের জন্য ধন্যবাদ কিন্তু আপনার সাথে একমত হতে পারলাম না.....
৫| ০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৮
এ কে সুমন বলেছেন: সত্যিয় আমরা ইসলামি মৌলবাদী হতে ছাই।আল্লাহ আমাদের সহায় করুন।
০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৭
জহির উদদীন বলেছেন: মহান রাব্বুল আলামীন আমাদের সেই তৌফিক দান করুন......আমীন......ধন্যবাদ
৬| ০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২২
নাসীম আহমেদ খান বলেছেন: +++++++++++++++++++++++++++
০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫১
জহির উদদীন বলেছেন: ধন্যবাদ.....
৭| ০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪১
মেঘ বলেছে যাব যাব বলেছেন: ++++++++++++++++++++++++++++
০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫১
জহির উদদীন বলেছেন: ধন্যবাদ.....
©somewhere in net ltd.
১| ০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৮
পরিবেশ বন্ধু বলেছেন: আল্লাহ ও রাছুলের অনুসরন করুন
মুক্তি
আর মৌলবাদ মনগড়া অপব্যাখ্যা
মিথা ও ভ্রান্তি