নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার জন্য একমাত্র আল্লাহ পাকই যথেষ্ঠ........
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক-ব্লগ ইত্যাদিতে কোনো ব্যক্তির ধর্ম নিয়ে কুটুক্তি করা মন্তব্য বা লেখা অনুমতি ছাড়া গণমাধ্যমে প্রকাশ করা যাবে না।
এখন কেউ ধর্ম নিয়ে নানা কুটুক্তি করলেও সাংবাদিকদের অনুমতির জন্য কটাক্ষকারী ব্যাক্তির পেছনে `ভাই অনুমতি দেন অনুমতি দেন' করে ঘোরা লাগবে।কি আজব কাজ কারবার,অন্যায় প্রকাশ করতে অন্যায়কারীর অনুমতি লাগবে!!
কিন্তু সরকার এটা ক্লিয়ার করেনি যে কোনো ব্যক্তি যদি প্রধানমন্ত্রী বা তার বাবাকে কুটুক্তি করে তার অন্যায় প্রকাশ করতে অন্যায়কারীর অনুমতি লাগবে কিনা........?
নাস্তিকরা এবার লিখে যা মনের আনন্দে তোদের সরকার বৈধতা দিয়ে দিল.....অন্যদিকে তোদের লিখা আর প্রকাশ করা সাহস করবে না কারণ প্রকাশ করলেই অভিযোগে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মতো গ্রেফতার করে ১৩ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
মাহমুদুর রহমানকে যতটুকু ভয় আওয়ামীলীগ পাইছে, ততটুকু যদি আল্লাহকে ভয় পাইতো, তাদের ইহকাল পরকাল দুটোই ভালো যাইতো।
অত্যাচারীরা চিরকালই ভীরু।
তবে যারা ভেবে নিয়েছেন আওয়ামীলীগ ৫০ বৎসর রাজত্ব করবে, তাদের একবার সাদ্দাম-গাদ্দাফীর মতো স্বৈরশাসক জনরোষে নির্মম কিভাবে পতিত হয়েছে তা একবার ভাবুন।
আমার পক্ষ থেকে আওয়ামীলীগের জন্য রইল প্রাণ ঢালা ধিক্কার।
১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৮
জহির উদদীন বলেছেন: আপনার মন্তব্যের সহিত সহমত প্রকাশ করছি কিন্তু সরকার যে ভাবে শুধু মাত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক-ব্লগ ইত্যাদিতে কোনো ব্যক্তির ধর্ম নিয়ে কুটুক্তি করা মন্তব্য বা লেখা অনুমতি ছাড়া গণমাধ্যমে প্রকাশ করা যাবে না এই আইন বা আদেশ একতরফা ভাবে জারি করল তাতে সমস্যা আরও বাড়বে...ধন্যবাদ
২| ১২ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৪
ম্যাংগো পিপল বলেছেন: এখন কেউ ধর্ম নিয়ে নানা কুটুক্তি করলেও সাংবাদিকদের অনুমতির জন্য কটাক্ষকারী ব্যাক্তির পেছনে `ভাই অনুমতি দেন অনুমতি দেন' করে ঘোরা লাগবে।কি আজব কাজ কারবার,অন্যায় প্রকাশ করতে অন্যায়কারীর অনুমতি লাগবে!
কিন্তু সরকার এটা ক্লিয়ার করেনি যে কোনো ব্যক্তি যদি প্রধানমন্ত্রী বা তার বাবাকে কুটুক্তি করে তার অন্যায় প্রকাশ করতে অন্যায়কারীর অনুমতি লাগবে কিনা.......
হাসিনা বা তার পরিবারকে কটাক্ষ করলে রাষ্টদ্রহ আর নবীজিকে কটাক্ষ করলে মূত্রমনা, বাকস্বাধিনতা, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি !!!
১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪০
জহির উদদীন বলেছেন: এদেশে চোরের শাস্তি হয়না কিন্তু যে চোর ধরিয়ের দেয় তার শাস্তি হয়.......আজব এক দেশ।
৩| ১২ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: ম্যাংগো পিপল বলেছেন: এখন কেউ ধর্ম নিয়ে নানা কুটুক্তি করলেও সাংবাদিকদের অনুমতির জন্য কটাক্ষকারী ব্যাক্তির পেছনে `ভাই অনুমতি দেন অনুমতি দেন' করে ঘোরা লাগবে।কি আজব কাজ কারবার,অন্যায় প্রকাশ করতে অন্যায়কারীর অনুমতি লাগবে!
কিন্তু সরকার এটা ক্লিয়ার করেনি যে কোনো ব্যক্তি যদি প্রধানমন্ত্রী বা তার বাবাকে কুটুক্তি করে তার অন্যায় প্রকাশ করতে অন্যায়কারীর অনুমতি লাগবে কিনা.......
হাসিনা বা তার পরিবারকে কটাক্ষ করলে রাষ্টদ্রহ আর নবীজিকে কটাক্ষ করলে মূত্রমনা, বাকস্বাধিনতা, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি !!!
সহমত।
তবে ভন্ডামীর প্রতিরোধ শুরু হয়ে গেছে!!!বলেই মনে হচ্ছে!!! সব কিছূরই শেষ আছে।
১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪১
জহির উদদীন বলেছেন: সব কিছূরই শেষ আছে তবে শেষটা হতে পারে ভয়াবহ পরিস্থির মাধ্যমে........
৪| ১২ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩২
পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: বিদ্রোহী ভৃগু
'তবে ভন্ডামীর প্রতিরোধ শুরু হয়ে গেছে!!!বলেই মনে হচ্ছে!!! সব কিছূরই শেষ আছে'
মনে মনে কলা খান।
আমার তো মনে হয় ধর্ম নিয়ে রাজনীতির খেলার সময় শেষ হয়েছে।
১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৩
জহির উদদীন বলেছেন: আমাদের দেশে আওয়ামীলীগ ও বিএনপি পন্থীরাই ধর্ম নিয়ে বেশী রাজনীতির করে ও ফায়দা নিতে চায়.....ধর্মীয় লোকের নয়....
৫| ১২ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৫
পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: বিদ্রোহী ভৃগু, বাংলাদেশে ভণ্ড নয় কে?? বলবেন কি??
আওয়ামী লীগ ভণ্ড, বিএনপি জামায়াত সাধু?? ভালো কে??
ভণ্ড ভণ্ড ভণ্ড (পর্ব-১)
Click This Link
©somewhere in net ltd.
১| ১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৭
পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: বাংলাদেশে ইসলাম ও সত্যের একমাত্র ইজারাদার, মাওলানাদের গুরু ও ইসলামের বাগানের ফুটন্ত গোলাপ মাহমুদুর রহমানের গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাই।
আমাদের দেশে যাদের আল্লাহর ওপর তীব্র ভয়, তাদের অবস্থা জানতে পড়ুন । মজা পাবেন গ্যারান্টি।
ভণ্ড ভণ্ড ভণ্ড (পর্ব-১)
Click This Link
ও দ্বিতীয়ত, আপনি একটু বিবেক দিয়ে চিন্তা করুন, যে পত্রিকা কাবা শরীফের মানববন্ধনের ছবি ছাপায় সেটা কোনো সংবাদপত্র হলো??
সমালোচনা অন্য পত্রিকা করে না??
আওয়ামী লীগের আমলে অড়িয়ল বিল নিয়ে প্রথম আলোর প্রতিবেদন দেখেছিলেন? ওই প্রতিবেদনের কারনে পুরো পরিকল্পণা নস্যাৎ হয়ে যায়।
আমাদের দেশে আস্তিক নাস্তিক কি নতুন সৃষ্টি হয়েছে? আমার দেশ সেটা প্রকাশ করে সাম্প্রদায়িক উস্কানি দিয়েছে। ব্লগের লেখা ব্লগের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ব্লগাররা যদি কেও মামলা করতো যে, আমার অনুভূতিতে অমুক অমুক ব্লগার আঘাত দিছে, তাদের বিচার চাই, তাইলে মানা যেতো। সাম্প্রদায়িক উস্কানি দিয়ে এ দেশে কেও সুবিধা নিতে পারেনি।
মানবিক বিবেকবোধ জাগিয়ে তুলুন। যে জাতির মধ্যে এই বোধই নাই, তার আবার ধর্ম থাকলেই কি আর না থাকলেই কি।