নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার জন্যএকমাত্র মহান আল্লাহ পাকই যথেষ্ঠ.....

জহির উদদীন

আমার জন্য একমাত্র আল্লাহ পাকই যথেষ্ঠ........

জহির উদদীন › বিস্তারিত পোস্টঃ

সেইসব নারীদেরকে বলছি....

১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৩



মেয়েদের বীচ ভলিবলে কি মানুষ ক্রীড়া কৌশল দেখে নাকি বিকিনি পরা শরীর দেখে?

সাম্বা নৃত্যের সংস্কৃতির মূল আকর্ষণ কি আসলেই নৃত্য,নাকি নগ্নতা?

মুন্নী,শিলা এই আইটেম সংগ গুলোতে ''মেয়ে বলতেই পতিতা'' এই বার্তা দেয়া হচ্ছে না কি? প্রতিটি ছবিতে 'বিকিনি গার্ল' নামে আজকাল আলাদা চরিত্র আনা হচ্ছে…এটার উদ্যেশ্য কি?

রেজরের বিজ্ঞাপনে যখন অর্ধোলঙ্গ হয়ে পুরুষের গাল টানো,তখন লোক রেজরের গুণ দেখে,নাকি তোমার রুপ দেখে?

ব্রান্ড নিউ গাড়ির সামনে মিনিস্কার্ট পরে পায়ের ওপর পা তুলে যখন ক্যামেরার সামনে পোজ দাও,তখন সবাই গাড়ির মাইলেজ,স্পীড দেখে নাকি তোমার অনাবৃত পা দেখে?

বডি স্প্রের বিজ্ঞাপনে যখন স্প্রের গণ্ধে কামোন্মত্ত হয়ে নিঃশ্বাস নাও, তখন মানুষ স্প্রের গুণ দেখে নাকি,তোমার অঙ্গভঙ্গী দেখে 'পুলকিত' হয়?

চকোলেটের বিজ্ঞাপনে যখন ঠোটে চকলেট মাখিয়ে জিহ্বা দিয়ে চাটো,তখন মানুষ চকোলেটের স্বাদ অনুভব করে,নাকি তোমার জিহ্বার?

সাবানের বিজ্ঞাপনে যখন বাথটাবে নিজের শরীর দেখাও,তখন মানুষ সাবানের গুণ দেখে,নাকি বাথটাবের আড়ালে তোমার শরীরের না দেখা অংশ কল্পনা করে?

সিনেমাতে সুমদ্রতীরে নায়ক কিন্তু সুইমিং কাষ্ট পরে নাচে না কিন্তু নায়িকাকে টু পিস পরিয়ে নাচানো হয়। তীব্র শীতে নায়িকাকে পাতলা শাড়ী পড়ে নাচানো হয় কিন্তু পাশে দাড়ানো নায়ক ওভারকোট মাফলার পরা থাকে। হায় নারী!!

বছরের পর বছর তোমরা ব্যবসায়ীদের পন্যে পরিনত হয়েছো, তোমাদেরকে নিয়ে প্রতি বছর আয়োজন করা হয় লাক্স-চ্যানেল আই সেরা সুন্দরী নির্বাচন আসর। সেখানে খোলামেলা পোষাকে তোমাদের বিপুল দর্শকদের সামনে উপস্থাপন করা হয় দর্শক হাততালি দেয় তুমি পুলিকিত হও আনন্দে, গর্বে তোমার চোখ চিকচিক করে উঠে এবং তুমি মনে করো তোমার মান-সম্মান বাড়ছে, আসে তা নয়....পরিবারে, সমাজে ও রাস্ট্রে মান-সম্মান একেক নারীর একেক মাত্রায় ও উচ্চতায় কিন্তু সম্ভ্রম প্রত্যেকটি নারীরই সমান। নারী তুমি কি জানো না,দেখো না আমাদের সমাজে এমনও অনেক নারীরা আছে যারা তাদের সম্ভ্রম, শালীনতা বাচাঁতে নিজের জীবন দিতেও প্রস্তুত থাকে, তারা কি তোমার উদাহরন হতে পারে না।





কেন বোঝাতে পারিনা তোমরা আমাদের মা ও বোনের জাতি, তোমাদেরকে নারী স্বাধীনতার ধোয়া তুলে শোকেসে আবদ্ধ পণ্য করে রেখেছে সবাই…যার ইচ্ছা সে খেলে,ইচ্ছা না হলে ভেঙ্গে ফেলে…তুমি বুঝনা আর বুঝলেও অনেক দেরী হয়ে যায়...

তোমাদের বলা হয়নি তোমরা ঘরে বন্দি থাকো.....শুধু চাই সামাজিক ও রাস্ট্রীয় মর্যাদা নিয়ে বাচোঁ......সেটা চাওয়া কি অন্যায়, মধ্যযুগীয়। তোমরা পরিবারে, সমাজে ও রাষ্ট্রে তোমাদের মেধা, বুদ্ধি, মননশীলতা, আবেগ দিয়ে অবদান রাখো, এগিয়ে যাও কিন্তু তা অশালীন হয়ে নয়।





আর কতভাবে বোঝালে নিজেদের সম্মানটা রাখতে শিখবে? নিজের শরীর বিলিয়ে দেওয়াটা স্বাধীনতা নয়, আধুনিকতা নয়.....



সুন্দরী প্রতিযোগীতায় অংশ নেয়া রমনীদের

বাবা-মায়েদের কাছে কয়েকটা প্রশ্ন রাখতে চাইঃ


১) যখন আপনার মেয়েকে দেখে কেউ তালি বাজায়, অথবা শিশ দেয় তখন আপনার কি গর্বে বুক ভরে ওঠে ?



২) যখন আপনার মেয়ের পরণে থাকে টাইট ফিটিং কাপড় (যার মধ্যে দিয়ে তার শরীরের প্রতিটি অংশের আকার বোঝা যায়) আপনিও কি হাজার দর্শকের মত তা উপভোগ করেন ?



৩) যখন আপনার মেয়েকে স্মার্ট বানানোর নামে ছোট কাপড় পরানো হয়, বাংলা ইংলিশ মিশিয়ে কথা বলানো হয়, তখন আপনি কি মুচকি হাসেন ?



৪) যখন আপনার মেয়ে এসএমএস এর জন্য সবার কাছে কাকুতি-মিনতি করে তখন কি আপনার মনে হয় আপনারও সবার কাছে এসএমএস চাওয়া উচিৎ ?



৫) আপনারা নিশ্চই আপনার মেয়েকে মা ডাকেন, আপনার মা কে হাজার হাজার মানুষের মাঝে উন্মুক্ত করতে আপনাদের বিবেকে একটুও বাধে না ?





বিঃদ্রঃ আমার এই পোষ্টে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন আশা করি ক্ষমা করবেন। ধন্যবাদ

মন্তব্য ৩৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৫

মদন বলেছেন: +

১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪২

জহির উদদীন বলেছেন: ধন্যবাদ

২| ১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪০

সেলিম মোঃ রুম্মান বলেছেন: মনের কথা কইছেন ভাই। পোস্টে +++++

১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৩

জহির উদদীন বলেছেন: শুধু মনের কথাই না এটা আজ আমাদের পরিবার,সমাজ ও রাস্ট্রে কথাও বটে...ধন্যবাদ

৩| ১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪২

সৈকত৪৯৪ বলেছেন: ++

১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৩

জহির উদদীন বলেছেন: ধন্যবাদ

৪| ১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৩

শাহীন ভূইঁয়া বলেছেন: ভালোই লিখেছেন ।

১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৬

জহির উদদীন বলেছেন: ধন্যবাদ.....

৫| ১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৭

হাসান নাঈম বলেছেন: ভোগবাদী মানুষ যেকোন উপায়ে ভোগ করতে চায় - তাই নানা কৌশলে, মিস্টি কথায় ভুলিয়ে মেয়েদের সৌন্দর্য প্রদর্শনে আগ্রহী করেতোলে - আর বোকা মেয়েরা সেটাকেই ভাবে আধুনিকতা, বন্ধন মুক্তি!!

অথচ যেসকল পুরুষ এই আধুনিকতা ফেরি করে বেড়ায় তারা নিজেরা কোট প্যান্ট টাই দিয়ে নিজেদের শরীর ঠিকই ঢেকে রাখে! কি আশ্চর্য! যদি শরীরে হাওয়া লাগিয়ে ঘুরেবেড়ানই আধুনিকতা হয় তাহলে আধুনিক পুরুষ কেন আন্ডারওয়্যার পরে রাস্তায় নামে না??

১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০২

জহির উদদীন বলেছেন: দারুন বলেছেন.......ধন্যবাদ

৬| ১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০১

রবিউল ৮১ বলেছেন: ++

১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৩

জহির উদদীন বলেছেন: ধন্যবাদ......আসুন সোচ্চার হই আমাদের নারীদের শালীনতা রক্ষায়......

৭| ১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৬

কে বা কারা বলেছেন: জানা [জাকির নায়েক]-এর ডায়লগে প্লাস।

১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৭

জহির উদদীন বলেছেন: হাসান নাঈম ভাইও জটিল বলেছেন......ধন্যবাদ

৮| ১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১২

নতুন বলেছেন: +

বত`মানে মিডিয়া জগত, ফ্যাশন ওয়াল্ডের নামে যা চলছে তার পেছনে রয়েছে টাকা বানানোর খেলা....

ইউনিলিভার কম্পানি যখন নারীবাদী হয়ে নারীর প্রতিভা/সোন্দয বন্দনায় কান্নাকাটি করে তার পেছনে টাকাই প্রধান...

লাক্স,ক্লোজাপ>>>> সব রকমের প্রতিযোগিতায়ই তাদের পন্যের বিঙ্গাপন মাত্র... বাজারে তাদের পন্যের প্রসার করা.... আর কিছু না...

কালো মেয়ের গুন কেউই দেখেনা যতক্ষন না সে ফেয়ারএন্ড লাভলী মেখে ফসা` না হয়... :(

নারীদের সেখানো হয় যে তোমার নিজের সৌন্দয্য প্রকাশ করতে হলে.... তোমাকে প্রতিদিন ১০/১৫ রকমের প্রসাধনি ব্যবহার করতে হবে.... তবেই তুমি সুন্দর... :(

আর আমরা ছেলেরাও ঐ সুন্দের পেছনে দৈড়াই... :)



ক্লাউডিয়া শেফাড তার ছবি সম্পকে বলেছিলেন.... আমি যদি ছবির ক্লাউডিয়ার মতন সুন্দর হতে পারতাম...

ছবি এডিট করে নিখুদ বানিয়ে সবাইকে দেখানো হয় যে এটাই সুন্দর.... এই রকমের হবার চিন্তা সবার মনে কাজ করে..

১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৫

জহির উদদীন বলেছেন: যদি আপনার কথা গুলি সেই লোলুপ কোম্পানি শুনতো তাহলে আমাদের দেশের অনেক নারী নিজেকে অশালীন হওয়ার বিপদ থেকে রক্ষা করতে পারতো.......

৯| ১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৪

বাতিস্তা বলেছেন: +++

১০| ১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৬

জাহিদ১১মে বলেছেন: বর্তমানের টেলিভিশন মিডিয়ার মধ্যে চ্যানেল আই এবং আর টিভি হচ্ছে ধান্দাবাজ। এরা প্রায় সময় মেয়েদের নিয়ে বিভিন্ন নামে কখনও লাক্স কখনও বিট নামে অনুষ্ঠান আয়োজন করে। পারলে পুরা লেংটা করে দেখায়।ফরীদূর রেজা সাগর সবসময় দেশের কথা মাটির কথা মুখে বললেও কাজের সাথে এর কোন মিল নাই। আর আর টিভি তো কিছু হলেই খালি ফ্যাশন শো। ডায়মন্ড ওয়ার্ল্ড এর নামে চলে কুরুচিপূর্ণ ফ্যশান শো।

১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৬

জহির উদদীন বলেছেন: সহমত, বর্তমানের প্রায় সকল টেলিভিশন মিডিয়া ও টিভি হচ্ছে ধান্দাবাজ......

১১| ১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৮

জননেতা বলেছেন: মনের কথা কইছেন ভাই। পোস্টে +++++

১২| ১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৩

নতুন বলেছেন: লেখক বলেছেন: যদি আপনার কথা গুলি সেই লোলুপ কোম্পানি শুনতো তাহলে আমাদের দেশের অনেক নারী নিজেকে অশালীন হওয়ার বিপদ থেকে রক্ষা করতে পারতো.......

নারীদের সচেতন করতে হবে... তাদের কেউই জোর করে নগ্ন করেনা.. করে কায়দা কইরা... এই কায়দা সম্পকে` সচেতন হতে হবে...

* আবার আফগানী কায়দায় নারীদের বস্তা বানানোও ঠিক না...

আমাদের দেশের শাড়ী/সেলোয়ার কামিজ যথেস্ট স্বালীন পোষাখ...

১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৭

জহির উদদীন বলেছেন: নারীদের সচেতন করতে হবে এবং হতেও হবে......

১৩| ১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৬

সাহাদাত উদরাজী বলেছেন: কিছু বলার নাই!

১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৭

জহির উদদীন বলেছেন: কেন ভাই.......?

১৪| ১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৫

তাজুল_ইসলাম বলেছেন: +++

১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৭

জহির উদদীন বলেছেন: ধন্যবাদ......

১৫| ১৩ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

মেংগো পিপোল বলেছেন:


সত্যিই সেলুকাস! (ছোট বোনের ডাইরী থেকে)

১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৮

জহির উদদীন বলেছেন: এভাবেও নারী বড় হতে পারে কিন্তু কয়জন নারী সেটা বুঝে বলুন......

১৬| ১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৮

আরজু পনি বলেছেন:

নারীর গুনের কদর হোক।

১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৪

জহির উদদীন বলেছেন: সেটা নারী নিজ থেকে বুঝলে সবচেয়ে ভাল এবং অনেক অসংগতি কেটে যায়.....ধন্যবাদ

১৭| ১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৯

শ্রাবণ জল বলেছেন: আধুনিকতার আরেক নাম যদি অশালীনতা,নগ্নতা হয়, তবে ব্যাক ডেটেড থাকাই ভাল।

শুভবুদ্ধির উদয় হোক।

১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৪

জহির উদদীন বলেছেন: শুভবুদ্ধির উদয় হোক।

১৮| ০৩ রা মে, ২০১৩ রাত ৯:৫৪

গোবর গণেশ বলেছেন: ভাইয়া পোষ্টের শুরুতে যে ছবিটা দিছেন, সেইটা আমার সিরাম পছন্দ হইছে।
যা হোক ভাই পোষ্ট দিলে কি হবে, কোন লাভ নাই। কুত্তার লেজ একযুগ চোঙ্গায় রাখলেও সোজা হয় না। বরং চোঙ্গা শুদ্ধ বাঁকা কইরা ফালায়। আর ওইযে মিডিয়ার কথা বললেন, আরে ভাই মিডিয়া হইলো এমন দুঃসাধ্য জগত যেখানে যাওয়ার জন্য, নিজের খোমা দেখানোর জন্য মাইয়াসকল আর রেডি টু কনসিডার এনিথিং। মা তার নিজের মেয়েকে প্রযোজকের বাড়ীতে পোঁছে দিয়ে আসে। থিম একটাই কিছু পেতে হলে কিছু হারাতে হয়। দেশ গেরামে একটা কথা আছে না- "মাইট্যা জিনিষ ফাইট্যা যাইবো নাকি"।

এই জাত এমনি এক জাত, কিছু বলতে গেলে চোখের জল আর না বললে কলকল।

১৯| ০৩ রা মে, ২০১৩ রাত ১০:১২

লেজ কাটা শেয়াল বলেছেন: হাসান, গনেশ, জহির ভাই| থ্যংস

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.