নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার জন্য একমাত্র আল্লাহ পাকই যথেষ্ঠ........
ভবনমালিক যুবলীগ নেতা গ্রেপ্তারের উদ্যোগ নেই
এতো গুলি মানুষের জীবনের কোনই মূল্য নেই...
নাকি যুবলীগ নেতার জীবনের মূল্য ১৭৮জনের মৃত্যু ও হাজার মানুষের আহত হওয়ার চেয়ে বেশী মূল্যবান, এটাকে নিয়েও গড়িমরসি ও রাজনীতি হতে পারে...? ভাবতেই অবাক লাগে।
নোংরা রাজনীতি করতে করতে এদের মন নোংরা হয়ে গেছে এদের বিবেকে ও চোখে নোংরা পর্দা পরে গেছে.....এরা নিজ হীন স্বার্থ ব্যতীত আর কিছুই ভাবতে পারে না।
অথচ আজ এই ভবনের মালিক যদি যুবদলের কোন নেতার হতো তাহলে দেখতাম আওয়ামীলীগ নেতাদের আস্ফালন।
গ্রেফতার হয়ে যেত ২৪ ঘন্টার মধ্যে.....
অন্যদিকে দেখুন ককটেল ও গাড়ি পোড়ানোর মামলা করে সরকার বিরোধীদলের প্রথম সারির নেতাদের শুধু গ্রেফতারই করেনি এমনকি রিমান্ডেও নিচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সাভারের ভবন ধ্বসের ঘটনায় সরকার সতর্ক হয়ে আগে থেকেই বাসিন্দাদের সরিয়ে এনেছিল। পরে কেউ গিয়ে থাকলে তারা গিয়েছিল মালামাল সরাতে চুরির উদ্দেশ্যে। মাননীয় প্রধানমন্ত্রী, এই মৃত মানুষগুলোকেও আপনার চোর বলা লাগল?
অন্যদিকে রানা প্লাজা ধ্বসে বিবিসিকে দেয়া স্বরাষ্ট্রমন্ত্রী ম, খা আলমগীর চাঞ্চল্যকর বক্তব্য দিয়েছেঃ
স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর বিবিসিকে বলেছেন, আপাতদৃষ্টিতে মনে হচ্ছে ইমারত নির্মাণের নিয়ম কানুন যথাযথ অনুসরণ করা হয়নি বলেই এই দুর্ঘটনা ঘটেছে।তবে একইসাথে মন্ত্রী বলেন, কিছু হরতাল সমর্থক ভবনটির ফাটল ধরা দেয়ালের বিভিন্ন স্তম্ভ এবং গেট ধরে নাড়াচাড়া করেছে বলে তিনি জানতে পেরেছেন। তিনি বলেন, ভবনটি ধসে পড়ার পেছনে সেটাও একটি সম্ভাব্য কারণ হতে পারে।
Click This Link
সত্যি কি সুখের ও স্বপ্নরে এই দেশ, আমার সোনার বাংলাদেশ।
ধিক্কার জানাই এইসব মানুষদের। ঘৃনা করি। থুতু মারি.....
স্বরাস্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ রইল এত কাঠাঁল পাতা খাবেন না.....
আর দয়া করে কোন তদন্ত কমিটি গঠন করে কাউকে বাচাঁতে যাবেন না....সঠিক ব্যবস্থা নিন...কারণ তদন্ত কমিটি মানেই অপরাধীর সেফ হোম।
২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩০
জহির উদদীন বলেছেন: সে আওয়ামীলীগের একজন নিবেদিত প্রাণ...।এই জানোয়ারকে না ধরতে পারলে মন্ত্রীদের আস্তো রাখবো না.....
২| ২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:২১
মৃদুল মিয়া বলেছেন: ভাই এখন হানাহানর সময় নয়। সবাই মিলে এগিয়ে আসার সময়, একসঙ্গে কাজ করার সময়। আসুন সবাই যার যার সাধ্যমত করি।
২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩১
জহির উদদীন বলেছেন: আমি হানাহানি করিনি আমি শুধু মখা'র বিষয়ে লিখেছি আওয়ামীদের বিবেক নিয়ে লিখেছি.....
৩| ২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৪
লাবনী আক্তার বলেছেন: স্বরাস্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ রইল এত কাঠাঁল পাতা খাবেন না.....
আর দয়া করে কোন তদন্ত কমিটি গঠন করে কাউকে বাচাঁতে যাবেন না....সঠিক ব্যবস্থা নিন...কারণ তদন্ত কমিটি মানেই অপরাধীর সেফ হোম।
সহমত!
২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩২
জহির উদদীন বলেছেন: ধন্যবাদ.....একটা মাল খোর.....
©somewhere in net ltd.
১| ২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:২০
সোহাগ সকাল বলেছেন: হারামীটাকে কেন এখনো ধরা হচ্ছেনা বুঝিনা।