নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার জন্য একমাত্র আল্লাহ পাকই যথেষ্ঠ........
ডিজিটাল বাংলাদেশ নামটা শুনলেই কেমন পুলকিত হই.....
পৃথিবীর আর কোন দেশে কোন সরকার এভাবে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নের মুলা মার্কা ঘোষনা দিয়ে দেশের উন্নয়নে ঝাঁপিয়ে পড়েছে কিনা আমার জানা নাই।
উন্মাদ সরকার ও এনালগ বিটিআরসি কে প্রাণঢালা অভিনন্দন!!!
ইন্টারনেট আপলোড স্পিড ৭৫ শতাংশ কমিয়ে ২৫শতাংশে নামিয়ে আনার মত অত্যন্ত সময়োপযোগী ও যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়ায় বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশন (বিটিআরসি) কে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ।দীর্ঘদিন ধরে এই দাবিটি জনমানুষের মুখে মুখে ফিরছিল ।অবশেষে দাবিটি আলোরমুখ দেখায় আমি চরম ভাবে পুলকিত,আনন্দিত ।তবে স্পিড ০ শতাংশে আসলে আরো বেশি ভালো হতো বলে আমার বিশ্বাস।
জানা গেছে, ভিওআইপি ব্যবসা বন্ধের জন্য তড়িঘড়ি করে এই সিদ্ধান্ত নেওয়া হয় ।সঠিক সময়ে সঠিক ডিসিশন ।কারণ মাথা থাকলে মাথা ব্যথা হবেই ।তাই মাথা ব্যথার ঔষুধ কেনার মত বোকামি না করে মাথা কেটে ফেলাই সুবিবেচনা প্রসূত লোকের কাজ ।গোড়াতেই মূলোত্পাটন হলো এতে ।
তারপরও যেসব নালায়েক এটা নিয়ে হাউকাউ করছে ,তাদের উদ্দেশ্যে একটা কথায় বলতে চাই , আপনারা এসব হাউকাউ বন্ধ করেন । নাহলে জাতি কিন্তু আপনাদের কখনোই ক্ষমা করবে না এবং রাজাকারের মামলাও দেোয়া হতে পারে। আপনারা ভুলে গেছেন মহামান্য কচ্ছপের সেই অমিয় বাণীটি, "SLOW AND STEADY WINS THE RACE ". আপনাদের সৌভাগ্য যে গভর্ণমেন্ট এখনো কম্পিউটার ব্যবহার নিষিদ্ধ করেনি ।তাহলে কিন্তু আমছালা সব হারাবেন ।তাই সময় থাকতেই লুঙ্গিরকাছা শক্ত করুন ।
জয় বাংলা , স্পিড সামলা !!!
১৯ শে মে, ২০১৩ বিকাল ৩:১৭
জহির উদদীন বলেছেন: স্বাভাবিক বাংলাদেশ পাওয়ার আশায় থাকলাম........ধন্যবাদ
২| ১৯ শে মে, ২০১৩ দুপুর ১২:৫৩
xewel বলেছেন: চলছে ডিজিটাল ভাবে বাংলার মানুষকে..... এই বাংলাকে ডিজিটাল পঙ্গু বানানোর ষড়যন্ত্র...... আমরা কখনোই এই সব ষড়যন্ত্র মাথা পেতে নেব না..... ডু অর ডাই.....
১৯ শে মে, ২০১৩ বিকাল ৩:১৮
জহির উদদীন বলেছেন: আমরা কখনোই এই সব ষড়যন্ত্র মাথা পেতে নেব না..... ডু অর ডাই.....কিন্তু সরকারতো আপনাকে হাতে চুড়ি পরায় ঘরে বসায়া দিছে সেটা কি জানেন.....
৩| ১৯ শে মে, ২০১৩ দুপুর ১২:৫৬
এ সামাদ বলেছেন: এত্ত সুন্দর লেখা এই ৩ মাসে একটা পাইলামরে ভাই। ধইন্যা ধইন্যা ধইন্যা।
মাথা রাখুম না । মাথা কাইটা ফালামু তাইলে মাথা আর ব্যাথা হইবেক না।
১৯ শে মে, ২০১৩ বিকাল ৩:২১
জহির উদদীন বলেছেন: কি যে বলেন ভাই..লজ্জা দিলেন.......
৪| ১৯ শে মে, ২০১৩ দুপুর ১:২৭
ওপেস্ট বলেছেন: আপনার মানষ কন্যা ডিজিটাল শব্দের ডেফিনেশটাও জানেন বলে মনে হয় না॥
১৯ শে মে, ২০১৩ বিকাল ৩:৩৮
জহির উদদীন বলেছেন: রং হেডেড.....
৫| ১৯ শে মে, ২০১৩ দুপুর ১:৪৪
ঢাকাবাসী বলেছেন: কবে যে কম্পিউটারটাই ব্যান করে দেয়!
১৯ শে মে, ২০১৩ বিকাল ৩:৩৬
জহির উদদীন বলেছেন: সেই চিন্তাই আছিরে ভাই.......
©somewhere in net ltd.
১| ১৯ শে মে, ২০১৩ দুপুর ১২:৪৪
সাইবার সোহেল বলেছেন: মানস কন্যা মানুষ হয়েছেন..... ডিজিটাল বাংলাদেশের ডিজি খুলে পরে এখন শুধু -টাল টাই ঝুলে আছে বিরোধী সকল শক্তিকে আহবান জানান তাদের ঝাকুনিতে রানা প্লাজার মত যেন টাল টাও খসে পড়ে আমরা আবার স্বাভাবিক বাংলাদেশ হতে পারি।