নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার জন্যএকমাত্র মহান আল্লাহ পাকই যথেষ্ঠ.....

জহির উদদীন

আমার জন্য একমাত্র আল্লাহ পাকই যথেষ্ঠ........

জহির উদদীন › বিস্তারিত পোস্টঃ

হা! হা!! মজাতো...মজা না......?:P:P:P:P

২৮ শে মে, ২০১৩ দুপুর ১২:২৫

পড়ে দেখুন মজা পাবেন......

***

যত যাই বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম, এরা দুজনই কিন্তু ছিলেন অ্যান্টি-আওয়ামী লীগ ও বিএনপিপন্থী।

কাজী নজরুল ইসলাম তো সরাসরিই লিখেছেন আমরা শক্তি আমরা বল আমরা ছাত্রদল। আর একমাত্র লেখক যিনি নিজের রচনাকে "নৌকাডুবি" নাম দিয়েছেন, তিনি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আমার মনে হয় ব্যাপারটা নজরে আনা উচিত।



***

৯ম ১০ম শ্রেণীর বাংলা বইয়ে ১৩ জন ভারতীয় আধুনিক কবির কবিতা ছাপা হয়েছে ....বাহ!! বেশ বেশ.....

ভারতের পাঠ্য বইয়ে কি আমাদের কবিদের কবিতা স্থান পায় ?

পড়নের কাপড়খানিও ছোট হয়ে গেছে লজ্জায় মুখ ঢাকবো নাকি সন্মান রক্ষার্থে পাছায় দেব?



***

টিভি ভর্তি যৌনতা ?

উহা তো সিনেমা !

কাগজভর্তি যৌনতা ?

উহা তো কবিতা!

ক্যাসেট ভর্তি যৌনতা ?

উহা তো সঙ্গীত!

বিলবোর্ড ভর্তি যৌনতা ?

উহা তো বিজ্ঞাপন !

ক্যানভাস ভর্তি যৌনতা ?

উহা তো পেইন্টিং !

পাথর ভর্তি যৌনতা ?

উহা তো ভাস্কর্য !

সমগ্র পৃথিবীর খাঁজে-ভাঁজে মাংসে-অংশে পাহাড়ে-নহরে উদ্যানে-বিদ্বান যৌনতা ?

উহা যে শিল্প ,উহা যে আর্ট , উহা যে আর্টেরই পার্ট !



ফলাফল:->> বাসে ধর্ষণ-বাসায় ধর্ষণ ,

রেলে ধর্ষণ-রেল স্টেশনে ধর্ষণ,

খেলায় ধর্ষণ-মেলায় ধর্ষণ,

মাঠে ধর্ষণ-পাঠশালায় ধর্ষণ,

ক্ষেতে ধর্ষণ-খামারে ধর্ষণ,

গাঁয়ে ধর্ষণ-শহরে ধর্ষণ,

কিশোরী ধর্ষণ-তরুনী ধর্ষণ,

মধ্যা ধর্ষণ-বৃদ্ধা ধর্ষণ,

কোচিংয়ের নামে ধর্ষণ,

পড়ানোর নামে ধর্ষণ,

রাজনীতির নামে ধর্ষণ -

নেত্রী বানানোর নামে ধর্ষণ,

মডেলিংয়ের

নামে ধর্ষণ-

অভিনয়ের নামে ধর্ষণ….



***

বাংলাদেশের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আর মন্ত্রী এমপিরা আমাদের চারিত্রিক সনদ দেন। এই সনদ না পেলে আমরা কেউ কিন্তু কোন চাকরির আবেদন করতে পারি না, কোন ধরনের অফিসিয়াল কাজ করতে পারি না। একটু ভেবে দেখুন

তো, যে মানুষদের নিজের চরিত্রের কোন খবর নেই, তারা আবার সাধারণ মানুষদের চরিত্রের সার্টিফিকেট কিভাবে দেয়, এটা আমার

একেবারে বুঝে আসে না।



***

এক লোক ছাগলের সাথে কথা বলছে---

লোকঃ- তুই ছাগল নাকি আমি ছাগল?

ছাগলঃ- মে এ এ এ!! (হিন্দীতে 'আমি')

লোকঃ- এপ্রিলের পর কোন মাস আসে?

ছাগলঃ- মে এ এ এ এ!

লোকঃ- জুনের আগে কোন মাস আসে?

ছাগলঃ- মে এ এ এ!!!!



এই জোক্স আমরা সবাই জানি । এবার এটার সেকেন্ড ভার্সন দেখি ।

জনগণের সাথে এক লোকের কথা হচ্ছে--

জনগণঃ- ইন্ডিয়ান কোম্পানীকে বিনাশুল্কে ব্যবসা করতে দিলেন কেন?

- যুদ্ধাপরাধীর বিচার বানচালের ষড়যন্ত্র

জনগণঃ- সুন্দরবন উজাড় করে ভারতের সাথে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি করলেন কেন?

- যুদ্ধাপরাধীর বিচার বানচালের ষড়যন্ত্র

জনগণঃ- ২৮ ফেব্রুয়ারী আর ৫ মে হত্যা চালালেন কেন?

- যুদ্ধাপরাধীর বিচার বানচালের ষড়যন্ত্র

জনগণঃ- রানা প্লাজায় ৬০০ টাকার অক্সিজেন বোতলের জন্য পাবলিকের কাছে ভিক্ষা চান,আবার হরতালে ব্যবহারের জন্য

কোটি কোটি টাকার অস্ত্র কিনেন কেন?

- যুদ্ধাপরাধীর বিচার বানচালের ষড়যন্ত্র

জনগণঃ- আমারদেশ,দিগন্ত,ইসলামিক টিভি বন্ধ হল কেন?

- যুদ্ধাপরাধীর বিচার বানচালের ষড়যন্ত্র

জনগণঃ- ইন্টারনেটের গতি কমালেন কেন?

- যুদ্ধাপরাধীর বিচার বানচালের ষড়যন্ত্র ।



***

কপাল আর লুংগির মধ্যে মিল কোথায়?

উত্তরঃ দুটোই যেকোনো সময় খুলে যেতে পারে !!!



এবার বলুন দেখি, কপাল আর লুংগির মধ্যে পার্থক্য কি?

উত্তরঃ আরে ভাই, কপাল খুললে পৌষ মাস,লুংগি খুললে সর্বনাশ !!



সংগ্রহঃ আমার এক সাংবাদিক বন্ধু থেকে......

মন্তব্য ২৭ টি রেটিং +১/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০১৩ দুপুর ১২:৩০

ফ্রিঞ্জ বলেছেন: "ধর্ষণ হল সারপ্রাইজ সেক্স" - সানি লিওন

২৮ শে মে, ২০১৩ দুপুর ১২:৩৪

জহির উদদীন বলেছেন: বলেন কি... এতো দেখি উল্টা মজা পাইলাম......

২| ২৮ শে মে, ২০১৩ দুপুর ১২:৩১

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: সব কিছুতেই শুধু ভারত আর ভারত। X(

২৮ শে মে, ২০১৩ দুপুর ১২:৩৬

জহির উদদীন বলেছেন: ভালতো ভাল না.....আমরা স্বাধীন হয়েছি ওদের জন্যইতো....ওদের দেনা আমাদের কড়ায় গন্ডা ফেরৎ দিতে হবে না.....

৩| ২৮ শে মে, ২০১৩ দুপুর ১২:৩৭

অপরিচিত অতিথি বলেছেন: খুব মাজা লাগল। ধন্যবাদ সহকারে +++++++++++++++

২৮ শে মে, ২০১৩ দুপুর ১২:৫২

জহির উদদীন বলেছেন: যাক মজা পাইলেন...ধন্যবাদ

৪| ২৮ শে মে, ২০১৩ দুপুর ১২:৪৫

অভুতপূর্ব বলেছেন: মজার। ++++++

২৮ শে মে, ২০১৩ দুপুর ১২:৫২

জহির উদদীন বলেছেন: ধন্যবাদ......

৫| ২৮ শে মে, ২০১৩ দুপুর ১২:৪৬

ভাবী জিওলজিস্ট বলেছেন: Click This Link

Click This Link

দেইখা লন কবি দের নাম

৬| ২৮ শে মে, ২০১৩ দুপুর ১২:৪৯

ভাবী জিওলজিস্ট বলেছেন: Click This Link
কবিদের দেখে লন

২৮ শে মে, ২০১৩ দুপুর ১২:৫৩

জহির উদদীন বলেছেন: দেখলাম......ধন্যবাদ

৭| ২৮ শে মে, ২০১৩ দুপুর ১:০৫

আিম এক যাযাবর বলেছেন: কপাল খুললে পৌষ মাস,লুংগি খুললে সর্বনাশ !! :)

২৮ শে মে, ২০১৩ দুপুর ১:৪৩

জহির উদদীন বলেছেন: তাইতো.....

৮| ২৮ শে মে, ২০১৩ দুপুর ১:১১

অভুতপূর্ব বলেছেন: কবিতা গুলো কারো সংগ্রহে আছে কি? "সাত সাগরের মাঝি" কবিতাটি অনেক ভালো লাগত। এইটি বাদ দিয়েছে দেখি।

৯| ২৮ শে মে, ২০১৩ দুপুর ১:২৮

সরদার হারুন বলেছেন: সত্যই, কবি নজরুল ও রবিনদ্রনাথের উপর আপনার অগাদ জানাশোনা আমাকে অবাক করেছে ।এমন
লেখা আর কোন দিন দেখিনি ।আপনাকে অনেক অনেক ধন্যবাদ।তবে হাসতে পারলামনা বলে দৃ:খিত।

২৮ শে মে, ২০১৩ দুপুর ১:৫৯

জহির উদদীন বলেছেন: দাঁত থাকলে তো হাসতে পারবেন.....

১০| ২৮ শে মে, ২০১৩ দুপুর ১:৪৪

বলাকা মন বলেছেন: +++

২৮ শে মে, ২০১৩ দুপুর ২:০০

জহির উদদীন বলেছেন: ধন্যবাদ.....

১১| ২৮ শে মে, ২০১৩ দুপুর ১:৫৯

আবু শরীফ মাহমুদ খান বলেছেন: কপাল আর লুংগির মধ্যে মিল কোথায়?
উত্তরঃ দুটোই যেকোনো সময় খুলে যেতে পারে !!!

;) ;) ;) :!> :!> :!> :D :D :D :#) :#) :#)

২৮ শে মে, ২০১৩ দুপুর ২:০০

জহির উদদীন বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

১২| ২৮ শে মে, ২০১৩ দুপুর ২:৫৫

মোহাম্মদ আনোয়ার বলেছেন: ব্যাপক মজা পাইলাম +++++++++++++++++++ শেষ হইয়াও হইলোনা শেষ++++++টু ইনফিনিটি+++++

২৯ শে মে, ২০১৩ সকাল ১১:৫৬

জহির উদদীন বলেছেন: ধন্যবাদ.....

১৩| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৪:০৯

একাকী বাংলাদেশি বলেছেন: কপাল খুললে পৌষ মাস,লুংগি খুললে সর্বনাশ !!

২৯ শে মে, ২০১৩ সকাল ১১:৫৮

জহির উদদীন বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

১৪| ২৮ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

ঢাকাবাসী বলেছেন: অনেক মজা পেলুম।

২৯ শে মে, ২০১৩ সকাল ১১:৩৪

জহির উদদীন বলেছেন: ধন্যবাদ.....

১৫| ২৫ শে জুন, ২০১৩ বিকাল ৪:৪৯

এ সামাদ বলেছেন: এ ্ এ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.