নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার জন্য একমাত্র আল্লাহ পাকই যথেষ্ঠ........
১..
মহারাজার বাসায় মধ্যরাতে গাড়িতে করে যাচ্ছিল বস্তাভর্তি টাকা নিয়ে যাচ্ছিল মহারাজারই এপিএস। হঠাৎ কী হলো গাড়িচালকের, গাড়ি ঘুরিয়ে ঢুকে গেল বিজিবি সদর দফতরে। চিৎকার করে জানালো, এই গাড়িতে বস্তাভর্তি ঘুষের টাকা আছে। টাকা উদ্ধার হলো। সেই টাকার আদিঅন্ত নিয়ে মিডিয়া অনেক রিপোর্ট প্রকাশ ও প্রচার করলো। তার পর? না, তার পর সব শেষ। সেই মহারাজের কিছুই হলো না।
মাঝখান থেকে সেই ‘সততা রোগে আক্রান্ত’ গাড়ি চালকটির আর কোনো খোঁজ মিলল না।
আরো একটু পেছনে যাই। একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে এক শ’ ছাত্রীকে ধর্ষণ করে তার ‘সেঞ্চুরি উৎসব’ করেছিল সরকারি দলেরই এক বীরপুরুষ। সেই খবর মিডিয়ায় আসতেই তোলপাড়। আন্দোলন, বিক্ষোভ। পাঠক, নিশ্চয়ই বলবেন, ‘তারও কিছু হয়নি’।
হয়েছে, হয়েছে। জনশ্রুতি, আরেকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে তার ভালো পদে চাকরি হয়েছে। আহা, রাজনীতির কী বাহার!
শুনলেই বমি আসে.....
গোলাম মাওলা রনিতো ‘সেই রাজনীতির’ই একজন। তিনি কালো বিড়াল হলেন না, ঋণখেলাপি হলেন না, ধর্ষণ সেঞ্চুরি করলেন না, রাজপথে ভদ্রলোকের কাপড় খুলে নিলেন না, পদ্মা সেতু ডুবিয়ে দিলেন না, তবুও তিনি গ্রেফতার হলেন, জেলে গেলেন? যে দলে থাকলে সাত খুন মাফ, সেই দল করেও পেলেন না রেহাই! হতভাগ্য আর কাকে বলে!
দরবেশ বাবা সব ই পারো তুমি ।
দরবেশ বাবা'র কেরামতিতে মুগ্ধ হয়ে মুরিদ হলাম।
২..
আওয়ামী লীগ সরকার সাংবাদিকদের অধিকার রক্ষায় কত তৎপর দেখছেন? নিজের দলের এমপিকেও ছাড়লো না। গ্রেফতার করলো।
এই সরকার যে ভিন্নমত প্রচারের কারণে চ্যানেল ওয়ান, যমুনা, দিগন্ত, ইসলামিক টিভি বন্ধ করে প্রায় হাজার খানেক সাংবাদিককে বেকার করে দিয়েছে সে কথা আমরা ভুলে গেলাম।
গায়ের জোরে আমার দেশ বন্ধ করে দিছে সে কথাও আমরা ভুলে গেলাম।
সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার কিনারা করতে পারেনি সে কথাও আমরা ভুলে গেলাম।
সাংবাদিক-বান্ধব সরকারকে আমাদের অভিনন্দন!
৩..
রনির মত ২০ টা সংসদ সদস্য আওয়ামিলীগ ছুড়ে ফেলে দিলে আওয়ামিলীগের কিচ্ছু আসে যায় না।
কিন্তু দরবেশ বাবার মত লোক আওয়ামিলীগ কখনও ছাড়বেনা। কারন দরবেশ বাবাদের টাকায় আওয়ামিলীগ চলে।
সাগর-রুনি মারা গেছে তাতে সরকার কারো একটা চুল ছিড়তে পারে নাই। রনি তো কেবল সাংবাদিক পিটাইছে। আজ অন্য কোন চ্যানেলের সাংবাদিক পিটাইলে রনি ঠিকই পার পাইয়া যাইতো। কিন্তু এই সাংবাদিক তো দরবেশ বাবার। কোপটা একেবারে জায়গামত লাগছে। ফলে রনির উপর গ্রেফতারি পরোয়ানা জারি হইছে।
এই দেশে যাদের গোড়া মোটা তারাই ক্ষমতা ও ন্যায় বিচার পাইয়া থাকে। আর সাধারন আমজনতার ভাগ্যে বুড়ো আঙ্গুল।
সংগ্রহঃ
২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:১০
জহির উদদীন বলেছেন: অভিনন্দন রইল......
জীবনে বড় হউন তবে যেন দেশের চোষক কীট দরবেশদের মতো নয়.......ধন্যবাদ
২| ২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:২৪
জিপসি মেহেদি বলেছেন: এই দেশে থাকতে হইলে পীর ধরতেই হইবো। উপায় নাই গোলাম হোসেন, উপায় নাই।।
২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ১:২৮
জহির উদদীন বলেছেন: আছে উপায় আছে.....উষ্ঠা উষ্ঠা.......
৩| ২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৬
ভ্রমন কারী বলেছেন: এই দেশে যাদের গোড়া মোটা তারাই ক্ষমতা ও ন্যায় বিচার পাইয়া থাকে। আর সাধারন আমজনতার ভাগ্যে বুড়ো আঙ্গুল।
২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৩০
জহির উদদীন বলেছেন: এই দেশে যাদের গোড়া মোটা তারাই ক্ষমতাবান আর যাদের আগা চিকন তারাই আমজনতা.......
৪| ২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ১:২৮
bangal manus বলেছেন: দরবেশ বাবা, কেবলা কাবা, আয়নার কারিগর।
২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৩১
জহির উদদীন বলেছেন: হক মাওলা....দিছি ঢুকাইয়া আরেক মাওলারে....
৫| ২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৫৪
একজন ঘূণপোকা বলেছেন: জিপসি মেহেদি বলেছেন: এই দেশে থাকতে হইলে পীর ধরতেই হইবো। উপায় নাই গোলাম হোসেন, উপায় নাই।।
২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ২:১৫
জহির উদদীন বলেছেন: হক মাওলা....দিছি ঢুকাইয়া আরেক মাওলারে....বাবার সাথে বেয়াদবি....হক মাওলা....
৬| ২৮ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৬
বলাক০৪ বলেছেন: একমত।
©somewhere in net ltd.
১| ২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:০০
রিপন দা বলেছেন: Click This Link