নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার জন্য একমাত্র আল্লাহ পাকই যথেষ্ঠ........
১. যে সব নারী সব সময় হাসি খুশি থাকেন তাদের প্রতি পুরুষদের আকর্ষণ সবসময়েই বেশি থাকে।
২. বুদ্ধিমতী নারীদের পছন্দ করেন পুরুষেরা। উপস্থিত বুদ্ধি সম্পন্ন নারীদের প্রতি তারা বেশি দূর্বল।
৩. পুরুষরাও প্রশংসা শুনতে পছন্দ করেন। যে সব নারী তাদের সঙ্গীর প্রশংসা করেন তাদেরকে পুরুষরা সবসময়েই বেশি পছন্দ করেন।
৪. বড় টানা টানা চোখের মেয়েদেরকে পুরুষরা প্রথম দেখাতেই ভালোবেসে ফেলে।
৫. মিষ্টি কন্ঠের ও মিষ্টিভাষী নারীদের প্রতি পুরুষের বাড়তি ভালোলাগা থাকে সবসময়।
৬. পুরুষরা নারীসূলভ আচরণ পছন্দ করেন। যে সব নারীরা বেশ কমনীয় স্বভাবের কিন্তু ব্যক্তিত্বসম্পন্ন, তাদের প্রতি পুরুষরা আকর্ষণ বোধ করেন।
৭. পুরুষের বিষন্নতার সময় যে সব নারী সাহস জোগাতে পারেন এবং মন ভালো করে দিতে পারেন তাদের কে পুরুষরা বেশি ভালোবাসেন।
৮. যে সব নারী সব সময় ইতিবাচক চিন্তা করেন তাদের প্রতি পুরুষের ভালোলাগাটা বেশি থাকে।
৯. সংস্কৃতিমনা নারীদের পছন্দ করেন পুরুষেরা। গান, নাচ অথবা গিটার বাজাতে জানেন এমন নারীর প্রতি পুরুষের আকর্ষণ বেশি।
১০. স্মার্ট ও নিজের প্রতি যত্নশীল নারীদের প্রতি সব পুরুষই আকর্ষণ বোধ করে থাকে।
১১. কড়া সুগন্ধি লাগায় এমন নারীদের পছন্দ করেন না পুরুষরা। একটু হাল্কা মিষ্টি সুগন্ধি ব্যবহার করে এমন নারীরাই পুরুষের পছন্দ।
১২. সৎ ও দয়ালু নারীদেরকে প্রতি বেশি আকর্ষণ বোধ করেন পুরুষরা।
১৩. একটু চঞ্চল প্রকৃতির মেয়েরা পুরুষের চোখে বেশি আকর্ষনীয়।
১৪. রসবোধ আছে এমন নারীর সঙ্গে পুরুষরা বেশি আনন্দ বোধ করেন। সঙ্গীর সাথে হাস্যরসপূর্ণ গাল গল্প করে সময় কাটাতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তারা।
১৫. বেশিরভাগ পুরুষেরই প্রথম পছন্দ লম্বা চুলের নারী।
১৬। যে সব নারীরা ভালোবাসা প্রকাশ করতে দ্বিধা করেন না তাদেরকে পুরুষরা বেশি ভালবাসেন।
১৭. ভালো রাঁধুনিদের প্রতি পুরুষের আকর্ষণ সবসময়েই বেশি থাকে।
আমার কথাঃ নারীর সবচেয়ে ভাল গুন হলো তার চরিত্রীক গুন ও ধর্মীয় জ্ঞান....
সংগ্রহঃ
৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:২৭
জহির উদদীন বলেছেন: উহু....
২| ৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:১২
রোহান খান বলেছেন: এই সবগুলো গুন কি একজন নারীর ভিতরে একসাথে পাওয়া যাবে ?
৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:২৭
জহির উদদীন বলেছেন: সেটা কি করে সম্ভব.....ভাই
৩| ৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:১৫
সাদাসিধা মানুষ বলেছেন: হাহাহা বাকী থাকল কি?
৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:২৮
জহির উদদীন বলেছেন: বাকী থাকল কি?
এই নারীটা কে পাওয়া.....
৪| ৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:২৯
এম ই জাভেদ বলেছেন: বোরহান বলেছেন - এই সবগুলো গুন কি একজন নারীর ভিতরে একসাথে পাওয়া যাবে ?
প্রতিটা পয়েন্টই সত্য । কিন্তু সব গুন একজনের মধ্যে খুঁজতে যাওয়া দারুন বোকামি হবে। যার মধ্যে এ সকল গুন বিদ্যমান সে মানুষ নয় - মহামানবী
৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৫
জহির উদদীন বলেছেন: অত্যন্ত সঠিক কথা বলেছেন......কোন একটা বা দুইটা গুন নিয়েই একজন পুরুষকে সন্তুষ্ট থাকতে হবে....
৫| ৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৫
evilseye বলেছেন:
৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৭
জহির উদদীন বলেছেন: না কোন তেতুলের কথা আমি বলেনি...আমি বলেছি একজন নারীর গুনের কথা....
৬| ৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৬
evilseye বলেছেন: ভাই তেতুল বড় চুক্কা
৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৭
জহির উদদীন বলেছেন: গুনবতী নারী মিঠা.....
৭| ৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৪১
ড. জেকিল বলেছেন: মিলছে প্রায় সবই
৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৫০
জহির উদদীন বলেছেন: তাইলে বিয়ার ব্যবস্থা করি.....
৮| ৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৫
পেন্সিল স্কেচ বলেছেন:
৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:২৪
জহির উদদীন বলেছেন: অবাক হওয়ার কি আছে.......
৯| ৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:১৫
বেলাল তামজীদ বলেছেন: আপনার সাথে কি সফি সাহেবের দেখা হইছে??এইসব জানলেন কেমনে?
৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:২৬
জহির উদদীন বলেছেন: নারীর গুন খুজতে সফি সাহেবকে লাগে না......আপনার চিন্তা ভাবনা বদলে ফলুন......
১০| ৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:১৯
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: মিলছে......মিলছে...........
৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:২৭
জহির উদদীন বলেছেন: আসেন তাইলে একটা বিয়া করায়া দেই.....
১১| ৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:২৩
না পারভীন বলেছেন: পড়ে মজা পেলাম
৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:২৮
জহির উদদীন বলেছেন: খালি মজা পাইলেই হবে না এমন নারী খূজতেও হবে....
১২| ৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:২৫
মো:ফয়সাল আবেদিন বলেছেন: আরে ভাই ৪ থেকে ৫ টা মিলে । বাকি গুলো মিলে না ।
৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৩১
জহির উদদীন বলেছেন: কম কিসের...৪ থেকে ৫টা নিয়েই সন্তুষ্ট থাকেন.....
১৩| ৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:২৫
জাহিদ গাছবাড়ী বলেছেন: নারীর সবচেয়ে ভাল গুন হলো তার চরিত্রীক গুন ও ধর্মীয় জ্ঞান...
সহমত।
৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৩
জহির উদদীন বলেছেন: নারী নামাজী না হলে দাম্পত্য জীবন বড় সমস্যা হয়....
১৪| ৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: ভালই গবেষণা করেছেন। +++
৩১ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১২
জহির উদদীন বলেছেন: ধন্যবাদ......
১৫| ৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৫
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভাই, পয়েন্টতো মনে হয় আরো আছে, উহ্য রাখছেন নাকি??
৩১ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৪
জহির উদদীন বলেছেন: উহ্য রাখিনি, মন উজার করে লিখে দিয়েছি তবে আপনার কাছে আরো পয়েন্ট থাকলে দিতে পারেন......ধন্যবাদ
১৬| ৩১ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৬
স্বাধীকার বলেছেন:
‘‘নারীর সৌন্দর্য তার শরীরে, মাংসে-কিন্তু ভন্ডরা বলে উল্টো কথা’-ড. হুমায়ুন আজাদ।
৩১ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১১
জহির উদদীন বলেছেন: আমি ও আমরা ভন্ড আর ড. হুমায়ুন আজাদ সহী.....
১৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:৫৪
সাউন্ডবক্স বলেছেন: ইয়ে মানে, তেঁতুলের কথা বলছেন মনে হয়।
০১ লা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৯
জহির উদদীন বলেছেন: না তেতুলের কথা বলিনি......তেতুল (নারীরা) খোলামেলা হয় এবং ঐটাই তাদের বিশেষ গুন কিন্তু একজন আদর্শ নারী গুন উপরের গুলি......
১৮| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৬
আরজু পনি বলেছেন:
:#>
প্রিয়তে লটকাইলাম ...
প্রতিদিন একবার করে পড়বো
০১ লা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৭
জহির উদদীন বলেছেন: হা-হা প্রিয়তে না লটকাইয়া দেখে শুনে নিজেই কারো সাথে লটকে যান...
১৯| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২৯
সিস্টেম অ্যাডমিন বলেছেন: নারীর চোখে পুরুষের আকর্ষণীয় দিক গুলিকে তুলে ধরলে আরও ভাল লাগত ।
০১ লা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৭
জহির উদদীন বলেছেন: হবে আরেক দিন, অপেক্ষায় থাকুন....।
©somewhere in net ltd.
১| ৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:১০
মুক্তকণ্ঠ বলেছেন: আহা