নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার জন্যএকমাত্র মহান আল্লাহ পাকই যথেষ্ঠ.....

জহির উদদীন

আমার জন্য একমাত্র আল্লাহ পাকই যথেষ্ঠ........

জহির উদদীন › বিস্তারিত পোস্টঃ

একজন প্রধানমন্ত্রীর ভাষা এমন হতে পারে?X(X(

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৯

বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াই ‘তেঁতুল হুজুরের তেঁতুল’ কি না এমন প্রশ্ন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আল্লামা শফি মেয়েদের তেঁতুল বলেছেন। আমাদের বিরোধী দলীয় নেত্রীই তার সেই তেঁতুল কিনা আমি জানি না। তিনি যেভাবে সাজুগুজু করে থাকেন, তাকে দেখে শফি সাহেবের লালা পড়ে কিনা?’



বিএনপি নেত্রী হাসিনাকে নিয়া কখনও এমন আজে বাজে ভাষায় কথা বলেছেন, কখনো? কেউ বলতে পারবেন? আলেম আল্লামা আহমদ শফি নারীদের পর্দা করার গুরুত্ব বোঝানোর জন্য তেতুল সংক্রান্ত একটি উপমা ব্যবহার করেছেন। আবার ভিন্ন ওয়াজে বলেছেন, প্রধানমন্ত্রী যেভাবে কাপড় পড়ে বেড়ায়, সেটায় আপত্তি নাই। প্রশ্ন হলো, এর মধ্যে খালেদা জিয়া আসলো কোত্থেকে? ২০১১ সালে হেফাজত সৃষ্টি করেছে আম্লীগ। উদ্দেশ্য ছিল- জামায়াতের বিরুদ্ধে ব্যবহার করা। নেপথ্যে কলকাঠি নাড়ছিল বনমন্ত্রী হাছান মাহমুদ। তার নিজের নির্বাচনী এলাকা হাটহাজারী। আর হেফাজতের ভোট পেয়েই সে এমপি হয়। এবারে নাস্তিক ব্লগারের বিরুদ্ধে হেফাজতের আন্দোলন শুরু হলে এই হাছান বহুবার গেছে শফি হুজুরের কাছে। বার বার চেষ্টা করছে হেফাজতকে বাগে আনার জন্য। কিন্তু ৫ মে শাপলা চত্তরে গণহত্যা চালানোর পরে সব হিসাব নিকাশ উল্টে যায়। এখন হেফাজতকে বিএনপির ভাগে দিয়ে হাসিনার দলবলের মাথা নষ্ট হয়ে গেছে। এরপরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখে নানান আজে বাজে উক্তি চলছে।



একজন রাস্তার মেয়ের অশালিন মন্তব্য আর প্রধানমন্ত্রীর এই মন্তব্যের মধ্যে পার্থক্য কি?



গত ২৮শ মার্চ আমি এমনই একটি করছিলাম:

শেখ হাসিনার তুলনায় খালেদা জিয়া অনেক পরিচ্ছন্ন কথা বলেন....

Click This Link

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৬

মেলমুটকিড বলেছেন: ষাটোর্ধ বয়সি মহিলার মুখে এমন কথা খুবই দূঃখজনক।সত্যিই এমন কথা বলা উচিত নয়।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৪

জহির উদদীন বলেছেন: খুবই দূঃখজনক......

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫০

ভিটামিন সি বলেছেন: খালেদা জিয়াকে তো হাসিনার কোন বক্তব্য খন্ডাতে দেখি না। কারণ হাসিনার বক্তব্য হয় ৩য় শ্রেনীর নেত্রীদের মতো, বাসা বা মেসের বুয়াদের মতো। একজন সুস্থ্য মস্তিষ্কের মানুষ এমন বক্তব্য দিতেও পারে না বা তার প্রতি উত্তর ও দিতে পারে না। এসবের জবাব দেয়ার জন্য ভারপ্রাপ্ত ৩য় শ্রেনীর লোক রাখা আছে বিএনপির। তারাই জবাব দেয়।
পাগলে কি না বলে।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৫

জহির উদদীন বলেছেন: খালেদা জিয়াকে তো হাসিনার কোন বক্তব্য খন্ডাতে দেখি না।

কুকুর কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায়...
তাই বলে কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়......।

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০২

nurul amin বলেছেন: আমাদের কপাল এতই খারাপ যে আমরা তার কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আশা করতে পারি না।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৭

জহির উদদীন বলেছেন: আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
আমরাই তো ওনাকে প্রধানমন্ত্রী বানিয়েছি, তাই না?

৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১৪

আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
আমরাই তো ওনাকে প্রধানমন্ত্রী বানিয়েছি, তাই না?

তাহলে আপনার শিরোনাম এমন হলে কেমন হয়ঃ

একটা দেশের মানুষ এমন হতে পারে, যারা এরকম প্রধানমনন্ত্রী বানায়? =p~

পবিত্র কোরানেও প্রাসঙ্গিক একটি বাণী রয়েছে।

তোমরা যেরূপ তোমাদের শাসকও সেরূপ হবে। (ভুল বা বিকৃতভাবে বলা হলে আল্লার কাছে মাফ চাই)। :(

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩৬

জহির উদদীন বলেছেন: উত্তম বলেছেন...আল্লাহ আপনাকে মাফ করুন...

৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১৬

আকরাম বলেছেন: আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: তোমরা যেরূপ তোমাদের শাসকও সেরূপ হবে। (ভুল বা বিকৃতভাবে বলা হলে আল্লার কাছে মাফ চাই)

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫২

জহির উদদীন বলেছেন: আল্লাহ আমাদেরই মাফ করে দিন.....

৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩০

মুনসীমাহফুজ বলেছেন: সূরা রা'দ, আয়াত নং ১১, আল্লাহ অবশ্যই কোন জাতির অবস্থায় পরিবর্তন করেন না, যতক্ষন না তারা নিজেরাই তা পরিবর্তন করে ।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৫

জহির উদদীন বলেছেন: আল্লাহ আমাদেরই মাফ করে দিন.....

৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১০

একজন ঘূণপোকা বলেছেন: মেলমুটকিড বলেছেন: ষাটোর্ধ বয়সি মহিলার মুখে এমন কথা খুবই দূঃখজনক।সত্যিই এমন কথা বলা উচিত নয়।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৪

জহির উদদীন বলেছেন: ষাটের নিচের মহিলারাও কি এমন কথা বলতে পারেন.....

৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৫

ডাক্তার আমি বলেছেন: দুই নেত্রীর হাত থেকেই পরিত্রান চাই।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৫

জহির উদদীন বলেছেন: আল্লাহ পাক আমাদের সহায় হউন.....

৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৫

সেমিবস বলেছেন: Click This Link

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪১

জহির উদদীন বলেছেন: এহেবারে সেম টু সেম....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.