নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার জন্য একমাত্র আল্লাহ পাকই যথেষ্ঠ........
গতকাল আলজাজিরা টেলিভিশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সাক্ষাৎকার ও একটি ডকুমেন্টেরী প্রচার করা হয়।
বাংলাদেশের টিভি চ্যানেল গুলিতেও কিছুটা প্রচার করে।
সাক্ষাৎকারটি বিখ্যাত সাংবাদিক স্যার ডেভিড ফ্রস্ট নিয়েছেন...
সাক্ষাৎকারের একপর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি প্রশ্ন করা হয় "বেগম খালেদা জিয়ার আপনার সঙ্গে আপনার দ্বন্দটা কোথায়।"
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন আসলে তার সাথে " আমার দ্বন্দটা ব্যক্তিগত নয় আদর্শের"
প্রধানমন্ত্রীর এই কথায় আমাকে চিন্তা ফেলে দিয়েছে "দ্বন্দটা ব্যক্তিগত নয় আদর্শের"
এটা আমি ও আমরা অনেকেই জানি বেগম খালেদা জিয়া শেখ হাসিনার মতি শিক্ষিত নন, এমনকি এক ডজন ডক্টরেট ডিগ্রিও পাননি।
প্রয়াত রাস্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার পর স্বৈরাচারী এরশাদ সরকার ক্ষমতায় আসার পর শেখ হাসিনা বলেছিলেন" আই এ্যাম নট আন হ্যাপি"
১৯৮৬ সালে শেখ হাসিনা বলেছিলেন স্বৈরাচারী এরশাদ সরকারের নির্বাচনে লালদিঘী ময়দানের এক সমাবেশে বলেছিলেন যারা নির্বাচনে অংশ নিবে তারা জাতীয় বেঈমান হবে অথচ তিনি নিজেই পরের দিন নির্বাচনে অংশ নেওয়ার কথা ঘোষনা দেন।
২০০৮ সালে শেখ হাসিনা দেশ ত্যাগ করার সময় মঈন উদ্দীন-ফকরুদ্দিন সরকারকে তিনি বলেছিলেন ক্ষমতায় আসলে সকল কাজকে বৈধতা দিবেন এবং দিয়েছেনও তাই।
১৯৯৬ সালের নির্বাচন পদ্ধতির রাজনৈতিক একটি প্রধান সমস্যা সমাধান হওয়ার পরও শেখ হাসিনা ক্ষমতায় এসে আদালতের রায়ের দোহাই দিয়ে তা তড়িঘড়ি করে বাতিল করে দেন।
পদ্মা সেতু দুর্নীতিতে মন্ত্রী আবুল হোসেনের নাম আসলেও তিনি অস্বীকার করে তাকে দেশ প্রেমিক বলে খেতাব দেন।
এছাড়াও শেয়ার বাজার লুট, ডেসটিনী, হলমার্ক কেলেঙ্কারী, বিশ্বজিৎ হত্যা, পিলখানা হত্যাযজ্ঞ, হেফাজত এ ইসলামীদের মধ্যরাতে বিতাড়ন, ইলিয়াস আলী চৌধুরী আলমসহ অনেক মানুষকে গুম, সাগর-রুনীর হত্যাকাণ্ড, ছাত্রলীগ ও যুবলীগের অত্যাচার... আরও কত কি....
বাংলাদেশের একজন সর্বচ্চো সন্মানিত ব্যক্তি (প্রধানমন্ত্রী)হয়েও শেখ হাসিনার নিম্ন রুচির কথার জুড়ি মেলে না.....যেমনঃ
* বিরোধী দলকে চোর-বাটপার বলা..
* বিএনপি' মানে "বাংলাদেশের নয়া পাকিস্তানের দালাল"
* সুশীল সমাজকে কটাক্ষ ও তাচ্ছিল্য করে কথা বলা..
* ডঃমুহাম্মদ ইউনুসকে কুটুক্তি, অপমান ও হেয় করা...
এবার দেখি বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিদিন যে ভাষায় গালমন্দ করেন বা কুটুক্তি করেন.....
১. তিনি সব সময় সাজুগুজু করে থাকেন তাকে দেখলে হুজুরের লালা ঝরে....
২. তিনিতো ঘুম থেকেই উঠেন বারোটায়...
৩. চোরের মার বড় গলা...
Click This Link
উপরের এগুলি কি শেখ হাসিনার আদর্শ নাকি ব্যক্তিগত আক্রমন করা আপনারাই বলবেন।
কথায় আছে ব্যবহারে বংশের পরিচয়....
দুঃখজনক হলেও সত্যি আমাদের এক নারী অন্য আরেকজন নারীকে সম্মান করতে পারেন না বা জানেন না।
তবে আমি খালেদা জিয়াকে কখনোই বলতে শুনিনি শেখ হাসিনাকে নিয়ে ব্যক্তিগত ভাবে আক্রমন করা।
বাংলাদেশ বঙ্গবন্ধুর মেয়ে হিসেবে শেখ হাসিনার একটি গ্রহনযোগ্যতা আছে তাই বলে তার এই রকম স্বার্থান্বেষী আদর্শ কারো কাছে গ্রহন যোগ্যতা পাবে আমার তা মনে হয় না।
আমি ও আপনি না হয় ক্ষুদ্র মানুষ কিন্তু এই দুইজন মূল্যবান ব্যক্তি কি বলেছেন শুনি-
যতই আস্ফালন করেন, দম্ভোক্তি করেন, দম্ভ করেন, যতই অহঙ্কার করেন - কোনো অবস্থাতেই বাংলাদেশে দলীয় সরকারের অধীনে বাংলাদেশে নির্বাচন হবে না। ভারত মহাসাগর শুকিয়ে মরুভুমি যেতে পারে কিংবা হিমাচল ভারত মহাসাগরে ডুবে যেতে পারে, কিন্তু আওয়ামীলীগের চাহিদামত নির্বাচন এদেশে হবে না। — নূরে আলম সিদ্দিকী
পৃথিবীর যতসব প্রধানমন্ত্রী আছেন তার মধ্য শেখ হাসিনা সবচেয়ে নিকৃষ্ট প্রধানমন্ত্রী- বঙ্গবীর কাদের সিদ্দিকী
এ ছাড়াও প্রায়ই প্রধানমন্ত্রী নিম্ন রুচির মুখের ভাষা আলোচনায় আসে...
২০১১ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের বাহিরে এভাবেই প্লেকার্ড হাতে দাড়িয়ে ছিল প্রতিবাদকারীরা-
আল-জাজিরার সাক্ষাৎকারটি এখানে দেখুনঃ
Click This Link
বিঃদ্রঃ আমি কোন রাজনৈতিক দলের আদর্শের ব্যক্তি নই একান্তই ব্যক্তিগত বিবেক থেকে লিখেছি....ভুল হলে মার্জনা করবেন। ধন্যবাদ
২২ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৮
জহির উদদীন বলেছেন: ভাই কোন দলের নই এটা আপনি বিশ্বাস করেন বা না করেন তবে হ্যা আমি শেখ হাসিনা একজন প্রধামন্ত্রী হয়েও যেভাবে সকলকে তুচ্ছ তাচ্ছিল্য ও বিষোদগার করেন তার ঘোর বিরোধীতা করি......
২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০১
বিদ্রোহী ভৃগু বলেছেন: ৫৬ জনে পড়ছে কেউ মন্তব্য করে নাই বা নীরব থেকেছে!
সূত্র মতে মৌণতাই সম্মতির লক্ষন
তাই আপনি কমেন্ট না পেলেও সম্মত পেয়েছেন ৫৬ জন
৫৭ ধারার ভয়ে অনেকে হয়তো ঝুকি নিতে চাইবে না!! কি আর করা!
৭১এ সবাইতো মুক্তিযুদ্ধে যায় নি
তবে গল্প সকলেই করে, তা কলকাতার হোটেলে থাকুক, বা অন্য পাড়ায়....
এখন সকলেই কেউকেটা
আগেরবার আদালত রং হেডেড বলায় এইবার সবার আগে আদালত কব্জা করেছে,....
এখন আর কে বলবে?
বাংলাদেশের ইতিহাসে সবচে বাজে বাচনিকতা, বিরোধী নেত্রীর প্রতি অশ্রদ্ধা শুধু নয় নোংরা ব্যক্তি আক্রমনের মাইলফলক হয়ে থাকবেন তিনি- যে রেকর্ড বোধ করি তিনার বংশ ছাড়া আর কেউ ভাংতে পারবে না
++
২২ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫১
জহির উদদীন বলেছেন: কি জানি ভাই কার সম্মতি আর কার অসম্মতি বুঝা মুসকিল আজকাল কেউ মুখ খুলতে ভয় পায় পাছে না আবার ৬ মাসের জেলে যেতে হয়.......
আমি চাই না তিনি মাইলফলক হউন....তবে তিনি এখন নয় নির্বাচনে হেরে গেলে তিনি ও তাহারা বুঝিবেন আসলে কি করেছেন তারা.....
৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১২
বিডি আমিনুর বলেছেন: বস্তির মহিলাদের মত ব্যবহার ।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫০
জহির উদদীন বলেছেন: তাই নাকি.....
৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৬
রাহুল বলেছেন: ১৭১ বার পঠিত কিন্তু মন্তব্য মাত্র ২ টি।
লেখার মান যে এতো বাজে হইছে তাই আও্য়ামী ঘরানার কেউ প্রতিবাদের ছলেও কিছু লিখে টাইম ওয়েস্ট করে নাই। র ডানপন্হি কেউ লুল ও ঝরায় নাই।সেইম.।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫২
জহির উদদীন বলেছেন: কে কতটা মন্তব্য করলো আর না করলো তার আশায় আমি পোষ্ট দেইনি.....
আমি কোন লেখক নই লেখার মান বাজে হওয়াতে আমার কোন দুঃখ নাই....আর আমি ্যে উক্তি গুলি এখানে সংযোজন করেছি তা আমর নিজের কোন লেখা নয়......
তবে আপনাকে ধন্যবাদ আমাকে করুনা করে হলেও একটি মন্তব্য করেছেন........
৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৫
হাসান কালবৈশাখী বলেছেন:
আন্তর্জাতিক মিডিয়ায় শেখ হাসিনার সাক্ষাৎকার নতুন কিছু নয়। দীর্ঘ
রাজনীতির ক্যারিয়ারে অনেকবারই তিনি মুখোমুখি হয়েছেন বিখ্যাত সব
সাংবাদিকের। কয়েক মাস আগেও বিবিসির হার্ড টক অনুষ্ঠানে স্টিফেন শাকুরকে
দেয়া তার সাক্ষাৎকার প্রশংসিত হয়েছিল সর্বত্র। গতবছর লন্ডন সফরকালে
আল-জাজিরা অফিসে বসে এক দীর্ঘ সাক্ষাতকার দেন, লাইভ। বাংলাদেশে
যুদ্ধাপরাধী ইশু তখন তুঙ্গে। আল-জাজিরার প্রশ্নকর্তা পাকি বংশভুত রিজ খান
তাকে প্রশ্নবানে জর্জরিত করে ফেললেও ওনাকে যথেষ্ট দৃঢ়তার সাথেই মোকাবেলা
করতে দেখা যায়। মার্কিন যুক্তরাষ্ট্রে New york Times সংবাদপত্রেও একটি
সাক্ষাৎকার দেন।
বঙ্গবন্ধু ছাড়া অন্য কোন রাষ্ট্রপ্রধান এর আগে বিদেশী মিডিয়াতে এতবার
মুখোমুখি হয়েছেন কি না জানি না।
ম্যাডাম খালেদা জিয়া কখনই প্রেসকে
সাক্ষাৎকার দেন না, বিদেশী সংবাদমাধম তো দুরের কথা, দেশী মিডিয়াতেও দেন
না।
এমনকি সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য শেষ করার পর কিছু জিজ্ঞেস
করলে বলা হয়, "আমার লিখিত বক্তব্যে সব প্রশ্নের উত্তর আছে"
Click This Link
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৫
জহির উদদীন বলেছেন: আমি আপনার সাথে একমত কিন্তু সাংবাদিক ফেস করলেই কি মিথ্যা কথা বলতে হবে যে " আমার দ্বন্দটা ব্যক্তিগত নয় আদর্শের" আমি বলতে চেয়েছি আদর্শের কি ছিরি......
৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: নেন! উপরে এইবার পাইলেন একজন খাঁটি (লক্ষ করুন চন্দ্রবিন্দু সহযোগে) আওয়ামীলিগার!!!!
লৈখার মান নাকি একেবারে যাচ্ছে তাই।
সত্য কথায় বিলাই বেজার জানতাম,
সত্য কথায় ব।রাগার বেজার আজ দেখলাম
তো ভাই মানওয়ালা লেখক একটু মানসম্মতভাবে উত্তর খানাই দেন- আমরাও দেখি! বলগারজাতিও মানসম্মত উত্তরের নমুনা থেকে শিখবেনে
৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: নেন! উপরে এইবার পাইলেন একজন খাঁটি (লক্ষ করুন চন্দ্রবিন্দু সহযোগে) আওয়ামীলিগার!!!!
লৈখার মান নাকি একেবারে যাচ্ছে তাই।
সত্য কথায় বিলাই বেজার জানতাম,
সত্য কথায় ব্লগার বেজার আজ দেখলাম
তো ভাই মানওয়ালা লেখক একটু মানসম্মতভাবে উত্তর খানাই দেন- আমরাও দেখি! বলগারজাতিও মানসম্মত উত্তরের নমুনা থেকে শিখবেনে
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৬
জহির উদদীন বলেছেন: পাছে লোকে কিছু বলে....আমাদের বাজে লেখা ঠিক আছে কিন্তু দলকানারা তো নেত্রী মুখের বাজে কথা কান দিয়ে শুনে না......
৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫২
ডাক্তার আমি বলেছেন: হাসান কালবৈশাখী বলেছেন:
আন্তর্জাতিক মিডিয়ায় শেখ হাসিনার সাক্ষাৎকার নতুন কিছু নয়। দীর্ঘ
রাজনীতির ক্যারিয়ারে অনেকবারই তিনি মুখোমুখি হয়েছেন বিখ্যাত সব
সাংবাদিকের। কয়েক মাস আগেও বিবিসির হার্ড টক অনুষ্ঠানে স্টিফেন শাকুরকে
দেয়া তার সাক্ষাৎকার প্রশংসিত হয়েছিল সর্বত্র। গতবছর লন্ডন সফরকালে
আল-জাজিরা অফিসে বসে এক দীর্ঘ সাক্ষাতকার দেন, লাইভ। বাংলাদেশে
যুদ্ধাপরাধী ইশু তখন তুঙ্গে। আল-জাজিরার প্রশ্নকর্তা পাকি বংশভুত রিজ খান
তাকে প্রশ্নবানে জর্জরিত করে ফেললেও ওনাকে যথেষ্ট দৃঢ়তার সাথেই মোকাবেলা
করতে দেখা যায়। মার্কিন যুক্তরাষ্ট্রে New york Times সংবাদপত্রেও একটি
সাক্ষাৎকার দেন।
বঙ্গবন্ধু ছাড়া অন্য কোন রাষ্ট্রপ্রধান এর আগে বিদেশী মিডিয়াতে এতবার
মুখোমুখি হয়েছেন কি না জানি না।
ম্যাডাম খালেদা জিয়া কখনই প্রেসকে
সাক্ষাৎকার দেন না, বিদেশী সংবাদমাধম তো দুরের কথা, দেশী মিডিয়াতেও দেন
না।
এমনকি সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য শেষ করার পর কিছু জিজ্ঞেস
করলে বলা হয়, "আমার লিখিত বক্তব্যে সব প্রশ্নের উত্তর আছে"
একটি লাইন কম লিখেছেন @হাসান কালবৈশাখী
উত্তর দিতে গেলে ইংরেজীতে কোন ভূল করে বসেন কিনা আবার
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৮
জহির উদদীন বলেছেন: এটা আমি ও আমরা অনেকেই জানি বেগম খালেদা জিয়া শেখ হাসিনার মতো শিক্ষিত নন, এমনকি এক ডজন ডক্টরেট ডিগ্রিও পাননি।
৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৫
হাসান কালবৈশাখী বলেছেন:
বিদেশী রাষ্ট্রপ্রধানদের ভুল ইংরেজী বলা কোন ব্যাপার না। আন্তর্জাতিক মিডিয়াতে এসব ওভারলুক করা হয়।
তুর্কি, আরব বা ব্রাজিলের প্রেসিডেন্টদের ভাঙ্গা ভাঙ্গা ইংরেজি তো কিছুই বোঝা যায় না।
চীন ও ফরাসিরা ইংরেজি বলেই না। নিজ ভাষাতেই বলে।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৯
জহির উদদীন বলেছেন: উনি মন্তব্যটা খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেছেন যেটা একটি সত্য কথা.......
১০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৮
আমি ভূমিপুত্র বলেছেন:
@ হাসান কালবৈশাখী,
ম্যাডাম খালেদা জিয়া কখনই প্রেসকে
সাক্ষাৎকার দেন না, বিদেশী সংবাদমাধম তো দুরের কথা, দেশী মিডিয়াতেও দেন
না।
এমনকি সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য শেষ করার পর কিছু জিজ্ঞেস
করলে বলা হয়, "আমার লিখিত বক্তব্যে সব প্রশ্নের উত্তর আছে"
আপনে যকন পিডার খাওন ও শুরু করেন নাই তখন খালেদা জিয়া নিউইয়র্ক টাইমসরে সাক্ষাৎকার দিছেন ১৯৯৩ সালে.....
Begum Khaleda Zia interview (The New York Times , October 17,1993) : Click This Link
বঙ্গবন্ধু ছাড়া অন্য কোন রাষ্ট্রপ্রধান এর আগে বিদেশী মিডিয়াতে এতবার
মুখোমুখি হয়েছেন কি না জানি না।
জানার চেস্টা করেন....জানবেন
Click This Link
Click This Link
বানান কইর্যা পড়েন এলা ....
©somewhere in net ltd.
১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৮
খাটাস বলেছেন: পরিস্থিতি এমন যে কার ও পোস্ট পড়ে কোন এক জনের দোষ বেশি বলতে দেখলে সন্দেহ হয় যে, পোস্ট প্রদান কারি কোন দলের অন্ধ কিনা। আপনার শেষ কথায় আশ্বস্ত হয়েছি।
দুই নেত্রির একজন একেবারেই মূর্খ, অন্নের কথায় চলেন। তাই অন্নে কত টা নিতিহিন তাই নেত্রির নিতিহিনতার মাপকাঠি।
আর একজন একটু আধটু শিক্ষিত, অল্প বিদ্যা ভুয়ঙ্করি- তার বাস্তব উদাহরন।
সবার আগে আত্ত সমালোচনা প্রয়োজন আমাদের।
শুভ কামনা জহির ভাই।