নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার জন্য একমাত্র আল্লাহ পাকই যথেষ্ঠ........
গত মঙ্গলবার সন্ধ্যায় দেশে ফিরে মাননীয় প্রধানমন্ত্রী পূত্র বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে দেশের বর্তমান পরিস্থিতির বিভিন্ন বিষয়ে আলাপকালে বলেন ‘আমাদের আশা আছে, বিরোধী দল সংলাপে আসবে। কিন্তু এর কোনো লক্ষণ দেখছি না। আমাদের তরফ থেকে দাওয়াত দেওয়া হচ্ছে। কিন্তু বিভিন্ন নানা ছুতা দেখিয়ে তারা দাওয়াত ফিরিয়ে দিচ্ছে। আমরা আর কয়বার দাওয়াত দেব।’
তিনি আরো বলেন"আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু হয়ে গেছে উল্লেখ করে জয় বলেন, আইনমন্ত্রী, ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বাসায় বোমা হামলা হয়েছে। বিএনপি-জামায়াতের আগের আমলের মতো বোমা আমলা শুরু হয়ে গেছে। বিএনপি-জামায়াত আবার ক্ষমতায় এলে জঙ্গি তত্পরতা বৃদ্ধি পাবে উল্লেখ করে তিনি বলেন, তারা ক্ষমতায় এলে শুধু আওয়ামী লীগ নয়, হিন্দু, সুশীল সমাজ সবাইকে মারবে। উড়িয়ে দেবে।
এদেশ আমার আপনার সবার এখানে সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করে.....একমাত্র এই কিছু নোংরা রাজনীতিবিদদের কারণ ধর্মীয় বিভেদ ঘটে বা ইচ্ছাকৃত ভাবে ঘটানো হয়।
আমি কোন দিন শুনিনি বা পত্রিকায় পড়িনি আমাদের বাংলাদেশের শিক্ষিত সমাজে বা দেশের কোথাও কোন ব্যক্তি তার পাশের বাড়ি/ফ্ল্যাটের মানুষটি হিন্দু বা অন্য ধর্মের বলে তাকে হেয় বা তার সাথে সুসম্পর্ক রাখেনি বা তাকে হত্যা করা বা তার সাথে ধর্মীয় বিষয়ে বিতর্কে জড়িয়ে মারামারিতে লিপ্ত হওয়া।
আমাদেরও তো অনেক বন্ধু হিন্দু আছে কৈ তাদের সাথে ধর্মযুদ্ধ নিয়ে আমাদের কোন দিন পার্থক্য বা বিতর্ক করে তাকে হেয় করিনি। যা ঘটে বা ঘটেছে ঐ রাজনীতিবিদদের নিজেদের সুবিধার কারণে....
জয়ের এই ধরনের বক্তব্য সুস্পস্ট ভাবে রাজনৈতিক সুবিধা আদায়ের লক্ষ্যে ধর্মীয় উসকানী মূলক ও দেশের সাম্প্রদায়িক সম্প্রীতিতে অবিশ্বাসের দেয়াল তৈরা করা।
যদিও জানি তার কোন প্রতিউত্তর বা প্রতিবাদ করার সাহস আমাদের সমাজের অনেকরই এখন নেই...বা করবেন না কারণ তিনিতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে.....
বিদেশে লেখাপড়া করলে বা সমাজে বাস করলে মানুষের উন্নত মানুষিকতা জন্মে,ভদ্রতা, নম্রতা শিখে কিন্তু জয় এখনও রয়ে গেছেন বালখিল্যতা ও পুরোনো মানুষিকতায়, যা খুবই দূঃখজনক....
এবার বিদেশ যাওয়ার আগে তিনি তিন দিনের মধ্যে চমক দেখাবেন ও আমার কাছে তথ্য আছে আগামীতে আবারও ক্ষমতায় আসবে বলে ব্যাপক সমালোচিত হয়েছিলেন।
তাই বলব উন্নত বাংলাদেশ গড়তে হলে আগে গড়তে হবে সবার কাছে গ্রহন যোগ্য নিজের ব্যক্তিত্ব্য ও উন্নত মানুষিকতা..
খালি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে বা অতিথি পাখি হলেই হবে না.....
ধন্যবাদ
৩০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৭
জহির উদদীন বলেছেন: আমারও একই প্রশ্ন থাকলো........ধন্যবাদ
২| ৩০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩৭
রাজীব দে সরকার বলেছেন:
আমি কোন দিন শুনিনি বা পত্রিকায় পড়িনি আমাদের বাংলাদেশের শিক্ষিত সমাজে বা দেশের কোথাও কোন ব্যক্তি তার পাশের বাড়ি/ফ্ল্যাটের মানুষটি হিন্দু বা অন্য ধর্মের বলে তাকে হেয় বা তার সাথে সুসম্পর্ক রাখেনি বা তাকে হত্যা করা বা তার সাথে ধর্মীয় বিষয়ে বিতর্কে জড়িয়ে মারামারিতে লিপ্ত হওয়া।
ভাইজান কি কানে একটু কম শোনেন? বা চোখের কোন সমস্যা?
৩৫০ এর বেশী হিন্দু মন্দির ভাঙ্গা কি কোন পত্রিকাতেই আসে নাই, পত্রিকার দাম বেশী না ভাই, ৮-১০ টাকা - একটু কিনে পড়েন
অথবা ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর হিন্দুদের উপর করা অত্যাচার, লুট, ধর্ষণ, হত্যা, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া - এগুলা কি আগফানিস্তানের লোকজন আইসা করছিলো?
৩০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫০
জহির উদদীন বলেছেন: আল্লাহর রহমতে আমি কম শুনিনা বা কম দেখিনা
আমি বলতে চেয়েছি আমার ও আপনার সমাজের কথা যেখানে রাজনীতি নাই হিন্ডু মুসলিম একই সাথে শান=তিতে বসবাস করছি.....
আর ঐ গুলি যা ঘটেছে সেটা রাজনীতির ফায়দার জন্য....আমি তা সমর্থন করি না......
আপনার পাশের বাসার কোন মুসলিম ভাই বা বোন আপনাকে কোনদিন আপনি হিন্দু বলে গালি বা হেয় করেছে.....?
আমি সেটা দেখতে বলেছি
৩| ৩০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৪
লবকুশ বলেছেন: ভাইজান কি কানে একটু কম শোনেন? বা চোখের কোন সমস্যা?
৩৫০ এর বেশী হিন্দু মন্দির ভাঙ্গা কি কোন পত্রিকাতেই আসে নাই, পত্রিকার দাম বেশী না ভাই, ৮-১০ টাকা - একটু কিনে পড়েন
অথবা ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর হিন্দুদের উপর করা অত্যাচার, লুট, ধর্ষণ, হত্যা, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া - এগুলা কি আগফানিস্তানের লোকজন আইসা করছিলো?
৪| ৩০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:০০
রাজীব দে সরকার বলেছেন:
দেশের বিভিন্ন জায়গায় হিন্দুদের উপর অত্যাচার করা হলো, ঘর-বাড়ি-দোকানে গতকালও আগুন দেওয়া হলো - আর আমি এই আনন্দে বসে থাকবো যে আমার পাশের বাড়ির/ফ্ল্যাটের কেউ আমাকে গালি দেয় নাই!!
একটু হাস্যকর হয়ে গেলো না!?
আপনি ভালো, আপনি কোন হিন্দুধর্মাবলম্বীকে গালি দেন না বা তার ক্ষতি করেন না - ঠিক আছে, কিন্তু এর মানে এই নয় যে গোটা দেশের চিত্রটা এই রকম
জয় কি বলছে সেইটা উস্কানি হইতে পারে
বাট ঐটা ফ্যাক্ট - বিএনপি জামায়াত শিবির কর্তৃক সংখ্যালঘু নির্যাতন প্রমাণিত সত্য
জয়ের কথা গোণার দরকার নাই
আমার কথা শোনেন এইবারঃ
বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে আর কেউ মরুক বা না মরুক
হিন্দুরা মরবে, মন্দির ভাঙ্গা হবে
৩০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৬
জহির উদদীন বলেছেন: আমি কোন বিতর্কে যাবো না তবুও বলব.....রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এটা আওয়ামীলীগও পরিকল্পিত ভাবে করতে পারে...একটু ভেবে দেখবেন।
৫| ৩০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:২৫
সেমিবস বলেছেন: যেমন মা তেমন ছেলে
Click This Link
৩০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৮
জহির উদদীন বলেছেন: মা কেমন একটু বলবেন.....
৬| ৩০ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫২
আ.র.জা বলেছেন: রাজীব দে সরকার বলেছেন:
আমার কথা শোনেন এইবারঃ
বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে আর কেউ মরুক বা না মরুক
হিন্দুরা মরবে, মন্দির ভাঙ্গা হবে
বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে হিন্দুরা মরবে, মন্দির ভাঙ্গা হবে। আর আওয়ামিলীগ কি করে। এরা কি হিন্দুদের উপর সম্পত্তি দখল, মন্দির ভাঙ্গা ইত্যাদি করে না? গত পাচ বছর আপনারা কি নিশ্চিন্ত ছিলেন।
আসল কথা হল আওয়ামীলীগও পরিকল্পিত ভাবে হিন্দুদের উপর অত্যাচার করে। কিন্তু আপনারা রাজনৈতিক কারনে সেটা বলেন না। এভাবে ক্ষতি কিন্তু আপনাদেরই হচ্ছে।
সত্যকে স্বীকার করুন।
৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:২৭
জহির উদদীন বলেছেন: ক্যামনে বুঝাই বলেন...মানুষ এত্ত বুদাই হয় কি করে..বলি একটা বুঝা নিজের ক্ষতিটা........
৭| ৩০ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০১
ম.র.নি বলেছেন: আবালেরা জয়ের স্টান্টবাজী কবে বুজবে?
৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:২৬
জহির উদদীন বলেছেন: BAL=Bangladesh Awami League
৮| ৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৩
রাজীব দে সরকার বলেছেন:
@আ.র.জা
বোকার মতো কথা বললেন
আমি কখন বললাম যে আওয়ামীলীগ দ্বারা কোনদিনও হিন্দুদের ক্ষতি হয় নি, তবে ২০০১ এ যা হয়েছে, ২০১৩ তে যা হয়েছে, এই সব ন্যাক্কারজনক ঘটনার জন্য কোন দল দায়ী?
আশা করি শুভবুদ্ধির উদয় হবে আপনার
@লেখক,
অন্যের মন্তব্যে কথা না বলে আমার কথার উত্তর দিন
উত্তর দেবার সাহস না থাকলে অযথা ব্লগিং করবেন না
৯| ৩১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৬
আ.র.জা বলেছেন:
রাজীব দে সরকার বলেছেন:
@আ.র.জা
বোকার মতো কথা বললেন
আমি কখন বললাম যে আওয়ামীলীগ দ্বারা কোনদিনও হিন্দুদের ক্ষতি হয় নি, তবে ২০০১ এ যা হয়েছে, ২০১৩ তে যা হয়েছে, এই সব ন্যাক্কারজনক ঘটনার জন্য কোন দল দায়ী?
আশা করি শুভবুদ্ধির উদয় হবে আপনার
শুভবুদ্ধির উদয় হওয়া দরকার আপনাদের। বিএনপি-জামাত অত্যাচার করলে প্রতিবাদ করেন কিন্তু আওয়ামিলীগ মারলে আপনারা চুপ করে থাকেন কেন?
সামনে বিএনপি আসলে অনেক মারবে আর আওয়ামিলীগ আসলে বুঝি হিন্দুদের ছেড়ে দিবে।
দলাদলি ছেড়ে যদি আপনারা আধিকার নিয়ে সোচ্চার হতেন তাহলে আপনারা আরো ভাল থাকতে পারতেন।
১০| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ১:০৬
রাজীব দে সরকার বলেছেন:
জীবনে কোনদিন কোন হিন্দু মন্দির ভাঙ্গার প্রতিবাদ করেছেন?
দালালী করে পোস্ট দিয়েছেন আপনি
আর আমাকে আমাদের ভাল-মন্দ বোঝান?!
আপনার মতো দলকানা মানুষের সাথে কথা বলাই বৃথা
১১| ০২ রা নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫৩
আ.র.জা বলেছেন:
কোন নির্দিস্ট দলকে আমি সার্পোট করিনা। দেশের স্বার্থ যে দল রক্ষা করবে আমি তাকেই সার্পোট করব।
মন্দির ভাংগা বা সংখ্যালঘু নির্যাতনকে আমি নিন্দা জানাই। আপনাদের অধিকার রক্ষা আন্দোলনে আমি পাশে আছি। শুধু আমি না অনেককেই আপনি পাবেন। একটা মানবিক সমস্যা নিয়ে কোন রাজনীতি করা ঠিক না। ভাল থাকবেন।
১২| ০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ২:০৩
রাজীব দে সরকার বলেছেন: বিএনপি-জামাত অত্যাচার করলে প্রতিবাদ করেন কিন্তু আওয়ামিলীগ মারলে আপনারা চুপ করে থাকেন কেন?
এই মন্তব্য পড়ে আর যাই মনে হোক, এটা মনে হয় না যে হিন্দুদের অত্যাচার আপনাকে নাড়া দেয় - বরং আপনি পড়ে আছেন বিএনপি-আওয়ামীলীগ নিয়ে
অধিকার রক্ষা আন্দোলনে প্রকৃত বন্ধু চাই
১৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১০
আ.র.জা বলেছেন:
@ রাজীব দে সরেকার
আমার মনে হয়, বাংলাদেশে সংখ্যালঘু অধিকার আন্দোলন অতিমাত্রায় রাজনীতিকরনে আচ্ছন্ন। এজন্য অনেকে এই ব্যাপারে আগ্রহ হারায়। সব মানু্ষ এক হয় না।
অন্যদিকে অধিকার হরনকারীরা একতাবদ্ধ কেননা তাদের লক্ষ্য ও উদ্দেশ্য এক। তাদের দলে সব দলের লোক পাওয়া যায়।
১৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ৯:০২
রাজীব দে সরকার বলেছেন: @আ.র.জা
আপনার মনে হওয়া আপনার কাছেই রাখেন
আপনার মন্তব্যে আপনাকেও ঐ দলেরই একজন মনে হয়
দূরে থাকেন
১৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ৯:২৮
বশর সিদ্দিকী বলেছেন: @রাজীবদে সরকার
বাংলাদেশে সংখালঘুদের নিয়ে আম্লিগ যতটা রাজনিতি করে অন্যকোন দল এবং সংখ্যালঘুরা নিজেরাও এতটা করে না।
আর কিছুদনি আগে পাবনায় মন্দির ভাঙার পর যুবলিগের নেতাকে গ্রেফতারের পর পাগল বলে ছেরে দেয়া হল তখন আপনার এত হম্বিতম্বি কইছিল।
আমার জানামতে বাংলাদেশে আম্লিগ সবচেয়ে বেশি সংখ্যালঘু নির্যাতন করেছে। বিএনপি জামাত না।
১৬| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৩৯
রাজীব দে সরকার বলেছেন:
@bashor_17
এইখানেও দালালী করতে আসছিস রে ছাগল
এইটা তো তোর জেলে থাকা বাপদের ইস্যু না!
"আমার জানামতে বাংলাদেশে আম্লিগ সবচেয়ে বেশি সংখ্যালঘু নির্যাতন করেছে। বিএনপি জামাত না"
ছাগল রে, ২০০১ সালে তোর বয়স কতো ছিলো?!
১৭| ০৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩৯
আ.র.জা বলেছেন: @রাজীব দে সরকার
হায়রে কপাল, আমাকে নির্যাতনকারীদের দলে ফেলে দিলেন। আপনার মত বদ্ধ দলপ্রেমীর সাথে তর্ক করে তো কোন লাভ নাই। ভাল থাকেন আপনার দল এবং সম্প্রদায় নিয়ে।
©somewhere in net ltd.
১| ৩০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১১
উযায়র বলেছেন: তারা ক্ষমতায় এলে শুধু আওয়ামী লীগ নয়, হিন্দু, সুশীল সমাজ সবাইকে মারবে। উড়িয়ে দেবে।
দেশের সুশীলরা কি আওয়ামী + হিন্দু বান্ধব ?