নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার জন্য একমাত্র আল্লাহ পাকই যথেষ্ঠ........
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বিএনপির প্রতি ঘৃণা প্রকাশ করে বলেন, ‘বিএনপির প্রতি আমার এমন ঘৃণা হচ্ছে যে এরা মানুষের জাত না, বিরোধী দল তো দূরের কথা। এরা সন্ত্রাসী দল। এরা মানুষের জাত না। তাঁদের কঠিন শাস্তি হওয়া উচিত, কঠিন শাস্তি হওয়া উচিত। আশা করি, এ ধরনের ঘটনা এ দেশে কখনো ঘটবে না। তা ছাড়া আমার বলার কিছুই নেই।’
প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় জমিদারের মতো আচরণ করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
অন্য দিকে পাপিয়া বলেছেন, জয়ের এই মায়াকান্না, মিথ্যাচারে দেশের মানুষের মন গলবে না। তার মা (শেখ হাসিনা) যেমন মায়াকান্না কাঁদতে জানেন, ছেলেও মায়ের কাছ থেকে মন ভোলানো মায়াকান্না শিখেছেন।
এই মন্তব্যের জন্য কি রিজভী ও পাপিয়ার ৬মাসের জেল হবে....?
আওয়ামীলীগ কথায় কথায় সংবিধানের দোহাই দিয়ে মুখে ফেনা তুলে ফেলেছে.....এখন তারাই তাদের মন খুশি তৈরী করা এই সংবিধানের কোপানলে পড়ে গেছেন....যদিও তারা এটা মানছে না।
খালেদা জিয়া সতর্ক করে দিয়ে বলেছিলেন যে গর্ত আপনার খুড়ছে তাতে আপনারাই পড়বেন....
মির্জা ফকরুল ইসলাম আলমগীরও যথার্থ বলেছেন সরকার মন্ত্রীদের পদত্যাগের এই ছেলেমানুষির নাটক সংকট সমাধানের পথকে আরো সংকটময় করে ফেলেছে।
দেখা যাচ্ছে যারা সংবিধান প্রনয়ন করলেন তারাই সংবিধান মানেন না কিন্তু তারাই কেন জনগণ ও বিরোধীদের পুলিশ দিয়ে এই সংবিধান মানতে বাধ্য করেন...?
২| ১৩ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫৫
ঢাকাবাসী বলেছেন: আম্লী.. দেশটাকে তো নিজের মাতুল সম্পত্তি আর নানার দেশই মনে করে, কারো আপত্তি থাকলে কি আসে যায়!
©somewhere in net ltd.
১| ১৩ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪৪
নিষ্কর্মা বলেছেন: জয় যা যা করছে, তাকে বাঙলা ভাষায় বললে বলা যায়, সে আমেরিকার খেলুড়ে বালক (Play Boy)। এখানে সে তেমন আচরনই করছে, যা সে ঐ দেশে করে এসেছে।
তার মনে রাখা দরকার, এটা তার বাপের বা মায়ের একার দেশ না। এই দেশ ১৬ কোটি মানুষের। তার কথাই ঠিক, আর বাদবাকীদের কথা বেঠিক, এই ভাবনা তাকে তার মাথা থেকে এখুনিই ঝেড়ে ফেলতে হবে।