নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার জন্যএকমাত্র মহান আল্লাহ পাকই যথেষ্ঠ.....

জহির উদদীন

আমার জন্য একমাত্র আল্লাহ পাকই যথেষ্ঠ........

জহির উদদীন › বিস্তারিত পোস্টঃ

হে আওয়ামীলীগ!!ভারতের কাছে আর কত দাসত্বের প্রমান দিতে হবে....?

২৩ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৬



ভারতের অভিজ্ঞতাহীন কোম্পানি পেল ঢাকার মেট্রোরেলের কাজ!

বাংলাদেশের জনগণকে অভিহিত না করেই ঢাকার মেট্রোরেল স্থাপনে ভারতের সাথে গোপনে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ সরকার।

কাজ পাইয়ে দেয়া হয়েছে দিল্লী মেট্রো রেল কর্পোরেশন নামক আন্তর্জাতিক অভিজ্ঞতাহীন একটি প্রতিষ্ঠানকে।

Click This Link



একের পর এক চলছে ভারতকে একচেটিয়া সুবিধা প্রদান আর বাংলাদেশের দাসত্বের প্রমান, এই সব চুক্তিতে কি পেয়েছে বাংলাদেশ ভারত থেকে। আজ পর্যন্ত পানির ন্যায্য হিস্যা আদায় করতে পারেনি, পারেনি বন্ধ করতে বিএসএফ কর্তৃক বাংলাদেশীদের হত্যা করা।

আজ নির্লজ্জের মতো প্রকাশ্যে আমাদের আভ্যন্তীরণ রাজনীতিতে ভারতের হস্তক্ষেপ।

কোথায় সেই গেল আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা...?

কোথায় সেই গেল স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাধারী ও মুখোশধারীরা...?

কোথায় সেই গেল স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাধারী শাহবাগের গণজাগরণ উল্লাসীরা....?

নাকি তাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা মানে শুধুই জামায়াত ও পাকিস্তান বিরোধীতা.....?

টিনের চশমা পড়ে মাতৃভক্তি, দেশভক্তি দেখানো যায়....কারণ এগুলো ভন্ডামী ছাড়া আর কিছুই নয়....



কেউ বলতে কি পারবেন এসব চুক্তি করার আগে সরকার একবারের জন্য হলেও সংসদে উন্মুক্ত আলোচনা করেছে, না।

সব কিছুই করেছে পর্দার অন্তরালে....যেমন



রামপাল বিদ্যুৎ প্ল্যান্টসহ সুন্দরবন কেন্দ্রিক প্রকল্পঃ





তিতাস নদী মাঝে বাঁধঃ





টিপাই মুখী বাঁধঃ





ফেলানী হত্যাঃ





নদী সমস্যাঃ







নাকি সর্বোপরি.....এমনটিই....?





ধন্যবাদ















মন্তব্য ২১ টি রেটিং +০/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১৯

জিনিয়াস_মাহ্ফুজ বলেছেন: আহা- কতদিন এমন লিখা পড়িনা! যাক, আজ পরলাম, ভাল লাগছে! ভেবেছিলাম সব শাহবাগী দেশপ্রেকিকের ভিড়ে আমাদের দেশপ্রেম আর কতটুকু? তাই কখনোও লিখার সাহস করিনা। তারা এখন কোথায়? তার
কি শুধু রাজাকারদের বিচার চায়-আর কোনো দাবী-দাওয়া নেই? দেশ
ভারতের হাতে বিক্রি হলেও তাদের কিচ্ছু আসে যায়না!-
এই প্রসঙ্গঃত একটি উক্তি লিখলাম-

ভারতের দালাল (বাঙালিবেষী)ঃ পাকিস্থান আমাদের ক্ষতি করেছে, শোষন করেছে, ওদের সাপোর্ট করা যাবেনা।
আমিঃ তাহলে কার সাপোর্ট নিবা?
ভারতের দালাল (বাঙালিবেষী)ঃ কেনো, ইন্ডিয়া?- ওরা আমদের প্রকৃত
বন্ধু। ইন্ডিয়া না থাকলে আমরা না খেয়ে মারা যেতাম।
(নাউযুবিল্লাহ)
আমিঃ তাহলে পাকিস্থানই শুধু আমাদের ** মারছে, ভারত মারেনা?
{একটু ভেবে}
ভারতের দালাল (বাঙালিবেষী)ঃ মারে, সুযোগ দিলেতো মারবোই।
আমিঃ আর পাকিস্থানিরা কি কষ্ট করে সুযোগ তৈরি করে তারপর বাঙ্গালির
** মারছে?
তারপর আমি আবার ওকে বলি- ও জাতি ভাই ** মারলে কও না সমস্যা
নাই- বাপেই তো মারছে, আর অন্যরা ** মারলেই দোষ?

এরপর ওই জারজ, আমার কথার উত্তর দিতে পারেনি।

এখন কথা হচ্ছে- এরকম দেশ প্রেমিক থাকলে তো সমস্যা। নিজেকে এই
দেশে উদ্বাস্তু মনে হয়। মনে হয় পুরা দেশটাই ওদের ও ওরাই দেশের সাচ্চা
প্রেমিক! আমরা ভাষা পানা।

২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:১১

জহির উদদীন বলেছেন:

২| ২৩ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:২২

সরলপাঠ বলেছেন: কেন এই এক তরফা সেবাদাসী, এখানে দেখুন: Click This Link

২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:১৪

জহির উদদীন বলেছেন: ভালো.....ধন্যবাদ

৩| ২৩ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪০

মদন বলেছেন: প্রিয়তে নিলাম।

২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:১৬

জহির উদদীন বলেছেন: পোষ্টকে নয় দেশকে প্রিয়তে নিন...ধন্যবাদ

৪| ২৩ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: তাই তো জনতা নয়, জনঘনের মত নয়- তাদের প্রভূর চরণ ধরে পড়ে আছে- তারাই খেমতায় এনে দেবে?????


জনতার চাওয়ার বুকে শতশত লাশ বিছীয়ে আওয়ামীলিগ ক্ষমতার স্বপ্নে বিভোর!!!!!!


এ স্বপ্ন খুব দ্রুতই ভাংবে X( X( X( X(

২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:২১

জহির উদদীন বলেছেন: নূর হোসেন ও ডঃমিলন হত্যার প্টড়িবাদে মানুষ পথে নেমে এসেছিল আর গত ৬মাসে কমপক্ষে ২০০ মানুষ গুলি করে হত্যা করা হয়েছে তবু আমরা গনতন্ত্রের তৃপ্তীর ঢেঁকুর তুলছি কেউ প্রতিবাদ করছি না.....মুক্তিযুদ্ধের জাতিকে আজ ভীতু জাতিতে পরিনত করা হয়েছে......ধন্যবাদ

৫| ২৩ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৩

জিনিয়াস_মাহ্ফুজ বলেছেন: বিদ্রোহী ভৃগু-ভাই ভাঙার তো কোন লক্ষণই দেখিনা। কে ভাঙবে ???

২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩৪

জহির উদদীন বলেছেন: দরকার একজন......

৬| ২৩ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৬

সাইবার অভিযত্রী বলেছেন: সর্বোপরি.....এমনটিই

আন্দোলণে কাজ হবে না, সারা দুনিয়া সেকুলারের পক্ষে ।

আল্লাহ আল্লাহ করেন, আল্লাহই ভরসা ।

২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩৫

জহির উদদীন বলেছেন: মহান আল্লাহ পাক আমাদের এই দুরাবস্থা থেকে রক্ষা করবেন....আমীন

৭| ২৩ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: জিনিয়াস_মাহ্ফুজ বলেছেন: বিদ্রোহী ভৃগু-ভাই ভাঙার তো কোন লক্ষণই দেখিনা। কে ভাঙবে ???

@জি_মা ভাই, পতনের আগ মুহুর্তে কোন স্বৈরাচারই ভাবেনা সে পতিত হচ্ছে!!!

অতীত থেকে সাম্প্রতিক!!! হোসনী মোবারক!

তাই আপাত যা দূর্ভেদ্য মনে হচ্ছে- কাল তা ভঙ্গুর দেখে অবাক হতে নেই।

নিশ্চয়ই একজন মহা কৌশলি আছেন- যিনি দুর্বলদের ও জিতিয়ে দিয়েছেন দেন, দিতে পারেন।

আমরা অসহায় আম-জনতা সেই অপেক্ষায়। তিনি রাতকে দিন করেন।পলকে বাদশাকে ফকির করেন।....

২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩৭

জহির উদদীন বলেছেন: ধন্যবাদ

৮| ২৩ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

সেমিবস বলেছেন: দেশটার মালিক তো আপনি-আমি নই, তথাকথিত রাজনীতিবিদরা যাদের একগুয়েমিতে দেশ রসাতলে যাচ্ছে..................

২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩৭

জহির উদদীন বলেছেন: দেশটার মালিক তো আপনি-আমি নই, মালিক মহান আল্লাহ পাক, তিনিই আমাদের রক্ষা করবেন.....

৯| ২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:১৪

ঢাকাবাসী বলেছেন: ভারতপ্রীতির পাশাপাশি মোটা রুপির (ডলারে পেমেন্ট) কমিশনের লোভটাও এখানে কাজ করেছে।

২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৪

জহির উদদীন বলেছেন:

১০| ২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০০

রাসেল মাহমুদ মাসুম বলেছেন: ভারতের দালাল দের সামাজিক ভাবে বয়কট করতে হবে।

২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩৮

জহির উদদীন বলেছেন:

১১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চরম হইছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.