নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার জন্যএকমাত্র মহান আল্লাহ পাকই যথেষ্ঠ.....

জহির উদদীন

আমার জন্য একমাত্র আল্লাহ পাকই যথেষ্ঠ........

জহির উদদীন › বিস্তারিত পোস্টঃ

এটা মিথ্যাচার নয় কি.....?

২৫ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩০



ক্ষমা চেয়ে নিচ্ছে আমি ভুলও হতে পারি কিন্তু আপনাদের কাছ থেকে জেনে নিশ্চিত হতে চাই.....গতকাল টেলিভিশের ব্রেকিং নিউজ এ দেখলাম জাতিসংঘ মহাসচিব বান কি মুন নাকি প্রধানমন্ত্রীর কাছে টেলিফোন করে আরো ১ব্যাটালিয়ন বাংলাদেশি আর্মি মানে পিস কিপিং আর্মি চেয়েছেন...প্রায় সব টিভিতেই এটি প্রচার করা হয়েছে...আপনারাও কম বেশী দেখে থাকবেন....

কিন্তু আমার কথা হচ্ছে মাত্র ১ব্যাটালিয়ন পিস কিপিং আর্মি চাইতে জাতিসংঘ মহাসচিব বান কি মুন কেন সরাসরি ফোন করবেন....? এই বিষয়ে জাতিসংঘে কি আর কোন প্রশাসনিক কর্মকর্তা নাই বা বাংলাদেশী জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি নাই।

অবশ্যই আছে কেননা পিস কিপিং আর্মি পাঠানো এটা একটা চলমান প্রক্রিয়া সেটা আমাদের দেশে যে সরকারই থাকুক না কেন।

পূর্বে কখনোই এমনটা শুনা যায় নাই পিস কিপিং আর্মি চাইতে জাতিসংঘ মহাসচিব সরাসরি আমাদের দেশের প্রধানমন্ত্রীর কাছে ফোন করে অনুরোধ করেন।

আসলে সুদানে সৈন্য পাঠানোর গল্পটা পুরাতন। এটা ৩ দিন আগেই জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি মোমেন সাহেব করেছিলেন।

তাই সেনাপ্রধানের উপস্থিতিতে প্রধানমন্ত্রীর বান কি মুনের সঙ্গে কথা বলেছেন, এটা মিথ্যা প্রচারণা। এমনটা কখনও হয় না। সেনাপ্রধান তো আর প্রধানমন্ত্রীর এডিসি নন, যে প্রধানমন্ত্রীর ফোনের সময় পাশে বসে থাকবে! এটা খুব সস্তা রাজনীতি! আর জাতিসংঘের মহাসচিব কখনো কোনো দেশে ফোনে করে সৈন্য আর অস্ত্র চায় না। এর জন্য প্রশাসনিক কর্মকর্তা আছে, কয়েকজন সহকারী মহাসচিব আছেন।



গল্পটা বানানোর সময় হুশ ছিল না যে ২৪ তারিখ সন্ধ্যা সাড়ে ৭টায় যখন ফোন মহাসচিব করেছিল নিউইয়র্কে তখন কয়টা বাজে! ঢাকায় যখন সন্ধ্যা সাড়ে ৭ টা, তখন নিউইয়র্কে টাইম হয় সকাল সাড়ে ৮টা। অথচ বান কি মুনের অফিস শুরু হয় সকাল সাড়ে ৯টায়। তাহলে কি বান কি মুন রান্না ঘর থেকে নাকি টয়লেট থেকে ফোন দিয়েছিল...?



আসলে সরকার কৌশলে বোঝাতে চাইছে জাতিসংঘ মহাসচিব বান কি মুন তাদের বর্তমান কর্মে সন্তুস্ঠ বা জাতিসংঘের সাথে সরকারে সম্পর্ক স্বাভাবিক।

তবে আশা করি মিথ্যা সহসাই দূর হবে- সত্য উদ্ভাসিত হবে।

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৮

মোঃ আনারুল ইসলাম বলেছেন: সবই রাজনীতির মাইর প্যাঁচ

২৫ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৯

জহির উদদীন বলেছেন: সব কিছু নিয়ে মারপ্যাচঁ করতে গেলে হিতে বিপরীত হতে পারে....

২| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৩

মুদ্‌দাকির বলেছেন: এর মানে জাতিসংঘের আমাদের প্রধান মন্ত্রির সাহাজ্য ছাড়া চলে না !! =p~ =p~ =p~ =p~

২৫ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১১

জহির উদদীন বলেছেন: জটিল বলেছেন....জাতিসংঘ প্রধানমন্ত্রীর কাছে ধরা যেমন মহাধরা খাইছি আমরা.....

৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৭

দূষ্ট বালক বলেছেন: কঠিন এক মিথ্যাচারের রাজনীতীতে ঘুরপাক খাচ্ছি আমরা

২৫ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১১

জহির উদদীন বলেছেন: একদিন খাবে হাম্বালীগ.....

৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৩

সাজিদনজরুল বলেছেন: sexhasina koyle hasa kota koyse. Sexbahinir prodhan ken kosom koyra kota koy na

২৫ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১২

জহির উদদীন বলেছেন: লজ্জা পেলাম....

৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৮

খাটাস বলেছেন: যুক্তি আছে, তবে সত্যি টা জানার জন্য অপেক্ষায় রইলাম। আশা করি, প্রক্রিয়া টা সম্পর্কে কেও বিস্তারিত জানিয়ে যাবেন।

৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০৬

হাসিব০৭ বলেছেন: =p~ =p~ =p~ =p~মিথ্যার জাহাজের কাছ থেকে এর চেয়ে বেশী কিছু কি আশা করা যায়?

৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১১

েফরারী এই মনটা আমার বলেছেন: Politics অর্থ রাজনীতি মানেই মিথ্যাচার আর ধোঁকাবাজি।Politisian অর্থ রাজনীতিডিদ মােন মিথ্যুক আর ধোকাবাজ ।

৮| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৮

কলাবাগান১ বলেছেন: উনি তো নিউইয়র্ক থেকে ফোন করেন নাই

৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৯

কলাবাগান১ বলেছেন: নিউইয়র্ক থেকেই ফোন করেছেন।

১০| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪২

তিক্তভাষী বলেছেন: এবার বোধ হয় জাতিসংঘের নর্থ নর্থ(!) পুরস্কারটা পেয়েই যাবেন তিনি। :P

@ কি বলেন কলাবাগান১?

১১| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৫

সাজিদসামহয়ার বলেছেন: হিটলারের ছিল গোয়েব্লস আর হাসিনার আছে ইনু

২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪৪

জহির উদদীন বলেছেন:

১২| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৩০

কলাবাগান১ বলেছেন: মিথ্যাচার হলে জাতিসংঘের ঢাকা অফিস প্রতিবাদ জানালেই তো পারে..... উনারা তো ঢাকার সংবাদপত্র/টিভি দেখেন

২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪২

জহির উদদীন বলেছেন: আর প্রতিবাদ.....হাম্বালীগ কোন প্রতিবাদই কাউকে করতে দিবে না তারা যা বলে তাই আজ আইন......তবে এ অবস্থাই তাদের বুমেরাং হবে নিশ্চিত.....তখন আপনারাই আবার নীতি কথা বলে কান্দাকান্দি করবেন.........

১৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৩১

কলাবাগান১ বলেছেন: ১২ই ডিসেম্বরের ফোন বান কি মুন সাউথ আফ্রিকা থেকে করেছিলেন..... আমি সেই কলের সাথে এই কলকে গুলিয়ে ফেলেছিলাম......

২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:২২

জহির উদদীন বলেছেন: গরু হারালে এমনই হয়....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.