![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখাটা কোন গল্প নয়, জিবনের এক বাস্তব কাহিনী । আমি সাধারন একজন মানুষ, আজ আমি প্রথম লিখছি জানিনা লেখাটা হবে কিনা ।
গতকালের কথা, আমার সদ্য নবজাত ছেলে-কে নিয়ে আমি ধানমন্ডির একটি ক্লিনিক এ যাই । ঠিক সন্ধ্যা ৭ টার দিকে ডাক্তারের চেম্বার থেকে বের হয়ে একটি ক্যাব নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হই । (বলে রাখা ভাল আমি ধানমন্ডি থেকে মিরপুর কাজিপাড়া যাচ্ছিলাম আমার বাসায় ) সন্ধ্যায় কিছুটা ফাকা থাকায় খুব মানিক মিয়া এভিনিউ এর সিগন্যালে এসে দাড়ায় । কিন্তু এখানে বেশ কিছু সময় অপেক্ষা করতে হয় ।আমাদের দেশের একটা সাধারন ব্যপার সিগন্যালে দাড়ালে কিছু লোক আসে ভিক্ষা চাইতে, কিছু লোক আসে বাদাম বা পপ কর্ন বিক্রয় করতে ।
ঠিক সে সময় হঠাৎ করে ১০/১২ বছরের একটা ছেলে এসে চকলেট বিক্রয় করার জন্য । ছেলেটার দেহ লিকলিকে, ভাল করে কথা বলতে পারছে না । তো আমি তাকে পকেটে থাকা কিছু খুচরা টাকা দিয়ে দেই ।ছেলেটি সাথে সাথে আমাকে দুই-টা চকলেট দেয় । আমি তাকে বলি চকলেট লাগবে না তুমি নিয়ে যাও । কিন্তু ছেলেটি চকলেট না দিয়ে যাবে না । আমি তাকে বার বার চকলেটি গুলো ফেরত দিতেই সে নেবে না বলে জানালো । আমি তাকে চকলেট গুলো খেথত বলি কিন্তু সে ইসারায় এবং হালকা শব্দে বোঝালো আমি তো খাই । এবং সে চকলেট গুলো জানালা দিয়ে আমাকে দিয়ে চলে গেল ।
এর কিছু পর এক মধ্যবয়সি লোক ভিক্ষা চাইতে এলেন, আমি তাকে বারন করার সাথে সাথে তিনি আমার উপর রাগ করে কি যেন বলতে বলতে চলে গেলেন ।সে যাই হোক গল্পটা এখানে শেষ না - এখানে একটা শিখার ব্যপার আছে ।
আমরা মানুষ কে ভিক্ষা দিতে ভালবাসি , কর্ম করতে উৎসাহ দেইনা ।ঐ মধ্যবয়সি লোক থেকে ছেলেটা অনেক র্দুবল কিন্তু সে ভিক্ষা করে না । সে কষ্ঠ করে উর্পাযন করে দিন যাপন করে ।সালাম ঐ ছেলেটাকে যে আমাকে অনেকটা অপমান করে ব্যপার টা উপলোব্ধি করতে সাহায্য করলো । আমাদের এমন লোক দরকার যা দেখে আমরা কিছু শিখতে পারি ।
ভিক্ষাবৃত্তি টা আমাদের রন্ধে রন্ধে মিশে গিয়েছে, আমাদের এই সংস্কিৃতি থেকে ফিরে আসতে হবে তবে দেশের উন্নতি যদি হয় ।
রিয়াদ ফেরারী
৩০-০৪-২০১৩
©somewhere in net ltd.
১|
৩০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৯
xp বলেছেন: সুন্দর হয়েছে ।