![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাপকে ঘৃণা করি, পাপীকে নয় .কথাটা অনেক সুন্দর কিন্তু কথার সাথে অনেক কিছুর মিল নেই । আমরা প্রতিনিয়ত কথাটা বলে থাকি কিন্তু কাজের বেলায় পাপী-কে বিচার করা হয় ।পাপ একটা শব্দ মাত্র যা কোন বর্ণ নেই, আকার নেই , নেই কোন ঘ্রান । কিন্তু পাপ কার্য যে সম্পর্ণ করলেন আমরা তাকে শাস্তি প্রদান করি ।
যাই হোক মুল লেখায় আসি গত কয়েক দিন ধরে বাংলাধেশ ক্রিকেটের উপর এক কাল-বৈশাখী ঝড় বয়ে যাচ্ছে মোঃআসরাফুল কে নিয়ে ।আমি লিখতে চাইনি কারন আমি কোন লেখক না ।
পৃথিবীতে অনেক দেশেই আসরাফুলের মত ম্যাচ ফিক্সিং এর সাথে জরিত খেলোয়ার রয়েছে । মোঃ আসরাফুল নিজ থেকে না হলেও জেরার মুখে মুখে সব খুলে বলেন । তার কথাতে আরো কিছু লোকের নাম চলে আসে যা আমরা কম বেশী সবাই জানি ।
কথা হল কেবল আসরাফুল নয় তার সাথে আরো যারা জরিত তাদের বিচার করতে হবে । প্রয়োজনে খালেদ মাসুদ, খালেদ মাহমুদ , মোঃ রফিক সহ ঢাকা গ্লাডিয়ারস এর সত্তাধীকারী সহ সংশ্লিস্ঠ সবাইকে প্রচলিত আইনের মাধ্যমে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীকে বিচারের ব্যবস্থা করতে হবে ।
রিয়াদ ফেরারী
©somewhere in net ltd.