![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ ও আমি রাত জেগে থাকি
তোমার আসায় আকাশ পানে
আজ ও আমি গান লিখে থাকি
তোমার কথা ভেবে আনমনে
আজ ও আমি স্বপ্ন দেখে যাই
তোমার সৃতির চিলেকোঠায়
আজ ও আমি ভালবাসি তোমায়
তোমার ভালবাসার অশ্রু ফোটায়
©somewhere in net ltd.