![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তার বুকের আলিঙ্গনে লুকিয়ে তুমি ভাবছো কি আমার কথা
তার চোখে চোখ রেখে তোমার মনে পরছে কি আমার কথা
না কোন বিরহের গান গেয়ে তুমি দিচ্ছো সান্তনা মনের
নয়নের জল মুছে তুমি করছো উপহাস --------
ও মৌসুমি তোমার কথা জেনে আমি কান্নায় ভেঙ্গে ছিলাম
ও মৌসুমি বল কার তুমি নাকি ভূল হয়ে গেল আমার ।
তার সুখের ঘরণী হয়ে তুমি আজ ভাবছো কি আমার কথা
তার মনের মুকুরে তুমি লুকিয়ে মনে পরছে কি আমার কথা
তার দু-হাত ধরে কথা দিলে রাখবে না তুমি আমার মনের
লক্ষ সৃতি আকরে ধরে তুমি করছো অনুতাপ
ও মৌসুমি তোমার কথা জেনে আমি কান্নায় ভেঙ্গে ছিলাম
ও মৌসুমি বল কার তুমি নাকি ভূল হয়ে গেল আমার ।
তার বুকের আলিঙ্গনে লুকিয়ে তুমি ভাবছো কি আমার কথা
তার চোখে চোখ রেখে তোমার মনে পরছে কি আমার কথা
না কোন বিরহের গান গেয়ে তুমি দিচ্ছো সান্তনা মনের
নয়নের জল মুছে তুমি করছো উপহাস --------
ও মৌসুমি তোমার কথা জেনে আমি কান্নায় ভেঙ্গে ছিলাম
ও মৌসুমি বল কার তুমি নাকি ভূল হয়ে গেল আমার ।
©somewhere in net ltd.