![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ও আমার কিশোর বেলা
কেন তোমায় হারালাম আমি
পাবো না আর ফিরে আসতে
বুক ভরে তোমায় ভালবাসতে ।
বর্ষা বেলায় খুব ভোরে
আকাশ পানে মেঘের সাথে
জানালার ফাকা দিয়ে আনমনে
এখনো ভাবি আমি তোমায় ।
হেমন্তের ধানের ঘ্রাণে
খুজি তোমায় পরন্ত বিকেলে
সত্য এটা যে আর পাবো না
কিশোর বেলার সেই ভাবনা ।
রিয়াদ ফেরারী
©somewhere in net ltd.