![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখন তোমার মনের আকাশ
ভরবে কালো মেঘে,
দেখি আমি আকাশটা-কে
সারা রাত্রী জেগে ।
চলে গেলে তুমি আমায় ফেলে
আনেক দুরের দেশে,
হয়তো মোদের দেখা হবে
নতুন কোন বেশে ।
পারো বলতে নেই তুমি
সুখি আমায় ফেলে,
হঠাৎ কেন বিজলি ঝড়ে
আমায় ফেলে গেলে ।
আছি আমি তোমার আসায়
আসবে তুমি ফিরে,
ভূল ভাঙ্গবে যখন তোমার
এসো আমার নীড়ে ।
রিয়াদ ফেরারী
২০-০১-২০১৪
©somewhere in net ltd.