![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি হয়তো দেখবে না আর
আমার চোখের জল
হৃদয় ভেঙ্গে গেলে তুমি
কান্না আমার ফল ।
শুরু তুমি করেছিলে
আমায় ভালবেসে
আমার ভালবাসা এখন
বিদ্রুপ করে হেসে ।
সব-সময়ে বলতে তুমি
আমায় ভালবাসো
যত বাধা তোমার থাক
আমার কাছে এসো ।
জানবো আমি তুমি আমায়
ভালবাসবে না আর
তবুও তোমার জন্য আমার
এই হাহাকার ।।
রিয়াদ ফেরারী
©somewhere in net ltd.