![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাইরেনের ব্যবহার বা সাইরেন কি কারনে ব্যবহার করা হয় তা কি আমরা সবাই ভাল করে জানি ?
ছোট বেলায় আব্বা বলতেন সাইরেন হল অতি-জরূরী সময়ে ব্যবহারে বাশি । আমরা দেখিছি আগুন লাগলে, অসুস্থ রোগী আনা-নেয়ার সময় তা ব্যবহার করা হতো । কিন্তু এখন সাইরেন ব্যবহার করা যেন একটা হারের ফ্যাসান হয়ে গেছে । আমি দু-এক টা ঘটনা বলি তাহলে আরো পরিস্কার হবে বলাটা ।
গত ০১/০৪/২০১৪ ইং তারিখে আমি মিরপুর থেকে খামার বাড়ী যাচ্ছিলাম , বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে এর কাছে আসতে আমি জ্যামে পরে যাই । জ্যামটি ছিল স্বাভাবীক জ্যাম যা হয়তো সর্বচ্চ ২ মিনিটের মদ্ধে কেটে যাবার কথা । ঠিক সেই সময় আমার রিক্সার পিছ থেকে এক কালো সরকারী গাড়ি বিশেষ সাইরেন দিতে শুরু করলো । আমি ফিরে গাড়ির দিকে চেয়ে দেখি , গাড়িতে কোন ভি আই পি নেই কেবল ড্রাইভার একা এবং সাইরেন দিয়েই যাচ্ছে । আমি তাকে সাইরেন অফ করতে অনুরোধ করি কিন্তু তিনি চেতে যান ্ পরবর্তীতে এক সাজজেন্ট কে বললে বলেন ভি আই পি গাড়ি তাই একটু বাজাচ্ছে । হায়রে আমার বাংলাদেশের পুলিশ, এরা জনগনের সেবা করবে কি উল্ট বলছে ।
©somewhere in net ltd.