নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রিয়াদ ফেরারী

xp

xp › বিস্তারিত পোস্টঃ

গাড়িতে কালো গ্লাস এর ব্যবহার

১৩ ই মে, ২০১৪ সকাল ১০:০৫

পাঠক ভাইয়েরা আমি একজন সাধারন জনগনের একজন এ দেশে, আমি যে বিষয়-টা নিয়ে লিখছি তা হলো গাড়িতে কালো গ্লাস এর ব্যবহার ।



গত কয়েক দিন আগে নারায়ণগঞ্জে সাত খুনের এর ঘটনা-কে কেন্দ্র করে সরকার থেকে এক প্রঞ্জাপন জারি করা হয় যে- ১০ ই মে ২০১৪ইং তারিখের পর থেকে গাড়িতে কালো গ্লাস ব্যবহার করা যাবেনা । যদি কোন গাড়িতে গাড়িতে কালো গ্লাস ব্যবহার করা অবস্থায় পাওয়া যায় তবে ১৫০০/- টাকা অর্থ জরিমানা করা হবে । সে হিসাবে গতকাল থেকে পুলিশ প্রশাসন মাঠে নেমেছে গাড়িতে কালো গ্লাস এর ব্যবহার বন্ধ করার জন্য ।

অবশ্যই সরকারের এটা একটি ভাল উদ্দেশ্য । কিন্তু উদ্দেশ্যটা কতোটুক সম্পূর্ণ হবে সেটা হলো মূল বিষয় ।



এবার গতকাল এবং আজ সকালের কয়েকটি উদাহরন পেশ করছি---



১১ই মে ২০১৪ ইং সকাল (মিরপুর ১০ নং গোল চত্তর )- পুলিশের কিছু লোক দাড়িয়ে আছে- হঠাৎ একটি গাড়ি আটক করলেন কালো গ্লাসের কারনে , গাড়ি থেকে এক ব্যক্তি বের হয়ে পুলিশ কর্মকর্তাকে কি যেন বলতেই গাড়িটি ছেড়ে দেওয়া হল ।



আমি আমার কাজ শেষ করে আবার ফিরছিলাম ঠিক তখন দেখি মোড়ে বেশ কয়েকটি গাড়ি দাড়করিয়ে জরিমানা আদায় করা হচ্ছে । এক বয়জষ্ঠ লোক বারবার অনুরোধ করছিলেন যে তিনি হাসপাতালে যাবেন তাকে ছেড়ে দেওয়া হউক অথবা জরিমানা স্লিটা একটু আগে দেওয়া । দেখলাম কেউ তার কথা কর্নপাত করলেন না ।





১২ই মে ২০১৪ইং সকাল (বনানী)- পুলিশ গাড়ি গুলো একটা একটা করে দেখছে কিন্ত ফ্লাগ স্ট্যান্ড লাগানো গাড়ি গুলো ঠিকই চলে যাচ্ছে কালো গ্লাস ব্যবহার করে ।



১৩ই মে ২০১৪ ইং সকাল (বনানী) - পুলিশ গাড়ি দাড় করিয়ে লেবেল চেক করছে কিন্তু ২৯-৭৫৫৮ কালো গ্লাস ব্যবহার করলেও গাড়িটি -কে যেন এড়িয়ে গেলেন পুলিশরা ।





আমার প্রশ্ন হলো কে গাড়িতে কালো গ্লাস ব্যবহার আর কে করবেনা ।

কার গাড়ির কালো গ্লাস খোলা হবে কার টা হবে না ।







রিয়াদ ফেরারী

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.