নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চরম সব ব্লগ লিখে দেশ,সমাজ,সভ্যতা,বিশ্ব-সংসার সবকিছু পরিবর্তন করে ফেলব।

জাহিদুল ইসলাম ২৭

আমি খোলা মনের মানুষ

জাহিদুল ইসলাম ২৭ › বিস্তারিত পোস্টঃ

সেলিব্রেটি জোকস

২১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৫





আমার ফেসবুক এ্যাকাউন্টে অনেক গণ্যমান্য লোক ফ্রেন্ড হিসাবে আছে।যেমন:ফেরদৌস ওয়াহিদ।তার সাথে আমার পরিচয় ডাক্তারের চেম্বারে।আমি যে ডাক্তারকে চোখ দেখাই তিনিও সেই ডাক্তারকে চোখ দেখান।কিন্তু ডাক্তার আমার কাছ থেকে ১০ টাকা নিলে তার কাছ থেকে নেন ১০০ টাকা।ডাক্তার কে জিঞ্জাস করাতে বল্লেন আরে ভাই তার চোখের চিকিৎসা আমাকে করতে হয় তার চোখে সান গ্লাস পরা অবস্থায়।চোখ দেখি আর চোখে অপারেশনই করি সব করতে সান গ্লাস পরা অবস্থায়।উনি বলেছেন টাকা যত লাগে দিবেন কিন্তু চোখ থেকে সান গ্লাস খুলতে পারবেন না।





আমার ফ্রেন্ড লিস্টে আশরাফুলও আছে।সম্প্রতি তিনি স্পট ফিক্সিং এ জড়িত থাকার কথা স্বিকার করেছেন।আমি তার বিরাট ফ্যান ।দোষ স্বিকার করার সৎ সাহস কয়জনের আছে।অবিশাস্য ব্যাপার হল তাকে নাকি খারাপ খেলার জন্য টাকা দেওয়া হয়েছে---আশরাফূল তো এমনিতেই খারাপ খেলে ।তাকে টাকা দিতে হবে কেন ? তাকে ৩ বার টাকা অফার করা হয়েছিল।২ বার টাকা পেয়েছেন। ১ বার পান নি---- তাকে ২৫ রান করতে বলা হয়েছিল তিনি সেটা করতে পারেননি।



আমার এক প্রতিবেশির কথা বলি। তার নাম টা বলবো না।তার ওয়াইফ এর নাম ইভা রহমান।তিনি একটি টেলিভিশন চ্যানেলের মালিক।তার ফ্যাশন সেন্স সম্পূ্র্ন ভিন্ন রকম।তিনি এমন জায়গায় প্যান্ট পরেন যে তার গেন্জি পরতে হয় না।ইনফ্যাক্ট তার বেল্টও লাগে না ---বুকের লোম দিয়ে প্যান্ট বেধে রাখেন।





আজ এ পর্যন্তই।অন্য কোনদিন আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।

(কমেডিয়ান ইয়ামির কমেডির শ্রুতি লিখন যারা এফ.এম শোনেন না।)















মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:২১

রুপম হাছান বলেছেন: ভালো লেগেছে আরো লিখবেন আশা করি। ধন্যবাদ

২১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৪

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: আপনকেউ ধন্যবাদ।

২| ২১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৩

হেডস্যার বলেছেন:
=p~ =p~

২১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৬

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: মাথা ঘুইরা পড়ে গেলেন নাকি?

৩| ২১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৬

আম্মানসুরা বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~
মজা পেলাম

২১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪১

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: অল ক্রেডিট গোস টু ইয়ামি।ধন্যবাদ আপনাকে।

৪| ২১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪২

মদন বলেছেন: =p~

২১ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১০

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: মাথা ঘুইরা পড়ে গেলেন নাকি?

৫| ২১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৪

রোহান খান বলেছেন: ভাই আপনি কি জিনিস বলেন দেখি - পাক্কা ৫ মিনিট ধরে হাসি ধইরা রাখতে পারছি না....।

২১ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: হাসতে পারাও বিরাট গুন।মানুষ দিন দিন হাসতে ভুলে যাচ্ছে;পাছে হাসলে পারসোনালিটি কমে যায়।ধন্যবাদ আপনাকে।

৬| ২১ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

অন্য কথা বলেছেন: =p~ =p~

৭| ২১ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: =p~ =p~ =p~

৮| ২১ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

রাখালছেলে বলেছেন: বুঝতে পারছি আপনরে কার কথা বলছেন । :P

২১ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট।

৯| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৪০

খেয়া ঘাট বলেছেন: দারুন লাগলো। হাহাশে।

২২ শে আগস্ট, ২০১৩ রাত ১:৩৯

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: আমার কাছেও দারুন লেগেছিলো যখন প্রথম শুনি।

১০| ২২ শে আগস্ট, ২০১৩ রাত ১২:০৪

রুপ।ই বলেছেন: :D

২২ শে আগস্ট, ২০১৩ রাত ১:৪০

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: B:-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.