নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চরম সব ব্লগ লিখে দেশ,সমাজ,সভ্যতা,বিশ্ব-সংসার সবকিছু পরিবর্তন করে ফেলব।

জাহিদুল ইসলাম ২৭

আমি খোলা মনের মানুষ

জাহিদুল ইসলাম ২৭ › বিস্তারিত পোস্টঃ

সেলিব্রেটি জোকস -২

২৮ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩০







সময়ের আলোচিত নায়িকা আন হ্যাপি।দুদিন আগেও তাকে কেউ চিনত না।দু-একটি এ্যাড আর" কিছু আশা কিছু ভালোবাসা" ছবিতে থার্ড নায়িকার রোল করেছেন তিনি।তিনি আলোচনায় আসেন জাতীয় ক্রিকেট দলের সদস্য কদবেল হোসেনের বিরুদ্ধে নারি নির্যাতনের মামলা করে।তো আদালতে কদবেল আর আন হ্যাপির মদ্ধ্যে ঝগড়া হচ্ছে:



কদবেল:আমাদের ভিতর যা হয়েছে, সেচ্ছায় হয়েছে।

আন হ্যাপি:না,জোর করে হয়েছে।

কদবেল:সেচ্ছায় হয়েছে।

আন হ্যাপি:সেটাতো প্রথম দুবার।





কদবেল কিভাবে ছাড়া পেল জানেন?

(আদালতে সওয়াল জবাব চলছে)

কদবেলের আইনজিবি আন হ্যাপিকে একটা সুতা দিয়ে বললো:আমার হাতে সুই আছে,এর মদ্ধ্যে সুতাটা প্রবেশ করান।

আন হ্যাপি সুতা ঢুকানোর চেষ্টা করতেই আইনজিবি সুই নাড়াতে লাগলো,আন হ্যাপি আর সুতা ঢুকাতে পারে না সুইতে।

তখন কদবেলের লইয়ার বললো:যত যাই বলেন,দেখলেন দোষ কিন্তু আপনারই।

এরপরই কদবেল জামিন পেল।



কয়েকদিন আগে ঠিক করেছি ক্রেওকেরাডং পাহাড়ে যাব।এক দোকানে গেছি তাবু কিনতে।একটা কালো তাবু পছন্দ হলো।তাবুর ভিতরে ঢুকে ঘুরে ফিরে দেখলাম।ভালোই তবে কেমন চুকা চুকা গন্ধ।

সেলসম্যান কে বললাম:এই তাবুর দাম কত?

সেলস ম্যান:এটা বিক্রির জন্য না।আর সরি স্যার এটা তাবু না,এটা ফুয়াদের প্যান্ট।



ময়ুরির ড্রেস ছিড়ে গেছে,দর্জির কাছে গিয়েছে ড্রেস সিলাই করানোর জন্য।

দর্জি দেখে টেখে বললো:সরি, আমরা তাবু সিলাই করি না।



মুন মুনের কাছে এক লোক গিয়ে তার কাছে একটা পোশাক চাইলো।

মুনমুন জিঞ্জেস করলো,"কেন,ড্রেস দিয়ে কি করবেন?"

ঐ লোক তখন বললো,"বাসায় বিয়ের অনুষ্ঠান,সামিয়ানা টাংগামু।"

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪৯

ইসপাত কঠিন বলেছেন: এই জোকস কি আপনি লিখেছেন না কি কপি পেস্ট? যদি আপনার হয়ে থাকে তাহলে এইসব জোকস মানুষজনের সামনে সরাসরি বলবেন না বা যে পড়ছে তার আশেপাশে থাকবেন না। হাসতে হাসতে যেভাবে হাত পা ছুড়লাম তার দুই-একটা আপনার পিঠে পড়ে গেলে কিছু করার থাকবে না।

পুরাই উরাধুরা, জটিল :) :D B-) :P B-)) :-B =p~

২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:১০

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: জোকসগুলো সংগৃহিত।পিঠ বাচানো সাপেক্ষে আপনাকে ধন্যবাদ।আরও কিছু লেখার ছিল,ট্যাব দিয়ে লেখায় সংক্ষিপ্ত করতে হলো।

২| ২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:২০

ইসপাত কঠিন বলেছেন: তাড়াতাড়ি লেখেন। নাইলে ট্যাব ভাইংগালবাম।

২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪৬

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: মজার কিছু পেলেই আমি তা ব্লগে শেয়ার করি।আশা করি শিঘ্রই তেমন কিছু নিয়ে হাজির হব।অনেক ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.