নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খোলা মনের মানুষ
১
সানি লিওনের সাথে অন্য অভিনেত্রীদের পার্থক্য কি?
মানসিকতায় বিরাট পার্থক্য আছে।
অন্য অভিনেত্রীরা একটা রোমান্টিক দৃশ্যে অভিনয় করার পর ভাবেঃকেউ দেখে ফেললো না তো?
আর সানি লিওন ভাবেঃসবাই দেখবে তো?
২
আমার কাছে একটা ক্যালেন্ডার আছে।ক্যালেন্ডারটি কেমন শুনুন।
হ্যাপি নিউ ইয়ার আরম্ভ হয় জানুয়ারি মাস দিয়ে।তাই জানুয়ারি মাসের পাতায় আছে হ্যাপির ছবি।ছবিতে হ্যাপি কোমর দুলায়।না ভাই,অন্য কিছু মনে করার কারন নাই।যখন বাতাসে পাতাটি ওড়ে,তখন মনে হয় হ্যাপি কোমর দুলাচ্ছে।
ফেব্রুয়ারি মাসের পাতায় আছে বর্ষা আর অনন্তের ছবি।কারন বর্ষা+অনন্ত=বসন্ত।ফেব্রুয়ারি মাসে বসন্ত এসে পড়ে।বর্ষা আর অনন্তের মাঝে "+" চিহ্ন থাকবে,কারন এটা ভালোবাসারও মাস।
মার্চ মাসে আছে নায়লা নাঈমের ছবি। তার সারা গা পতাকায় ঢাকা-এমন একটা ছবি।আমরা জানি মার্চ মাস স্বাধিনতার মাস,আর এ মাসে পতাকা উড়বেই।
শীতকালে আছে ফুল পাতায় ঢাকা মেয়ের ছবি।আর শীতকালে ফুল পাতা ঝরে যাবে।
(ক্যালেন্ডারটি কেমন একটা ধারনা পাওয়া গেল।)
৩
এক লোকের স্ত্রির বাচ্চা হবে।ওই লোকের শাশুড়ি ওই লোককে একবার বলেছিল,"নাতি পুতির মুখ না দেখে মরতে চাই না।"
এখন ওই লোক কিভাবে শাশুড়িকে এই সংবাদ দিবে?
কিভাবে দিলে একটু মজা হয়।আউট অব দ্যা বক্স চিন্তা করুন।
এভাবে দিতে পারে, "আম্মা আপনার মরার সময় হইছে।"
৪
১ম জনঃবাসায় ইদুরের উপদ্রব,কি করা যায়?
২য় জনঃতোমার একটা ইদুর ধরার কল লাগবে,কিনে নাও একটা।
১মঃ কল কেনার টাকা নাই আমার।
২য়ঃআমারটা ধার নিও।
১মঃভালো আইডিয়া।
২য়ঃতুমি শুধু এক টুকরা পনির ফাদে রেখে দিবে,ইদুরের জন্য।
১মঃআমার বাড়িতে পনির নেই।
২য়ঃতাহলে একটুকরা রুটিতে তেল মাখিয়ে ফাদে দিবে।
১মঃআমার বাড়িতে তেল নেই।
২য়ঃশুধু একটুকরা রুটি দিলেও চলবে।
১মঃআমার বাড়িতে রুটিও নেই।
২য়ঃতাহলে ইদুরটা কি "ঘোড়ার ডিম " করছিল তোমার বাড়িতে ?
৫
ভারতীয় উপমহাদেশে মেয়েরা বিয়ের পর নিজ নামের শেষ অংশ ছেটে ফেলে স্বামির নামের শেষ অংশ যুক্ত করে।এটা এখানকার সংস্কৃতি ও ঐতিহ্য।যেমনঃনিলুফার ইয়াছমিন যদি কায়েস চৌধুরি কে বিয়ে করে,তাহলে বিয়ের পর তার নাম হতে পারে নিলুফার চৌধুরি।আবার এমনটা নাও হতে পারে।যেমনঃঐশ্বরিয়া রাই বচ্চন,তার নামের শেষ অংশ বাদ না দিয়ে তার স্বামি অভিষেক বচ্চনের নামের শেষ অংশ "বচ্চন" নিজ নামের শেষে যুক্ত করেছেন।তবে বেশির ভাগ ক্ষেত্রে নিয়মটা মানা হয়।
বলিউড অভিনেতা ধর্মেন্দ্র'র দুই ছেলেঃ ববি দেউল ও সানি দেউল ("ইয়ে ধ্রাই কিলো কা হাত হে।ইয়ে উঠতা নেহী,অর যাব কিসি পে উঠতা হে তো রুখতা নেহী।"খ্যাত)
দুই ছেলেই বলিউড অভিনেতা।
এখন সানি লিওন যদি ববি দেওল কে বিয়ে করে,তাহলে ভারতীয় নিয়ম অনুযায়ি বিয়ের পর সানি লিওনের নাম হবে "সানি দেওল"।তখন মিডিয়াতে সানি দেউল এর নিউজ শুনলে বুঝতে সমস্যা হবে,কার সমন্ধে বলা হচ্ছে?সানি দেউল নাকি সানি লিওন দেউল?
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১৭
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: ধন্যবাদ চাদগাজি,পড়ার জন্য।যদিও হালকা রসযুক্ত পোস্ট টি সামু কর্তৃক নিষিদ্ধ একটি পোস্ট।
©somewhere in net ltd.
১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১১
চাঁদগাজী বলেছেন:
"এভাবে দিতে পারে, "আম্মা আপনার মরার সময় হইছে।"
টপ