নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চরম সব ব্লগ লিখে দেশ,সমাজ,সভ্যতা,বিশ্ব-সংসার সবকিছু পরিবর্তন করে ফেলব।

জাহিদুল ইসলাম ২৭

আমি খোলা মনের মানুষ

জাহিদুল ইসলাম ২৭ › বিস্তারিত পোস্টঃ

মাতাল- বেতাল(জোকস)

০৯ ই মে, ২০১৫ সকাল ১১:২৮

দেশের রাজনৈতিক,অর্থনৈতিক,সামাজিক,আর্থ-সামাজিক সমস্যা ও সমাধান নিয়ে উচ্চ-মার্গিয় লেখা পড়তে পড়তে যারা ক্লান্ত হয়ে গিয়েছেন,যারা মনে করেন এসব সিরিয়াস টপিক থেকে সাময়িক বিরতী নিয়ে একটু রিফ্রেশ হওয়া দরকার তাদের জন্য জোকসগুলো-



এক লোক মদ খেয়ে রাত ৪ টার সময় বাড়ি ফিরল।তার বৌ তাকে প্রশ্ন করলো,"এত রাতে বাইরে কি করছিলে?

-জলিলের সাথে দাবা খেলছিলাম।

বৌ আরো রেগে বললো,"কি করছিলে?"

-দাবা খেলছিলাম।

-তাহলে তোমার গা থেকে মদের গন্ধ আসছে কেন?

-তাহলে কিসের গন্ধ আসবে,দাবার?



জলিল গলা পর্যন্ত মদ খেয়ে,মাতাল হয়ে শেরাটন এর সামনে রাস্তায় এসে দাড়াল।পাশেই একটা সিএনজি দাড়ায় ছিল।জলিল ডাক দিল, "এই সিএনজি,যাবে শেরাটন?

-স্যার এইটাই শেরাটন।

-না,এটা শেরাটন না।আমি শেরাটন যাবো।

-স্যার,এটাই শেরাটন।রাস্তা পার হয়ে ওপাড়ে যান।

-না,আমি সিএনজি করে শেরাটন যাব।

সিএনজি ড্রাইভার বললো,"ঠিক আছে স্যার,ওঠেন।"

তারপর ড্রাইভার সিএনজি চালানোর ভান করলো।ভুম ভুম শব্দও করলো কয়েকবার।তারপর বললো,"স্যার শেরাটন এসে গেছি।"

-শেরাটন তো এসে গেছি, কিন্তু বলো তো তুমি এত জোরে সিএনজি চালাচ্ছিলা কেন?



দুই মাতাল সিনেমা হল থেকে বের হয়ে রাস্তায় হাটছে।প্রথম মাতাল দ্বিতীয় মাতাল কে বললো,"খিদা লাগছে।"দ্বিতীয় মাতাল খাবার কিনতে চলে গেল।প্রথম মাতাল অন্ধকারের মধ্যে অপেক্ষা করছে।হটাৎ তার লুঙ্গি খুলে গেল,সে লুঙ্গি তোলার জন্য উবু হলো।এমন সময় দ্বিতীয় মাতাল গরম সিঙ্গারা নিয়ে হাজির।একে তো মাতাল,তারপর চারদিকে অন্ধকার।দ্বিতীয় মাতাল প্রথম মাতালের আগ-পাশ-তলা কিছুই ঠাহর করতে পারল না। সে প্রথম মাতালের পশ্চাৎদেশের সামনে সিঙ্গারা বাড়িয়ে ধরল।প্রথম মাতাল তখন বায়ু নিষ্কাশন করলো।

দ্বিতীয় মাতাল বললো,"ফু দিতে হবে না,ফু দিয়েই আনছি।"

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০১৫ বিকাল ৪:৩০

ইসটুপিড বলেছেন: এইডি পইড়া (শুইন্ন্যা) আপনে নিজে হাসছিলেন কুনুদিন?

০৯ ই মে, ২০১৫ বিকাল ৫:৪২

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: জোকসগুলোর শুনলে হয়ত মজা পেতেন।হয়তো লেখায় মজাটা তুলে ধরতে পারিনি।

২| ০৯ ই মে, ২০১৫ বিকাল ৫:৫৬

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: মজার জোকস লিখতে টানা গিয়ে ৩ বার ব্যান(প্রথম পাতা থেকে পোষ্ট গায়েব) খাইছি।এর একটা ইফেক্ট লেখায় পড়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.