নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চরম সব ব্লগ লিখে দেশ,সমাজ,সভ্যতা,বিশ্ব-সংসার সবকিছু পরিবর্তন করে ফেলব।

জাহিদুল ইসলাম ২৭

আমি খোলা মনের মানুষ

জাহিদুল ইসলাম ২৭ › বিস্তারিত পোস্টঃ

হাসি না আসলেও কান্না আসবেই।

১২ ই মে, ২০১৫ দুপুর ১২:৪৯



সালমান খানের জেল হবার খবর শুনার পর মানুষের স্ট্যাটাস আপডেট.....
ঐশ্বরিয়া রাই:ফিলিং সেফ।
বিবেক ওবেরয়:ফিলিং সেফ।
বান্দ্রার ফুটপাথবাসি:ফিলিং সেফ।
যোধপুরের হরিণ:ফিলিং সেফ।
রনবীর কাপুর:এখনই বিয়ের সময়,ফিলিং সেফ.....


শিক্ষক:শাহরুখ খান কে?
আলিয়া ভাট:এমন একজন যে বার বার "টাইটানিক পোজ" দেয়,টাইটানিক এবং কেট উইন্সলেট কে ছাড়াই।


একটা প্রাইভেট স্কুল একটা ভিন্ন রকম সমস্যায় পড়লো,কিছু ১২ বছর বয়সি মেয়ে লিপস্টিক ব্যাবহার করা শুরু করেছে।
তারা বাথরুমে গিয়ে লিপস্টিক দিত।তারপর বাথরুমের আয়নাতে চুমু দিয়ে ঠোটের ছাপ ফেলে যেত।
প্রতি রাতে রক্ষনাবেক্ষণকারি পরিচারক তা মুছে দিত এবং পরদিন সকালে মেয়েরা আবার একই কাজ করতো।
শেষ এ প্রিন্সিপাল ভাবলো কিছু একটা করা দরকার।
তিনি সব মেয়েকে বাথরুমে ডাকলেন এবং সেখানে পরিচারকে ডেকে পাঠালেন।তিনি ব্যাখা করলেন,ঠোটের চিহ্নগুলো পরিচারকদের গুরুতর সমস্যা করছে।প্রতি রাতে তাদের আয়নাগুলো মুছতে হয়।
আয়নাগুলো পরিষ্কার করা কি রকম কষ্টের তা হাতে-নাতে বোঝানোর জন্য, তিনি রক্ষনাবেক্ষনকারি পরিচারককে বললেন-"মেয়েদের দেখাও তো পরিষ্কার করতে কি রকম কষ্ট করতে হয়।"
পরিচারক একটা লম্বা হাতলওয়ালা মপ নিয়ে টয়লেটের পানিতে চুবালো এবং তা দিয়ে আয়না পরিষ্কার করলো।
এরপর থেকে আয়নাতে আর চুমুর দাগ পড়েনি।


বলা হয়ে থাকে মেয়েরা চোখ বন্ধ করলে সেই ব্যাক্তিকে দেখে , যাকে সে সবচেয়ে ভালবাসে।
আর ছেলেরা চোখ বন্ধ করলে স্লাইড শো আরম্ভ হয়ে যায়।

"সব পুরুষই এক" -এই ডায়লগ যে মহিলা আবিষ্কার করেছিল,সে ছিল চায়নিজ আর সে ভীড়ের মধ্যে স্বামিকে হারিয়ে ফেলেছিল।

তিন বন্ধু ১০০ তলায় এক ফ্ল্যাটে থাকত।
একদিন লিফট নষ্ট....
তারা ঠিক করলো গল্প বলতে বলতে সিড়ি দিয়ে উপরে উঠবে।
প্রথমজন একটা হাসির গল্প বললো ,৫০ তলা পর্যন্ত।
দিত্বীয়জন একটা আ্যাকশন গল্প বললো,৯৯ তলা পর্যন্ত।
তৃতিয়জন একটা হরর গল্প বললো, এক বাক্যের-
"দোস্ত, গাড়ীতে রুমের চাবি ফালায় আইছি।"

মেয়েরা , ছেলেদের তুলনায় উন্নত ,শান্তিপূর্ণ জীবন-যাপন করে এবং দীর্ঘকাল বাচে।কেন?
কারন, মেয়েদের স্ত্রী থাকে না।

স্ত্রী:এত তাড়াতাড়ি বাড়ী ফিরলে যে?
স্বামি:বস বললো,"জাহান্নামে যাও।"

ডাক্তার:আপনার মাথা ব্যাথার খবর কি?
রোগী:সে(বউ) শহরের বাইরে গেছে।

স্ত্রীরা ম্যাজিশিয়ান.....
তারা যে কোন কিছুকে ঝগড়ায় পরিণত করতে পারে।

কম্প্রমাইজ মানে এই না যে আপনি ভুল আর আপনার স্ত্রী ঠিক।
এর এটাই মানে যে, আপনার ইগো'র চেয়ে আপনার মাথার নিরাপত্তা বেশীগুরুত্বপূর্ণ।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০১৫ দুপুর ১:০৭

কলমের কালি শেষ বলেছেন: =p~ =p~ ব্যাপক বিনুদন ।

তবে এইরকম স্ত্রী বিদ্বেষী হলে কিন্তু হবে না ! ;)

১২ ই মে, ২০১৫ দুপুর ১:১৭

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: ভাই,আমি স্ত্রী বিদ্বেষী নই।নেটে এই জাতিয় জোকস প্রচুর পাওয়া যায়,কপি করে দিলাম।জাস্ট ফর ফান।

২| ১২ ই মে, ২০১৫ দুপুর ২:১০

ভুলো মন বলেছেন: ভাল ছিল। লাইক ইট!

১২ ই মে, ২০১৫ দুপুর ২:১৭

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: ধন্যবাদ আপনাকে ভুলো মন।

৩| ১২ ই মে, ২০১৫ দুপুর ২:৫৯

অন্যসময় ঢাবি বলেছেন: হরর গলপে খুব হেসেছি

১২ ই মে, ২০১৫ বিকাল ৩:০৫

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: ধন্যবাদ আপনাকে অন্যসময় ঢাবি।এই পোষ্ট টি কি সকল পোষ্ট অংশে (১ম পাতায়)দেখা যাচ্ছে?আমার নিজস্ব ব্লগ ছাড়া আর কোথাও দেখতে পাচ্ছি না।সরায় ফেলেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.