নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খোলা মনের মানুষ
ফেসবুকে একটা পেজে দেখলাম এয়ারটেল বাজ একটি কম্পিটশন এর আয়োজন করেছেঃ
"মুভির নামে পাংখা বসাও আর জিতে নাও ফ্রি মুভি টিকেট। যেমনঃস্বামী কেন পাংখা, পাংখা এজ্ঞেল।সেরা নাম দিয়ে তুমি জিতে নিতে পারো এভেজ্ঞার মুভির ৫ টি ফ্রি টকেট। "
আরও যেসব উত্তর এসেছেঃ
কোটি টাকার পাংখা
পুত্র এখন পাংখাওয়ালা(পয়সাওয়ালা)
মনের মত পাংখা(বউ)
টাকার চেয়ে পাংখা(প্রেম) বড়।
নাগ-নাগিনির পাংখা(প্রেম)
মা আমার পাংখা(জান)
তুমি আমার মনের পাংখা(মানুষ)
বাংলার পাংখা(কিং কং)
প্রেমিক পাংখা(পুরুষ)
পাংখার জন্য মরতে পারি
অবুঝ পাংখা(মন)
রিকশাওয়ালার পাংখা(ছেলে)
পাংখা(মা) বড় না এসি(বউ) বড়।
ওরা আমাকে পাংখা(ভাল)থে দিল না
আমার পৃথিবী পাংখা(তুমি)
প্রিয়া তুমি পাংখা (সুখী) হঊ।
অল্প অল্প পাংখার(প্রেমের)গল্প।
তুমি শুধু পাংখার(আমার)
মাই নেম ইজ পাংখা(খান)
অনেক সাধের পাংখা(ময়না)
বেদের মেয়ে পাংখা(জোছনা)
বাবা কেন পাংখা(চাকর)
পাংখা দিবি কিনা বল।
রব নে বানাদে পাংখা(জোড়ী)
এক থা পাংখা(টাইগার)
মোল্লা বাড়ীর পাংখা(বউ)
১৬ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৪৫
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: ঠিক বলেছেন ।
©somewhere in net ltd.
১| ১৬ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৪০
চাঁদগাজী বলেছেন:
যতসব হাউকাউ কম্পিটিশন!