নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খোলা মনের মানুষ
এক ইঞ্জিনিয়ার কিছুতেই একটা ভাল চাকরি পেল না।তখন সে একটা ক্লিনিক খুললো আর বাইরে লিখে দিল-
"৩০০ টাকায় যে কোন রোগের চিকিৎসা করান,চিকিৎসা না হলে ১০০০ টাকা ফেরত।"
এক ডাক্তার ভাবলো এক হাজার টাকা রোজগার করার একটা দারুন সুযোগ!
সে সেই ক্লিনিকে গেল, আর বললো,
"আমি কোন জিনিষ খেতে গেলে তাতে কোন স্বাদ পাই না।"
ইঞ্জিনিয়ার নিজের নার্স কে বললো,"২২ নম্বর বাক্স থেকে ওষুধ বার কর আর ৩ ফোটা খাইয়ে দাও ওনাকে।"
নার্স খাইয়ে দিল।
রুগি(ডাক্তার):"আরে এটাতো পেট্রোল।"
ইঞ্জিনিয়ার:"congratulation...দেখলেন তো আমাদের ক্লিনিকের কামাল।আপনি টেস্টটা জিভে পেয়ে গেছেন।এবার আমাকে ৩০০ টাকা ফী দিয়ে দিন।"
ডাক্তার টাকাটা দিয়ে দিল এবং চলে গেল মনে দুঃখ এবং রাগ নিয়ে।
কিন্তু ডাক্তার ভীষন চতুর।ভাবল,একে টাইট করতে হবে আর পয়সাটাও উসুল করতে হবে।তাই আবার কিছুদিন পর সেই ক্লিনিকে এলো।
ডাক্তার:" আমার মেমরি কমে গেছে।কিছুই মনে থাকে না।"
ইঞ্জিনিয়ার:"নার্স, এনাকে২২ নম্বর বাক্স থেকে ওষুধ বার করে ৩ ফোটা খাইয়ে দাও।"
ডাক্তার:"কিন্তু স্যার ওটাতো স্বাদ ফিরে পাবার ওষুধ।"
ইঞ্জিনিয়ার:"দেখলেন তো ওষুধ খাওয়ার আগেই আপনার মেমরি ফিরে এসেছে,দিন আমার ৩০০ টাকা।"
এবার ডাক্তার রেগেই বাড়ি গেল আরও ৩০০ টাকা দিয়ে।
আবার কিছুদিন পর ক্লিনিকে এসে বললো,
"স্যার আমার দৃষ্টিশক্তি একেবারেই কমে গেছে।একদমই দেখতে পাচ্ছি না।"
ইঞ্জিনিয়ার:"এর কোন ওষুধ আমার কাছে নেই।এই নিন আপনার ১০০০ টাকা।"
রুগি(ডাক্তার):"কিন্তু এটাতো ৫০০ টাকার নোট।"
ইঞ্জিনিয়ার:"দেখুন আপনার দৃষ্টিশক্তিও ফেরৎ এসে গেছে।দিন আমার ৩০০ টাকা।"
(সংগৃহীত।কমন পড়লে দুঃখিত)
১১ ই অক্টোবর, ২০১৫ রাত ২:৪৫
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: হ্যা ভাই,ডাক্তারগো ভালই পচাইছে।
©somewhere in net ltd.
১| ১১ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৫২
বিপরীত বাক বলেছেন: কবিরাজের কবিরাজি ছুটায়া দিছে।। খুব ভাল হইছে।।