নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চরম সব ব্লগ লিখে দেশ,সমাজ,সভ্যতা,বিশ্ব-সংসার সবকিছু পরিবর্তন করে ফেলব।

জাহিদুল ইসলাম ২৭

আমি খোলা মনের মানুষ

জাহিদুল ইসলাম ২৭ › বিস্তারিত পোস্টঃ

দেখি শালার মনে কি?

১২ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

(১)
এক ডাক্তার পাগলাগারদের পাগলদের পরিক্ষা করছিল ---তারা সুস্থ হয়েছে কিনা।
ডাক্তার:বলো তো ৭ কে ৩ দিয়ে গুন করলে কত হয়?
১ম পাগল:৭ কে ৩ দিয়ে গুন করলে হয় "মঙ্গল বার"।
ডাক্তার : নার্স,ওকে নিয়ে যাও।ও সুস্থ হয়নি।নেক্সট....
২য় পাগলকে ডাক্তার একই প্রশ্ন জিজ্ঞেস করল:৭ কে ৩ দিয়ে গুন করলে কত হয়?
২য় পাগল:৩৬৫ হয়।
ডাক্তার:নার্স, ওকে নিয়ে নিয়ে যাও।রোগী সুস্থ হয় নি।নেক্সট.....
৩য় পাগলকেও ডাক্তার একই প্রশ্ন করলো:৭ কে ৩ দিয়ে গুন করলে কত হয়?
৩য় পাগল কিছুক্ষন চিন্তা করে বললো:২১ হয় ডাক্তার সাব।
ডাক্তার:এক্সিলেন্ট,কারেক্ট এনসার।এই তো তুমি সুস্থ হয়ে গেছ।এখন তুমি বল,কিভাবে পারলে?
৩য় পাগল:এটাতো খুবই সোজা ডাক্তার সাব----- ৩৬৫ থেকে মঙ্গলবার বিয়োগ দিছি।

(২)
দেখি শালার মনে কি?

এই চুটকিটা পুরানো।অনেকে নাও জানতে পারেন।আবার অনেকে জানলেও পুরোটা জানেন না।

এক গিরস্থ তার ডবকা বউ নিয়ে শুয়ে আছে। বিয়ে করেছে বেশিদিন হ্য়নি।শ্বশুরবাড়ি থেকে কাসা পেতলের থালা কলস ঘটি বাটি কিছু যৌতুক পেয়েছে।এক চোর তক্কে তক্কে আছে কী করে জিনিসগুলো চুরি করবে।সে যুবক চোর,তাগড়া জোয়ান।পৈত্রিক সূত্রে চুরির পেশাটা গ্রহন করেছে।একরাতে সিদ কেটে গিরস্থের ঘরে ঢুকল।সঙ্গে সঙ্গে গিরস্থের ঘুম ভেঙে গেল,কিন্তু চোরকে সে বুঝতে দিল না কিছুই,মটকা মেরে পড়ে রইল।গিরস্থ বউ তখন গভীর ঘুমে।
চোর দেখল স্বামী স্ত্রী দুজনেই গভীর ঘুমে, এ এক মহা সুযোগ,মহা মওকা।সে মনের আনন্দে জিনিসপত্র সব বস্তায় ভরতে লাগল।সব ভরে বস্তা মাথায় তুলে দরজা খুলে বেরিয়ে যাওয়ার আগে তার হটাত চোখ পড়ল গিরস্থবউ এর দিকে।সাস্থ্যবতী রুপসি বউ।এই সুযোগে যদি অন্য কাজটাও সেরে ফেলা যায়......
নি:শব্দে বউটির উপর উপগত হলো চোর।
সঙ্গে সঙ্গে ঘুম ভেঙেছে বউর।ভেবেছে এ বুঝি তার স্বামীর কাজ।কিন্তু মুহূর্তেই ভুলটা ভেঙে গেল তার।যা বোঝার বুঝে গেল।কিন্তু তখন আর কিছু করার নেই।একসময় শেষ হল কর্মকান্ড।চোর বাবাজি মাল সামানের বস্তা নিয়ে দরজা খুলে বেরিয়ে গেল।
কিন্তু এত কিছু ঘটে গেল স্বামীটির কোনও সাড়া নেই কেন?পাশেই তো শুয়ে আছে।ঘুম কি এতই গভীর তার!
বউটি আলতো করে স্বামীর গায়ে হাত দিল।সঙ্গে সঙ্গে একটা দীর্ঘশ্বাস ফেলল লোকটি ।বউ চমকে উঠল ।তুমি জেগে গেছ?
জেগে গেছি কি,জেগেই ছিলাম।
শুরু থেকে জেগে ছিলে?
শুরুর আগেও জেগে ছিলাম।সিদকাটার শব্দেই আমার ঘুম ভেঙেছিল।
তখন উঠলে না কেন?চোরটাকে তাড়ালে না কেন?
দেখতে চেয়েছিলাম ব্যাটা করে কি?দেখি শালার মনে কী?
তারপর কি দেখলে?
দেখলাম সিদ কেটে ঘরে ঢুকল ব্যাটা।
তখন কিছু বললে না কেন?
দেখতে চেয়েছিলাম,এরপর ব্যাটা করে কী?শালার মনে কি?
কী দেখলে?
দেখলাম ব্যাটা আমার পিতলের বদনাটা বস্তায় ভরছে,কাসার থালাগুলা বস্তায় ভরছে,কলসি-গেলাস বস্তায় ভরছে।আমি তখনও ভাবছি দেখি ব্যাটা আর কি করে?শালার মনে কি!
তারপর?
তারপর দেখলাম বস্তা মাথায় তুলতে গিয়েও ব্যাটা তুলছে না।
তারপর?
তারপর দেখলাম ব্যাটা তোমার পাশে শুয়ে পড়েছে।
তবুও তুমি কিছু বললে না?
কী করে বলব?আমি তখনও দেখতে চাইছি ব্যাটা করে কী?দেখি শালার মনে কী?
তারপর কি দেখলে?
দেখলাম, আমি তোমার সাথে যা যা করি চোর ব্যাটা তাই তাই করছে।
তবু তুমি কিছু বললে না?
কেন বলব?আমি তখনও দেখতে চাইছি ব্যাটা আর কী কী করে?শালার মনে কী?

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

প্রামানিক বলেছেন: হারে বাঙালি এর পরেও কি দেখাদেখি - -- - - -

১২ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: সাহস না থাকলে এমনই হয়।

২| ১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:০৩

শাহিন-৯৯ বলেছেন: বুঝতে পারছি আপনি বর্তমান দেশের অবস্থাকে নিয়ে বিরুধীদলগুলোকে ব্যাঙ্গ করছেন।
তবে শেষের অংশটুকু কিন্তু বউ প্রতিবাদ করতে পারত, তাই নয় কি?

১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:০৯

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: "কিন্তু তখন আর কিছু করার নেই।"

৩| ১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:২৩

আটলান্টিক বলেছেন: প্রামাণিক ভাইয়ের সাথে সহমত।"দেখাদেখি", "তারপর" করতে করতে দেশ তলিয়ে যাবে

১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩৪

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: পরিবর্তনের হাওয়া না আসলে সবকিছু এভাবেই চলতে থাকবে।

৪| ১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:২৮

আবু তালেব শেখ বলেছেন: গভীরতা মুলক উদাহরণ

১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:১৫

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: কিছু পুরাতন চুটকি এযুগেও সমান প্রাসঙ্গিক,অর্থবহ।

৫| ১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:৩০

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: তার আর পর নেই...........................................।

১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:৩৩

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: অনেকটা সেরকমই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.