নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চরম সব ব্লগ লিখে দেশ,সমাজ,সভ্যতা,বিশ্ব-সংসার সবকিছু পরিবর্তন করে ফেলব।

জাহিদুল ইসলাম ২৭

আমি খোলা মনের মানুষ

জাহিদুল ইসলাম ২৭ › বিস্তারিত পোস্টঃ

নির্লজ্জতার বিকাশ

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৩

একুশে বইমেলায় বিকাশের উন্মুক্ত(?) প্রতিযোগীতার পুরষ্কার কোটায় দেওয়া হয়।কোটা নিম্নরুপ:
১.ঢাকা ভার্সিটির কোটা ২ টা;যেহেতু তাদের ক্যাম্পাসে/আশেপাশে ইভেন্ট হচ্ছে।
২.নারী, শিশু,প্রতিবন্ধি কোটা ১ টা।
৩.সংখ্যা লঘু কোটা ১ টা।
৪.ভাই-ব্রাদার কোটা ১ টা।
মোট ৫ টা পুরষ্কার।
বাকিদের জন্য উপহারের নামে উপহাস।দুইটা উপহাস আমিও পাইছি।আজকে উপহাস নেওয়ার শেষ দিন।উপহাস মানে অফার; ১০০০ টাকার বই কিনলে ১০০০ টাকার বই ফ্রী।সোজা ভাষায় বই বিক্রির ধান্ধা।কিন্তু আমি বই কিনব কেন?বইমেলা থেকেই তো ১২১৮ টাকার বই কিনলাম।
প্রতিযোগীতার নামে বিকাশ প্রহসনের আয়োজন করেছে।গতকালের কনটেস্ট ছিল:মাসুদ রানার কোন বইটি তুমি বার বার পড়েছ এবং কেন পড়েছ?
আসুন দেখি বিজয়ী রাশেদুল আলম কি লিখেছেন।

উনি বিজয়ী হয়েছেন ভাই-ব্রাদার কোটায়।
উনার কাচা,অপরিপক্ক লেখার কথা বাদই দিলাম,উনার লেখা থেকে কি বোঝা যায় উনি আই লাভ ইউ ম্যান বইটি পড়েছেন?কাহিনী,চরিত্র,ঘটনা কিছুই উল্লেখ করে নি।এভারেজ কিছু কথা লিখেছেন যা সব এডভেঞ্চার কাহিনীর জন্য প্রযোজ্য।এরকম নির্লজ্জ স্বজন-প্রীতি আগে দেখিনি।

আসুন এবার দেখি দ্বিতীয় বিজয়ী দিপান্বিতা ভদ্র কি লিখেছেন।লাল দাগ দেওয়া অংশটুকু খেয়াল করবেন।

উনি বিজয়ী হয়েছেন নারী কোটা এবং সংখ্যালঘু কোটায়।দুটি কোটার সুপার ইম্পোজিশন হয়েছে তার উপর।
একেবারে পুকুর চুরি করতে আয়োজক বিকাশ নারাজ।তাই দু একজন ভালো লিখে বিজয়ী হয়েছেন।যেমন:অপরাজিত অপু।
ইনারা মূলত মাসুদ রানার কোন একটি কাহিনী আগা-গোড়া লিখে গিয়েছেন।বাঙলা সাহিত্যের এক ছাত্র জানালো বুক রিভিউ এর নিয়ম হচ্ছে বই এর যে অংশগুলো ভালো লেগেছে সেগুলো হালকা বর্ননা করা।

আমি ভাগ্যবান যে আমি চাইলেও রাশেদুল আলম আর দিপান্বীতা ভদ্রের মতো লিখতে পারব না।
পুরষ্কার সবসময়ই আনন্দের;তা প্রহসনের প্রতিযোগীতা হলেও।বিজয়ী সবাইকে অভিনন্দন।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০১

তারেক ফাহিম বলেছেন: অতিরিক্ত প্রশংসা করে প্রথম ও ২য় স্থান পেয়েছে :(

এটা আসলেই স্বজনপ্রীতি।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: সবকিছুর সিন্ডিকেট আছে।

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৩

বিদেশে কামলা খাটি বলেছেন: খারাপ কি।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: আপনার রুচি উন্নত নয়।ভালর কি দেখলেন?অন্তত শেষেরটির সাথে প্রথম দুই জনের লেখা তুলনা করুন।

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

সালেহ্স্যারইংরেজি বলেছেন: ধন্যবাদ, এই জাতীয় কিছু অসঙ্গতি তুলে এনেছেন।..... salah/sir

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪২

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: তলে তলে সব সেটেল হয়,আমজনতা আমড়াও পায় না।

৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভাই আপনার শিরোনামের বানানটাই ভুল। মারাত্মক দৃষ্টিকটু লাগছে। নির্লজ্জ হবে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৮

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: ভাই আপনাকে ধন্যবাদ,ভুল ধরিয়ে দেওয়ার জন্য।অভ্র দিয়ে না লেখতে না পারায় সমস্যা হচ্ছিল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.