নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খোলা মনের মানুষ
আসসালামু ওয়ালাইকুম শ্রোতামন্ডলী,সবাইকে রমাদানুল মোবারক জানিয়ে আমি মাওলানা মাসুম বিল্লা বিন রেজা শুরু করছি আজকের "ইসলামি জীবন ও জিজ্ঞাসা" অনুষ্ঠান। পুরোটা সময় জুড়ে ইসলাম বিষয়ক আলোচনা করা হবে এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়া হবে।আমাদের ফোন করবার নাম্বার ৪২০ ৪২০ ৪২০।ক্রিং ক্রিং ক্রিং
মাওলানা:কে বলছেন,কোথা থেকে বলছেন বলে প্রশ্নটি করুন।
শ্রোতা:হুজুর একটা ছেলের সাথে আমার মোবাইলে পরিচয়;প্রথম রোজায় দেখা করেছি এবং একসাথে ইফতার করেছি।আমার কি সওয়াব হবে না গুনাহ হবে।
মাওলানা:আমাদের সাথেই থাকুন,জবাব পেয়ে যাবেন।
ক্রিং ক্রিং ক্রিং
মাওলানা:কে বলছেন কোথা থেকে বলছেন বলে প্রশ্নটি করুন।
শ্রোতা:হুজুর আমি একটা ছেলের সাথে সারা রাত মোবাইলে কথা বলি।খারাপ কোন কথা না,মাঝে মাঝে ইসলাম নিয়েও কথা বলি।আমার কি সওয়াব হবে না গুনাহ হবে?
মাওলানা:আমাদের সাথেই থাকুন,,আশা করি জবাব পেয়ে যাবেন।এখন একটা ছোট্ট বিরতী নিতে হচ্ছে।
এ্যাড,এ্যাড,এ্যাড.........(৫ মিনিট)
হামদ ও নাত........(৫মিনিট)
কুরআন তেলাওয়াত...... (৫ মিনিট)
অজ্ঞাত কন্ঠ:আসসালামু অলাইকুম শ্রোতাবৃন্দ।আমি এই অনুষ্ঠানের প্রডিওসার।এইমাত্র খবর পাওয়া গেছে হুজুর স্টুডিও ছেড়ে পালিয়ে গেছেন।তবে তাকে শিঘ্রই ধরে আনা হবে এবং উনাকে ও লাভ গুরুকে নিয়ে যৌথ বোর্ড গঠন করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে।সবাইকে শুভ রাত্রি
২১ শে মে, ২০১৮ রাত ৮:৫৩
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: ধন্যবাদ আপনাকে।নিজে থেকেই কিন্তু বোঝা যায় কোনটা ঠিক আর কোনটা বেঠিক।যেন প্রশ্ন করে সাধু সাজার চেষ্টা।
২| ২১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ফাইজলামি...
২১ শে মে, ২০১৮ রাত ৮:৫৬
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: ঘটনা কিন্তু সত্যি।পুরাই ফাইজলামি প্রশ্ন।নিজে থেকেই কিন্তু বোঝা যায় কোনটা ঠিক আর কোনটা বেঠিক।
৩| ২২ শে মে, ২০১৮ সকাল ৯:৩৭
রাজীব নুর বলেছেন: মন্ত্রী-সচিবদেরকে কেন ৭৫ হাজারে মোবাইল সেট দিতে হবে? তাদের সেট কেনার, বিল দেয়ার ক্ষমতা নেই?
২২ শে মে, ২০১৮ বিকাল ৫:৪৭
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: ওরা সরকারের সেবক;তাই সরকারও তাদের সেবা করে।
©somewhere in net ltd.
১| ২১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪
কাইকর বলেছেন: হা হা হা। দেশের বর্তমান অবস্থা খুব ভয়াবহ। ভালো ভালো অনুষ্ঠানেও তারা কি রকমের প্রশ্ন করছে আজ। কেমন যেন হয়ে গেছে সবকিছু।আমাদের তরুণ সমাজ আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে!আমি সব তরুণদের উদ্দেশ্যে বলছি না। তবে,বেশ কিছুক্ষণ হাসলাম।