নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিঃস্বারথ আমি তোমাতে

মোঃ শফিকুল আলম খান ( জাহিদ)

আমি মানুষকে অনেক ভালোবাসি

মোঃ শফিকুল আলম খান ( জাহিদ) › বিস্তারিত পোস্টঃ

যদি এমন হতো ,,,,,,,,

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২১

কখন কোন মানুষ কার কত আপন হবে কেউ বলতে পারে না... যদি বলতেই পারতাম তাহলে প্রথম পরিচয় এর দুই বছর পর কেন তোমার সাথে এত সখ্যতা হবে, কেনই বা তোমাকে এত আপন করে পেতে চাবো এখন...
ফেসবুকে তোমার ছোটখাট ব্যাপারে আমার বিশাল দার্শনিক মতবাদ দিয়ে আমাদের নতুন সম্পর্কের শুরুটা ভালোই ছিল । এর পর রাত জেগে চ্যাট করা , অনলাইনে স্পেড খেলা সবই ছিল আমার জন্য নতুন এক দিগন্তের সূচনা । তোমাকে বই দিতে গিয়ে যে দিন দেখা হল সেই দিন তোমার ওই মায়া মুখ আমার হৃদয়কে ছিন্নভিন্ন করে দিয়েছে । কিন্তু কখন বলার সাহস করতে পারছিলাম নাহ । এর পর সব সময় তোমাকে দেখার জন্য তোমার সাথে ঘুরতে বের হতে চাইতাম । কারন ঘুরাফেরা তোমার যে সব বেশি প্রিয় ছিল।
কিন্তু জানো আমি তোমার ওই বন্ধুদের অনেক হিংসা করতাম । আমার সাথে কথা না বলে যখন ওদের সাথে কথা বলতে,আমার খুব হিংসা লাগত । কিন্তু পর মুহূর্তেই চিন্তা করতাম,তুমি যেইটায় খুশি হও সেটায় আমাকেও খুশি হওয়া উচিত।
তোমার সাথে প্রতিদিন ম্যাসেজ চালাচালি,রাত হলেই তোমাকে ফোন দিতাম। অবশ্য তোমার সাথে রাতে বেশি দিন আমার কথা হয়নি । কথা হবে কিভাবে, ফোন দিলেই কি তুমি ধরতে?? পরে সুন্দর করে ম্যাসেজ করে দিতে “আমি ঘুমাচ্ছিলাম” । কিন্তু এই সময়টুকু কিভাবে কাটত টা আমিই জানি । সব কিছু নাওয়া খাওয়া বাদ দিয়ে ফোনের কাছে বসে থাকতাম । এই বুঝি তুমি ম্যাসেজ করবে । এই জন্য তোমাকে ডাকতাম “ঘুম কুমারী"।
একবার তোমার ম্যাসেজ এর অপেক্ষায় দুপুর ২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত মোবাইল নিয়ে বিছানায় বসে ছিলাম । সবাই ভেবেছিল আমি অসুস্থ হয়ে গেছি । কিন্তু কি হয়েছিল তা শুধু আমি জানি ।
আর বেশি দিন অপেক্ষা করতে পারলাম নাহ । মন স্থির করলাম তোমাকে এইবার মনের কথা খুলে বলবই । যেই ভাবনা সেই কাজ।তুমি একবার বলেছিলে “ভালবাসি তাই” টেলিফিল্মে যেভাবে সজল মিমকে প্রপোজ করেছিল তোমাকে যদি সেইভাবে কেউ করত । হয়ত কথাটা ফান করে বলেছিলে কিন্তু আমি কি করে ভুলে যাই তা ।
সেই জন্য তো,১৪(জুলাই) তারিখ সকাল হতে প্রস্তুতি নিলাম,তোমাকে মনের কথা খুলে বলব বলে । তোমার আসার জন্য অপেক্ষার সময় যেন পার হচ্ছে না । নিজেকে অনেকে নার্ভাস লাগছিল । সবারই হয়ত লাগে এই সময়টুকু । কিন্তু শেষ পর্যন্ত সব কিছু উপেক্ষা করে জানিয়ে দিলাম মনের কথা ।
আমি জানতাম তুমি আমাকে বন্ধুর চেয়ে বেশি কিছু ভাব না । কিন্তু আমার মনে একটু হলেও আশা ছিল যদি তুমি হ্যা বলে দাও । কিন্তু তুমি দাও নি ।
আজও বৃষ্টি হচ্ছে ,সে দিনও বৃষ্টি হয়েছিল... আসলে সেই দিন পর থেকে বৃষ্টি আর থামে নি...
হয়ত আমার চোখের জল বৃষ্টি হিসেবে নেমে যাচ্ছে , তবে বৃষ্টি থেমে গেলেও হয়ত আমার চোখের জল থামবে না...
কিছু দিন পর এই কবিতাটা একটা পেজে দেখেছিলাম । মনে হল আমাকে নিয়ে লেখা...
যখন কষ্ট পাই.....
চোখ বন্ধ করে অতীত সৃতি হাতড়ে বেড়াই
মন ভাল হয়ে যায়
যখন কান্না আসে....
ইনবক্স এর তলে পড়ে থাকা পুরানো এসএমএস গুলো পড়ি
চোখে পানি কিন্তু মুখে হাসি চলে আসে
যখন ছেড়ে চলে যাও....
খুজে ফিরি তোমাকে সবখানে
... তোমার দুষ্টুমি মাখানো মিষ্টি হাসির ছবি দেখি
মনে হয় যেন কাছেই আছ তুমি
মনের ভেতর থেকে কে যেন ফিস ফিসিয়ে বলে ..
তুমি নাকি আসবে ফিরে
আনমনা হয়ে বলি,
আসলেই কি তুমি আসবে ফিরে........!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.