| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জাহিদ হাসান রানা
একজন নিরীহ মাইক্রোবায়োলজিস্ট...
রাত্রি দ্বিপ্রহর
চুপচাপ সব নিস্তব্দ
মনের গহীনে আজ স্মৃতিরা করেছে ভীড়।
চুপচাপ শুধু তাকিয়েই আছি আকাশে
গাছের পাতা মৃদু মৃদু দোলে বাতাসে।
আজকে পড়ছে মনে
নিবিড় কালো বন্ধুর চেনা হিয়া।
মিশে গেছে যা একযুগ আগে
শত অভিমান নিয়া।
বন্ধুরে তোকে পড়ছে মনে
তুই কি দূরের তারা?
শুন তবে আজ তোর বিহনে
হৃদয় দুঃখহারা।
গ্রাম্য স্কুলে গ্রাম্য বন্ধু
সেই যে দুষ্ট দল!
তোদের যে আজ খুজে ফিরি
কোথায় আছিস বল?
পারব না কি দেখতে তোদের
সেই যে বটের তলে?
যেথায় আমি একলা হাটি
তোদের পাব বলে!
শিশিরভেজা চির আপন পথটিতে যাই হেটে
তাকিয়ে থাকি নিষ্পলকে
বটের তলীর ঘাটে।
সেথায় আমি আজও দেখি
ছোট্ট ছেলের দল।
তোদের খুজি উদাস মনে
ঝড়িয়ে অশ্রুজল।
©somewhere in net ltd.