নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাপন একজন গনমাধ্যম শ্রমিক

নীল নীর্জন

সাধারন প্রামান্যচিত্র নির্মাতা ও সৃষ্টির সকল আঙ্গিকের প্রতি শ্রদ্ধাশীল ।

নীল নীর্জন › বিস্তারিত পোস্টঃ

সংখ্যা লঘু ; রাজনীতি

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৬

আমার মতো অনেকেই মনে করে থাকবেন যে ৭১ এর পর এই সময় দেশ সব চেয়ে বেশি অস্বির। উত্তাল গ্রাম- শহর। ঘর পুড়ানো, ঘর ভাঙার ঘটনা এবার দু-একটা ঘটেনি। সাবেক এম পি র বাড়ি গুড়িয়ে দেয়া ছাড়া ও অসংখ্য ঘর পুড়িয়েছে সরকার সমর্থক এবং বিরোধীরা।

যখনই সংখ্যা লঘু ভাই -বোনদের ঘর পুড়লো তাখনই আমরা বল্লাম হিন্দুদের পুড়িয়ে শেষ করা হচ্ছে। কিন্তু যখন মুসলমানদের ঘর পুড়ানো হলো তখন আমরা কেউতো বলি নি মুসলমানদের ঘর পুড়ছে?!!

তাহলে কি আবহমান বাংলার সব চেয়ে প্রাচীন এবং আমাদের পূর্ব পুরুষদের ধর্মানুসারী হিন্দু ভাই বোনরা সমাজ এর বাইরে?

একজন সমাজ সচেতন মানুষ মাত্রই বুঝেন সমাজে অশান্তি হলে কেউ সুখে থাকে না । হোক সে মসজিদের ইমাম, মন্দিরের পুরহিত, চার্চের ফাদার কিংবা বুদ্ধ ভিক্ষু কেউ না ।

কিন্তু এটা নিয়ে রাজনীতি যারা করছেন তারা ভালো করেই জানেন এ খেলা উপমহাদেশে বেশ পুড়নো এবং বোকা বাংলাদেশিরা সেই খেলা ভালই গিলেন।

বিচার বিভাগীয় কিংবা প্রশাসনিক তদন্ত ছাড়াই আমরা কাউকে দোষী করছি।

তবে যুক্ত ফ্রুন্টের নির্বাচরের পর থেকে বাংলাদেশে শুধু মাত্র ক্ষমতাশীলরাই সংখ্যা লঘুদের বাড়ি ঘর দখল করেছে , নিজেরা জমিদার হয়েছে। আবার কেউ কেউ ক্ষমতায় যাওয়ার জন্য ও ব্যাবহার কবেছে।

একটা বিষয় বুঝিনা যারা ক্ষমতা থেকে বরাবরই বাইরে ছিল তাদেরই কেন বিচার বিশ্লেষন ছাড়াই দোষ দেই ?!!!

ধর্মীয় সংহতীর দিক থেকে যেই দেশ বরাবরই বিশ্বের দরবারে সন্মাতিত সেই দেশকে সংখ্যা লঘু নির্যাতনের কাদা মাখিয়ে কাদের লাভ?

একটু ভাবা দরকার.....!!!!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪২

কলাবাগান১ বলেছেন: ভয়ংকর অভিযোগ প্রথম আলোর বিরুদ্ধে... ভোটারদের লাইনে দাড়ানো ছবিতে হিন্দু নারী বুঝাতে, ফটোশপ ইউজ করে কপারের সিঁদুরকে হাইলাইট করার

হায়রে হলুদ সাংবাদিকতা........

http://www.sachalayatan.com/udash/51139

২| ০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:০২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আমার নিরপেক্ষ বিশ্লেষন এটা ক্ষমতার খেলা,,,,,,,,এই খেলায় আমি কিছুতেই আ'লীগকে বিশ্বাস করছি না,,,,,,,,,কারণ এটা দেখিয়ে তারা সহানুভুতি পাওয়ার চেষ্টা করবে,,,,,,,কারন তারা ভাবে হিন্দুরা তাদের ভোট ব্যাংক,,,,,,,,,,। আমি যদিও এই দলেরই একজন সাপোর্টার। কিন্তু এখন যতই বিশ্লেষণ করছি,,,,,,,,,ততই আমার মন বিষময় হয়ে যাচ্ছে,,,,,,,,।

আমি বিএনপি, জামাতকেও বিশ্বাস করি না,,,,,,,,,,,তারাও এই কাজ করতে পারে,,,,,,,,,,,। এখানেও ক্ষমতায় যাওয়ার খেলা।

আমি বলবো প্রিয় হিন্দু ভাইবোন আপনারা নিজেরা নিজেদের স্বার্থে ঐ সব ঘৃন্য পশুদেরকে চিহ্নিত করুন,,,,,,,,,,,,ঘৃন্য পশু যতই শক্তিশালী হোক না কেন,,,,,,,,,,,

পাড়ায় পাড়ায় প্রতিরোধ কমিটি গড়ে তুলতে হবে,,,,,,,,,,,,

কোন দলকেই আন্তরিকভাবে বিশ্বাস করার দরকার নেই,,,,,,,,,,,কারণ ক্ষমতায় যাওয়া এবং সেই সাথে টিকে থাকার কৌশলের মারপ্যাচ বড়ই বিচিত্র,,,,,,,,,বড়ই মারাত্মক,,,,,,,,,,,,

আসুন নির্যাতিত ভাইবোনদের পাশে দাঁড়াই,,,,,,,,,। তারা আমাদের আত্মার আত্মীয়,,,,,,,,,,তারা আমাদের আত্মীয়,,,,,,,,,,,,।

আর কিসের সংখ্যালুঘু !! ঐ শব্দটিকে বাদ দিতে হবে। আর মালাউন,,,,,,এই শব্দই বা কেন !! ঐ শব্দটাকে চিরতরে কবর দিতে হবে,,,,,,,,,। আমরা একই দেশে বাস করি,,,,,,,,আমরা বাংলাদেশী,,,,,,,,,,এটাই আমাদের বড় পরিচয়,,,,,,,,,।

জাগো বাহে ,,,,,,,,,,,,,,,,জাগো বইন,,,,,,,,,,,,

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:১৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: এখন নিরপেক্ষভাবে ভাবার সময় এসেছে,,,,,,,,,,আর নয় মার খাওয়া,,,,,,,,,,। মনে মনে ভাবছি,,,,,,,,ইস এখন যদি ভারতের আম আদমি পার্টির মত একটি পার্টি বাংলাদেশে থাকতো,,,,,,,,,বড়ই অনুভব করছি,,,,,,,

একজন মুসলিম হিসেবে ক্ষমা চাচ্ছি,,,,,,,,,,,,,লজ্জা পাচ্ছি,,,,,,,,,,। আর কান্না দেখতে পারছি না,,,,,,,,,,।
হায়রে ক্ষমতা !! হায়রে জাত পাত !! একজন মানুষকে কি সৃষ্টি করতে পার তোমরা নরপশুরা !!! যে জাত পাতের দোহাই দিয়ে ক্ষমতার জন্য অন্য ধর্মের উপর অত্যাচার !!!!

কষ্টগুলো নীল হয়ে যাচ্ছে,,,,,,,,,,,,,,,,যুবসমাজ ! এগিয়ে এস !! সবাই নির্যাতিতের পাশে দাঁড়াও,,,,,,,,,,,,,

৪| ০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:১৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আমার একটু বেশি লাগছে এই কারনে যে আমার বাবার বন্ধুরা প্রায় হিন্দু, আমার বন্ধুরা প্রায় হিন্দু,,,,,,,,,,,আমার মা একজন হিন্দু নারীকে মা বলে ডেকেছিলেন,,,,,,,,,,,,,,,,,আমাদের পরিবার মুক্তিযুদ্ধের সময় আশেপাশের গ্রামসহ হিন্দু পরিবারদের জানমালের নিরাপত্তা দিয়েছিল,,,,,,,,,আমাদের বাড়িতে তারা আশ্রয় নিয়েছিল,,,,,,,,,,। আমি বুঝি মানবতা,,,,,,,,,,,।

আমার আত্নায় কষ্ট লাগছে,,,,,,,,আর তোরা বুঝিস শুধুই ক্ষমতা !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.