নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাপন একজন গনমাধ্যম শ্রমিক

নীল নীর্জন

সাধারন প্রামান্যচিত্র নির্মাতা ও সৃষ্টির সকল আঙ্গিকের প্রতি শ্রদ্ধাশীল ।

নীল নীর্জন › বিস্তারিত পোস্টঃ

শীতল রাতের ঠোঁট

২৮ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:১২



আজ জানা অজানার কোন উত্তর -দক্ষিন ছিলো না,
আলোর দূর্বল বিম্ব গুলোও শত্রু করেছে
কয়েকবর্ষী বিদেশী পাম গাছের পাতা ।

কোয়াশার সামিয়ানায় মোদিত চাঁদের আসর
সদ্য জন্মানো ভেজা ছবির মতো
ঝুলে থাকে পাচিলহীন সীমানায়।

ক্ষনে ক্ষনে অস্তিত্বের বরফ গালায় তোমার ঠোঁট
শাম্পান আঙিনার নাগরীক পানশালায়।

তৃষ্ণা মেটানো বরফের শীতলতা যে ঠোঁটে গড়ালো
তার উষ্ণতা বরারর আমার অস্তিত্বের প্রার্থনা -
ও রাতের নগর ঘুমিয়ো না !
আমাকে শীতলতার ভাজে দাও অসংখ্য উষ্ণতা ।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:২৭

সেলিম আনোয়ার বলেছেন: শীত রাতের ঠোঁট দারুন তো ।

২| ২৮ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৩৫

ইসিয়াক বলেছেন: ভালো লাগলো ......আমাকে শীতলতার ভাজে দাও অসংখ্য উষ্ণতা ।

৩| ২৮ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:০২

রাজীব নুর বলেছেন: বাহ!!!

৪| ২৮ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩৮

ইমু সাহেব বলেছেন: লেখার ভাষাটা সুন্দর ,এই রকম কিছু লিখার ইচ্ছা আছে । "বরারর" শব্দটা কি -বরাবর হবে ?

৫| ২৮ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে

৬| ২৮ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৪৩

মিথী_মারজান বলেছেন: সুন্দর।

৭| ২৮ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:০৯

নীল নীর্জন বলেছেন: বরাবর হবে দুঃখিত । ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.