![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারন প্রামান্যচিত্র নির্মাতা ও সৃষ্টির সকল আঙ্গিকের প্রতি শ্রদ্ধাশীল ।
শীতের চাঁদর
..................।।
আজ অনেক কিছুই জড়ানো যেতো এই রাতে,
সবুজ রঙে আঁকা নখ সমেত বাহু ;
আমার বুকে বা গলায় যেখানে ভাঁজে- ভাঁজে থাকে
আদরে আপ্লুত হওয়ার সকল পুলকিত আঙ্গিনা।
চাইলেই জড়াতে পারতাম প্রসারিত হাতের ডানায়
বাজুবান্দের বরাবর জৌলশের কোমর আদরে,
মুড়িয়ে ঢেকে দিতাম আহ্লাদে ;
সবুজ ঘাসের আঁটির মতো মাঝা-মাঝি
দৃশ্যত বন্ধন বা আটকিয়ে রাখার রশি।
জড়ানো যেতো মাদুরে পাতা বিছানার চাঁদর বরাবর কাঁথা ,
সরাসরি নিঃশব্দ সমান্তরালে ডুবে যাওয়া অগণিত নিঃশ্বাস।
উষ্ণতার লোভে জড়াতে চাইলে আবিষ্ট হতো
এক জোড়া ঠোঁট গভীর পরিচয়ে
জানা সুবহে -সাদিকের চেয়েও দীর্ঘ ও স্নিগ্ধ।
জড়িয়ে থাকা চিত্র কল্পের ক্যানভাসের বাইরে
দাবিহীন ক্রমশও রাতের নিরালায়
পাঁচিল থেকে মুক্ত রাজপথের আলোয়
আমি জড়ালাম শীতের প্রথম চাঁদর ।
১৫-১১-২০১৯
২| ১৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:২২
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
৩| ১৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৫
নার্গিস জামান বলেছেন: আহা বড় ভালো।
৪| ১৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৮
কিরমানী লিটন বলেছেন: চমৎকার লিখেছেন....
৫| ১৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৩৫
নীল নীর্জন বলেছেন: ধন্যবাদ সবাইকে ..
©somewhere in net ltd.
১|
১৫ ই নভেম্বর, ২০১৯ সকাল ৮:৪০
নুরহোসেন নুর বলেছেন: রোমান্টিক শীত কবিতা,
ছবি দেখে মনে হলো কাল থেকে চাদর জড়াতে হবে।
ছবি কবিতা দুটোই ভাল লাগলো।