নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাপন একজন গনমাধ্যম শ্রমিক

নীল নীর্জন

সাধারন প্রামান্যচিত্র নির্মাতা ও সৃষ্টির সকল আঙ্গিকের প্রতি শ্রদ্ধাশীল ।

নীল নীর্জন › বিস্তারিত পোস্টঃ

আত্মার সাফাই

০৪ ঠা আগস্ট, ২০২২ বিকাল ৪:৪২

জমানো বাসন কোসন ধুয়ে ধুয়ে যে অবশিষ্ট ধূলা ময়লা
গায়ের চৌহদ্দিতে সেটে দিয়েছ তা আত্মার খুব কাছা-কাছি ।
তোমার অস্তিত্বে ভৎর্সনা ধেয়ে আসলেও ঠাহর করো না সন্মান;
যেন নগরের খাল-বিলের মতো থেমে থাকা দূর্গন্ধময় আত্মার শিরা- উপশিরা,
তরল ফোয়ারায় জমাট বেঁধেছে -
অযোগ্য, পচাঁ-গলা, নরম-শক্ত অস্বাভাবিক অণু-কণার।
এসবে তোমার বা আমার কী ?
উর্বর মাটির ভরাট, জঞ্জালের ভারাট বা ভাগাড়ের সবই তো সমান,
প্রবৃত্তি বা প্রবৃদ্ধির ইট পাথরের ভাঁজের অট্টহাসিতে;
বেরোবে নামী -দামী লোবানের অসহ্য মিষ্টি গন্ধ,
ভাগাড়েরও অনেক উচুঁতে দাঁড়িয়ে;
দক্ষিণা বাতাস আপন করে একদল হারামজাদা ।
ফুসরতে এসো -
ভাগাড়ে বসে সাফ করে নেবো একে অপরের আত্মা অথবা বিবেক ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.