![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারন প্রামান্যচিত্র নির্মাতা ও সৃষ্টির সকল আঙ্গিকের প্রতি শ্রদ্ধাশীল ।
রাতের চাঁদের মতো একখন্ড আলো
বিকিরণে বুঝা যায় হারানো প্রেম লুকিয়েছো কই ?
জোৎস্নার বেড়িহীন প্রহরায় তুমি অনিন্দ্য,
সুন্দরের জানালায় আমি উঁকি দেই বারবার।
গুটি কয়েক চূড়া আর অসংখ্য কৃষ্ণচূড়ার প্রহরায়
আটকানো সবুজ ভূমিতে
আমি পুত্র বা প্রেম পাত্র; আবদ্ধ।
শরীরে , স্লোগানে বা জমে থাকা অভিসারে
নিত্য বসাও নতুন নতুন কর।
ধরে নাও আমার প্রেম মিথ্যে !
তুমি সত্যের সামনে দাঁড়ালে
আয়নায় জেগে উঠে চুম্বনের কালসেটে দাগ,
ঠোঁটের ভাঁজে অংকিত দীর্ঘ সময়।
তুমি অমৃত পান করো শব্দ বা উপন্যাসের;
আমার প্রাণ বেঁচে থাকে কাল্পনিক ঘাসের ডগায়।
©somewhere in net ltd.
১|
০১ লা সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:২৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কাল্পনিক বাঁচুন আর ভার্চুয়াল বাঁচুন বেঁচে থাকাটাই বড় কথা!
যে কোন ভাবেই হোক
কায়দা করে বেঁচে থাকা !!
সুন্দর কবিতা; তবে পাঠক নাই, আফসোস!