![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন স্থপতি
ঘটনা ১ || ২০১৩ সালের ২৮ নভেম্বর শাহবাগে একটি বাসে পেট্রল বোমা থেকে আগুন ধরে যায়। এতে ১৬ অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি ও ২ জন নিহত হয়। পুড়ে যাওয়া বাসটি হচ্ছে 'বিহঙ্গ পরিবহন'।ִ
ঘটনা ২ || ২০১৩ সালের ৩ মার্চ, জামায়াতের হরতালে শেওলাপাড়া আর আল-হেলাল হাসপাতালের সামনে বাসের ভিতর থেকে ককটেল মারা হয়। পুলিশ অনুসন্ধান করে জানায় বাসটি ছিল, 'বিহঙ্গ পরিবহন'।ִ
ঘটনা ৩ || ২০১৩ এর ৬ জুলাই বেগম খালেদা জিয়ার গাড়ীকে ধাক্কা দিতে চেষ্টা করে একটি বাস। অনুসন্ধানে জানা যায় বাসটি ছিল, 'বিহঙ্গ পরিবহন'।ִ
ঘটনা ৪ || পঙ্কজ দেবনাথ, সেচ্ছাসেবক লীগের নেতা, এবার আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন বরিশাল-৪ আসনে। উল্লেখ্য এই পঙ্কজ দেবনাথ হচ্ছেন 'বিহঙ্গ পরিবহন' এর মালিক। তার পরিবহন দিয়ে একের পর এক রাষ্ট্রীয় সন্ত্রাস করিয়ে তিনি শেখ হাসিনার প্রিয়ভাজন হন। তাই কাজের পুরষ্কার হিসেবে পেয়ে গেলেন মনোনয়ন।
ঘটনা ৫ || গত বৃহস্পতিবার পর্যন্তও বরিশাল-৪ আসনের মনোনয়ন নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল। শীর্ষে ছিলেন মেহেন্দীগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাঈদুল ইসলাম ও হিজলা উপজেলা চেয়ারম্যান টিপু সুলতান। কিন্তু কালকের ঘটনার পরে ঘুরে যায় খেলা। হঠাৎ তালিকায় তিন নম্বরে থাকা পঙ্কজ দেবনাথ সবাইকে টপকে মনোনয়ন পেয়ে যান।
ঘটনা ৬ || শাহবাগে 'বিহঙ্গ পরিবহন' বাসে আগুন লাগা থেকে বেঁচে যাওয়া এক যাত্রী রাশেদা জানান তিনি পেট্রল বোমা নিক্ষেপকারীদের মধ্যে মাসুদকে দেখেছেন, যাকে তিনি চেনেন। এই মাসুদ আওয়ামী সন্ত্রাসী এবং জাহাঙ্গীর কবীর নানকের পোষা ক্যাডার।
ঘটনা ৭ || আদাবর ১৬ নং বস্তির বাসিন্দা রাশেদা একটি প্যাথলজিক্যাল ল্যাবে ক্লিনারের কাজ করেন। রাশেদার ফোন নাম্বার ০১৮১৮-০৬৯০২৬। রাশেদা গোটা ঘটনা শাহবাগ পুলিশকে জানায়।
ঘটনা ৮ || পুলিশ দ্রুত তদন্তে নেমে ঘটনার সাথে নানকের সংশ্লিষ্টতা পেয়ে তদন্ত থামিয়ে দেয়। পরদিন থেকে রাশেদাকে খুজে পাওয়া যাচ্ছে না। একটি জনপ্রিয় টেলিভিশনের একজন সাংবাদিকের কাছে পুরো ঘটনার বর্ণনা দিয়েছেন একই বস্তিতে বসবাসকারী রাশেদার সহকর্মী সালমা।
বাসে বোমা মেরে মানুষ পুড়িয়ে বিরোধীদলকে শায়েস্তা করার নৃশংস কৌশল নিয়ে আবারো মাঠে সক্রিয় নানক-আজম বাহিনী।
যে নাশকতার বিনিময়ে যে মনোনয়ন নিশ্চিত করল পঙ্কজ দেবনাথ, নিহত নাহিদ আর রবিনের পরিবারকে কী বলে সান্তনা দিবে সে? তাকে মনোনয়ন দিয়ে জাতির সাথে করা উপহাসেরই বা কী জবাব দেবে হাসিনা? আর কী শাস্তি হবে নানক-আযম-মাসুদদের?
তথ্যসুত্রঃ
সময়ের সাক্ষ্মী
Click This Link
যেডফোর্স আন্দোলন সেল
Click This Link
শেখ সেলিমের মুখে শুনুন বাসে আগুন লাগায় ছাত্র লীগ
https://www.youtube.com/watch?v=VhPkuLqoJ9s
২| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৫
আশমএরশাদ বলেছেন: বিহঙ্গ না পুড়াইয়া কি জাবালে নুর অথবা জামাতের আবাবিল পুড়াইবে। পুড়লে আওয়ামীলীগেরটা পুড়ুক সে জন্যই বিহঙ্গ পুড়ায়।
কালকে বাড্ডায়তো বেঙ্গলের গাড়ি পুড়ানো শিখর পুড়ানো হয়েছে কই সেটাতো বলেন নাই কেন?
শাহবাগের শিশুপার্কের সামনে 'মিশন' সফল করতে শিবির ও ছাত্রদলের সাতজনকে দায়িত্ব দেওয়া হয়। দলের নেতৃত্ব দেন তিনি (মিলন)। যেকোনো একটি যাত্রীবাহী বাসে আগুন দিতে ওই দিন সকাল থেকেই তাঁরা শাহবাগ এলাকায় অবস্থান করেন। দুপুরে তাঁরা সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হন। দিনে পরিস্থিতি অনুকূল না হওয়ায় নিজেদের মধ্যে আলাপ করে তাঁরা সন্ধ্যার পর বাসে আগুন দেওয়ার পরিকল্পনা করেন। মাগরিবের আজানের পর অন্ধকার নেমে এলে উদ্যান থেকে ফুটপাতে এসে সড়ক দ্বীপের দুই পাশে বিভক্ত হয়ে তাঁরা অবস্থান নেন। এ সময় 'বিহঙ্গ' কম্পানির বাসটি ঘটনাস্থলে এলে প্রথমে তাঁরা কৌশলে সেটি থামানোর চেষ্টা করে। তা সম্ভব না হলে দ্রুত বাসটির সামনে এসে চালকের সামনের 'গ্লাসে' একটি পেট্রলবোমা ছুড়ে মারেন। দূর থেকে তাঁরা দেখতে পান বাসটি পুড়ছে আর যাত্রীরা ভেতরে আগুনে ছটফট করছে। কিছুদূর চলার পর বাসটি সড়ক দ্বীপের সঙ্গে ধাক্কা লেগে থেমে যায়। এরপর তাঁরা ঘটনাস্থল ত্যাগ করে বিভিন্ন দিকে পালিয়ে যান।
বাসটিতে আগুন লাগানোয় ইতিমধ্যেই এর তিন যাত্রী মারা গেছে। মানুষ পোড়াতে খারাপ লাগে কি না- এ প্রশ্নের জবাবে মিলন ডিবি হেফাজতে এই প্রতিবেদককে বলেন, ''আগুন লাগানোর পরের দিন মিডিয়ায় 'মানুষ মরার' খবর জানতে পেরে কিছুটা খারাপ লেগেছিল। কিন্তু তাতে কী আসে যায়, মিশন সফল করতে পারলেই একদিকে টাকা আর অন্যদিকে দলে 'প্রমোশন' হয়।'' তিনি জানান, হরতাল-অবরোধ সফল করতে তাঁরা যেকোনো ধরনের নাশকতার জন্য প্রস্তুত। দল ক্ষমতায় যাবে কি না সেটা পরের ব্যাপার। এর আগে যতটুকু 'টাকা' কামাইয়া নেওয়া যায়। মিলন বলেন, 'আমরা জ্যেষ্ঠ (সিনিয়র) নেতাদের নির্দেশে অবরোধ কার্যক্রমকে সফল করার জন্য জনমনে আতঙ্ক সৃষ্টি করতে ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপ এবং গাড়িতে আগুন দেই।' তিনি আরো জানান, এসব নাশকতার পেছনে বিপুল পরিমাণ অর্থের সংস্থান করছে জামায়াত-শিবির। অন্য দলের শীর্ষস্থানীয় নেতারা সেই টাকা পিকেটিংয়ের দায়িত্বে থাকা একজন দলনেতার মাধ্যমে বিতরণ করেন।
- See more at: Click This Link
৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩২
আলাদীন বলেছেন: না হাইসা পারলাম না ! রিমান্ডের আসামি এখন সাংবাদিকের কাছে জবানবন্দি দেয়, তাও আবার সব দল, সব লেভেলের নেতা, জোগান দাতা ব্লা ব্লা ব্লা।। সবাইরে একসাথে গিটটু দিয়া...
শাহবাগ / সারওয়ারদি এলাকায় যে পরিমান পোশাকি পুলিস আর তার চাইতে কয়েক গুন বেশি গোয়েন্দা / সাদা পোশাকের পুলিস।। এর ভিতর ৮/১০ জনের একটা পিকেটিং টিম সারাদিন পেট্রোল বোমা / গান পাউডার / ককটেল নিয়া ঘুরলো কেমনে ??
মেঙ্গো পাবলিক তো ঘাস খায় !! নাটক সিনেমা কিছু বুঝে না !!
৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০১
িসরাজ উদদীন বলেছেন: মেঙ্গো পাবলিক তো ঘাস খায় !! নাটক সিনেমা কিছু বুঝে না !(সহমত)
৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
জনাব মাহাবুব বলেছেন: মেঙ্গো পাবলিক তো ঘাস খায় !! নাটক সিনেমা কিছু বুঝে না !!
খাটি কথা।
©somewhere in net ltd.
১|
০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৩
বদলে যাই বলেছেন: এই কী শুনাইলেন ভাই !!!!!!!!!!!!!!!!