নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতকাল মুহাম্মদ হিজাব এসেছিলেন আমাদের পাড়ার মসজিদে - এই লদ্রলোক যে এতো জনপ্রিয় তা গতকাল মসজিদে না গেলে জানতাম না। মাগরিবে পর লেকচা শুরু হওয়ার কথা। আসরের আগে থেকেই মুসল্লিতে ভরে গেছে মসজিদ। যাই হোক - অত্যন্ত বস্তুনিষ্ট এবং সময়পোযোগী একটা বত্তৃতা শুনলাম - বিশেষ করে চলমান ফিলিস্থিনীদের উপর যে অবনর্ণীয় দুর্দশা নেমে এসেছে পশ্চিমা কলোনী ইসরায়েলের মাধ্যমে - তার জন্যে এই মুহুর্তে পশ্চিমে বসবাস করা সবার জন্যে প্রথম করনীয় হিসাবে ইনফরমেশন ওয়ারে শরীক হওয়া আহ্বান জানালেন উনি। বললেন কি ভাবে এই যুদ্ধে সক্রিয় হওয়া যাবে।
মুল কথা ছিলো -
আবু সাঈদ খুদরী (রাযিয়াল্লাহু আনহু) বলেন, আমি রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি। তিনি বলেন, তোমাদের কেউ গর্হিত কাজ হতে দেখলে সে যেন স্বহস্তে বা শক্তি প্রয়োগ করে পরিবর্তন করে দেয়, যদি তার সে ক্ষমতা না থাকে তবে মুখ দ্বারা এর পরিবর্তন করবে। আর যদি সে সাধ্যও না থাকে, তখন অন্তর দ্বারা করবে। এটা ঈমানের দুর্বলতম স্তর (ছহীহ মুসলিম, হা/৮১)।
এই হাদিসের বর্ণনা মতো ২য় এবং ৩য় পথ আমাদের জন্যে খোলঅ আছে। সবার উচিত ইমান রক্ষার স্বার্থে অন্তত এই দুইটা পথে সক্রিয় হই।
২| ২৪ শে অক্টোবর, ২০২৩ ভোর ৫:৩২
রানার ব্লগ বলেছেন: ইমানের সাথে ফিলিস্তিনের কি সম্পর্ক। ফিলিস্তিনের সমস্যা তাদের জাত ভাইদের তৈরী সমস্যা। উহা তারা প্রয়োজন মতো জাগিয়ে তোলে। মাঝখান দিয়ে সাধারন ফিলিস্তিনী পোকার মতো মরে। আপনার কিছু ঈমান ধার দিয়ে আসেন দেখেন নেয় কি না নাকি উলটা আপনার গলায় বোমা বেধে ইসরাইলী সৈন্য শিবিরে মরার জন্য পাঠিয়ে দেয়। মরলে শহীদ বাচলে গাজী তুই ব্যাটা মরতে রাজী বলে স্লোগান দিয়ে এরা পোলাও মাংস খাবে আপনি বোমার স্প্লিন্টার খেয়ে রাস্তায় তরপাবেন।
৩১ শে অক্টোবর, ২০২৩ রাত ১:২১
আ. স. ম. জিয়াউদ্দিন বলেছেন: স্বপ্ল জ্ঞান মানুষকে অহংকারী বানায় - আর গভীর জ্ঞান বিনয়ী করে।
৩| ২৪ শে অক্টোবর, ২০২৩ সকাল ৮:০৮
অহরহ বলেছেন: তার মানে, শক্তি থাকলে এ মুহুত্বে আমেরিকার ক্যাপিটল হিল বোমা মেরে উড়িয়ে দিতেন। শক্তি নেই, তাই মসজিদে বসে মেও মেও করছেন?? তাই তো??
৩১ শে অক্টোবর, ২০২৩ রাত ১:২২
আ. স. ম. জিয়াউদ্দিন বলেছেন: সব বিষয় সবার জন্যে না - কুয়ার ব্যাঙের জন্যে সমুদ্র না।
৪| ২৪ শে অক্টোবর, ২০২৩ সকাল ৮:৩৫
শেরজা তপন বলেছেন: সুপ্রিয় ব্লগার, পোস্ট দেবার পরে ফের একবার রিভাইস করুন। এত ছোট পোস্টে এত বেশী টাইপো (অতি সাধারন বানান ভুল) নজরে আসে।
নমুনা;
লদ্রলোক
লেকচা
বত্তৃতা
* চাইলে আমার মন্তব্যখানা মুছে দিতে পারেন।
৩১ শে অক্টোবর, ২০২৩ রাত ১:২২
আ. স. ম. জিয়াউদ্দিন বলেছেন: ব্যস্ততার জন্যে হচ্ছে - নিজ গুনে ক্ষমা করবেন।
৫| ২৪ শে অক্টোবর, ২০২৩ সকাল ৯:০৮
নূর আলম হিরণ বলেছেন: হুজুর জ্ঞান-বিজ্ঞান টেকনোলজিতে উন্নত হতে বলেনি?
৬| ২৪ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:৫৪
নতুন বলেছেন: মুল কথা ছিলো -
আবু সাঈদ খুদরী (রাযিয়াল্লাহু আনহু) বলেন, আমি রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি। তিনি বলেন, তোমাদের কেউ গর্হিত কাজ হতে দেখলে সে যেন স্বহস্তে বা শক্তি প্রয়োগ করে পরিবর্তন করে দেয়,
ইচ্ছা থাকলেই উপায় হয়। যাদের ঈমানী দূর্বলতা আছে তারাই এইসব ৩য়/৪র্থ ৫ম তরিকার কথা আলোচনা করেন।
আপনি চাইলে ব্লগের সবাই মিলে আপনাকে গাজা যাবের পথ বলেদিতে পারে। আপনার ঈমানী শক্তি মজবুত থাকলে আপনি সাহাজ্য চান দেখবেন আপনি গাজাতে যাবার পথ পেয়ে গেছেন<....
এটা ধর্মযুদ্ধ না, রাজনিতিক সমস্যা, আরবদের এই সমস্যার সমাধান করতে হবে। আরবেরা একত্র হলে আমেরিকা এই সমস্যার সমাধান কয়েক সপ্তাহেই করতে বাধ্য.... আরবেরাই এই সমস্যার সমাধানে আগ্রহী না...
৭| ২৪ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:৩০
অধীতি বলেছেন: ভাত চলে না দুধ রোজ। জন্মের পর থেকে দেখতেছি খালি দোয়াই করতেছে আর পোলাপান মাদ্রাসায় পড়ানোর জন্য চিল্লাচিল্লি। সাইন্স পড়তে চাইলে মোটামোটি মানুষিক চাপ তৈরি করে। নিজের স্বজনের জমি দখল করে তাবলিগ দেয়। ওদিকে ফিলিস্তিন নিয়া কান্নাকাটি। আরব অঞ্চলের মানুষ যে কতটা জঘন্য খারাপ তার প্রমান হল ওই আরব অঞ্চলেই এক লক্ষ চব্বিশ হাজার নবি পাঠাইছে।
৮| ২৪ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৬
নিমো বলেছেন: তা ভাইজান ঈমানের সবলতম স্তরে পৌছানোর কোন সময়সীমা আছে ? নাকি সারাজীবনই এই একই গান গাইবেন!
৯| ২৫ শে অক্টোবর, ২০২৩ রাত ১২:০১
জ্যাক স্মিথ বলেছেন: এসব বয়ান শুনেই তো পোলাপান জঙ্গি দলে যোগ দেয়, আমি অন্তত ৩ জনকে চিনি যারা গাজায় হামাসের পক্ষে যোগদানের জন্য প্রস্তুত।
১০| ২৫ শে অক্টোবর, ২০২৩ রাত ১:২৪
রাজীব নুর বলেছেন: ওকে।
©somewhere in net ltd.
১| ২৪ শে অক্টোবর, ২০২৩ রাত ৩:০৪
সোনাগাজী বলেছেন:
আপনি অন্তরে মাঝে কিছু এন্টি-এয়ারক্রাফ্ট ( অনতর টু এয়ার ) মিসাইল জন্ম দেন; তারপর, সেগুলোকে ইসরায়েলের জংগী বিমান লক্ষ্য করে ছোঁড়েন।